বন্ধুত্বের আড্ডা থেকে রহস্যময় রাত

চরকিতে মুক্তি পাচ্ছে ‘থার্সডে নাইট’

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২৬ নভেম্বর ২০২৫, ১২: ৫৮
Thumbnail image
ছবি: সংগৃহীত

শুক্রবার বা সপ্তাহের ক্লান্তি ঝেড়ে আড্ডা দেওয়ার রাতের এক সাধারণ দৃশ্য এবার পরিণত হয়েছে রহস্যময়তার গল্পে। চরকিতে বুধবার (২৬ নভেম্বর) রাত ১২টায় মুক্তি পাচ্ছে ফ্ল্যাশ ফিকশন ‘থার্সডে নাইট’, যা আনন্দমুখর বন্ধুত্বের আড্ডাকে কেন্দ্র করে তৈরি হয়েছে, কিন্তু রাতের শেষে তা অস্বস্তিকর এবং জটিল এক ঘটনায় রূপ নেয়।

ট্রেলারে দেখা গেছে, বন্ধুদের আড্ডা, খাওয়া-দাওয়া এবং হইচইতে রাতটি শুরু হয়। কিন্তু রাতের একটি সময়কে কেউই মনে রাখতে পারে না। হারিয়ে যাওয়া স্মৃতিই গল্পের রহস্যের মূল কেন্দ্র। পুলিশও সেই হারিয়ে যাওয়া ঘণ্টাগুলো খুঁজে বের করার চেষ্টা করে। কে সত্য বলছে, কে মিথ্যা—এই প্রশ্নগুলোই গল্পকে এগিয়ে নিয়ে যায়।

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নির্মাতা জাহিদ প্রীতম বলেছেন, “গল্পটি লেখার সময় আমি দেখানোর চেষ্টা করেছি কীভাবে একটিমাত্র ঘটনার ভিন্ন ভিন্ন ব্যাখ্যা মানুষ তৈরি করে। এখানে প্রমাণ করার চেষ্টাই নেই, বরং প্রত্যেকের দৃষ্টিভঙ্গি আলাদা—দর্শকই বিচারক।”

গল্পটি বাস্তব একটি অপরাধমূলক ঘটনার অনুপ্রেরণায় তৈরি। চার বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন তানজিয়া মিথিলা, সৌম্য জ্যোতি, ফররুখ রেহান ও তাওহীদুল তামিল। এছাড়া অভিনয় করেছেন নকশী তাবাসসুম, পারভেজ সুমন, মেহেদী হাসান, সাদিদ আদনান ও রেহনুমা ঐশী। মিথিলাকে ঘিরেই রাতের ঘটনার শুরু হয়, এবং বন্ধুদের বক্তব্য, পুলিশের ধারণা ও একজন চালকের বয়ান—সব মিলে গল্পে তৈরি হয় নতুন মোড়।

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নির্মাতা জানান, গল্পটি ‘রশোমন ইফেক্ট’-এর ধারায় সাজানো হয়েছে, যেখানে একই ঘটনার ভিন্ন ভিন্ন বয়ান দেখানো হয়। তিনি বলেন, “একটি ঘটনায় মানুষ কীভাবে নিজের সুবিধামতো স্মৃতি বা ব্যাখ্যা তৈরি করে, সেটাই আমাকে সবচেয়ে বেশি টেনেছে।”

পুলিশের চরিত্রে অভিনয় করা সামিরা মাহি বলেন, “প্রথমবার পুলিশ চরিত্রে কাজ করেছি। শুটিংয়ের অভিজ্ঞতা এবং বন্ধুর সঙ্গে কাজ করা আনন্দদায়ক ছিল।” ফররুখ রেহান ও সৌম্য জ্যোতিও তাদের চরিত্র নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

‘থার্সডে নাইট’ যৌথভাবে প্রযোজনা করেছে আলফা-আই ও চরকি। চরকি কর্তৃপক্ষ জানিয়েছে, এটি তাদের অরিজিনাল ফিকশন নয়, তবে বিশেষ ফ্ল্যাশ ফরম্যাটে নির্মিত। ফ্ল্যাশ ফিকশনটি আধুনিক বন্ধুত্ব, স্মৃতিভ্রম ও অনুসন্ধানধর্মী থ্রিলারের সংমিশ্রণে দর্শককে রহস্যময় রাতের অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ওটিটি নিয়ে আরও পড়ুন

শুক্রবার বা সপ্তাহের ক্লান্তি ঝেড়ে আড্ডা দেওয়ার রাতের এক সাধারণ দৃশ্য এবার পরিণত হয়েছে রহস্যময়তার গল্পে। চরকিতে বুধবার (২৬ নভেম্বর) রাত ১২টায় মুক্তি পাচ্ছে ফ্ল্যাশ ফিকশন ‘থার্সডে নাইট’

১২ ঘণ্টা আগে

বলিউডে কখনো কখনো এমন গল্প ঘটে যা পর্দার চরিত্রকেও হার মানায়। চলতি বছর নীরজ ঘেওনের ‘হোমবাউন্ড’ সিনেমার মাধ্যমে এমনই নজির গড়েছেন অভিনেতা বিশাল জেঠওয়া

১ দিন আগে

বলিউড কিংবদন্তি ধর্মেন্দ্র আর নেই—দীর্ঘ এক মাসের বেশি সময় বার্ধক্যজনিত জটিলতার সঙ্গে লড়াই করে ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ভারতের এই জনপ্রিয় অভিনেতা

২ দিন আগে

থাইল্যান্ডে অনুষ্ঠিত ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে মেক্সিকোর ফাতিমা বশকে বিজয়ী ঘোষণা করা হলেও, প্রতিযোগিতার এক প্রাক্তন বিচারক ওমর হারফৌচ ‘ভুয়া বিজয়ী’ হিসেবে আখ্যায়িত করেছেন

৩ দিন আগে