বিনোদন ডেস্ক

দীর্ঘ আট বছর পর নতুন অ্যালবাম নিয়ে হাজির জনপ্রিয় ব্যান্ড চিরকুট। তাদের চতুর্থ অ্যালবাম ‘ভালোবাসা সমগ্র’ প্রকাশ করেছে। অ্যালবামটিতে থাকছে নতুন দশটি গান। শারমিন সুলতানা সুমির কথা-সুরে গানগুলো তৈরি করেছে চিরকুট।
গানগুলো হল 'দামী', 'হিয়া', 'উত্তরে ভাল না', 'আগুন', 'ডাক', 'কেন তুমি এলে না', 'ভালোবাসি তোমায়', 'দিন যায়', 'অসুখ সেরে যায়', 'দরদী'।
মঙ্গলবার চিরকুটের ইউটিউব চ্যানেল, স্পটিফাই, এ্যাপল মিউজিক, ফেইসবুকসহ সকল স্ট্রিমিং প্ল্যাটফর্মে প্রচার হয়েছে গানগুলো।
অ্যালবাম নিয়ে বিজ্ঞপ্তিতে সুমি বলেন, ‘অ্যালবাম মানে একদম আমাদের ভাবনা এবং কাজের প্রতিফলনে থাকা। চিরকুট আমাদের ধ্যানের মত। আশা করছি আমাদের যারা ভালবাসেন, নতুন গানগুলো তাদের হৃদয় পর্যন্ত পৌঁছাবে।’
“চিরকুট নিয়ে গত ২৩ বছরে আমাদের একান্ত যাত্রায় নিজস্ব একটা ভ্রমণ তৈরি হয়েছে। এই পথ পরিক্রমায় এত মানুষের দোয়া, ভালবাসা পেয়েছি। সেই ভালবাসা গানে গানেই প্রতি নিয়ত প্রতিদান দেয়ার চেষ্টা করে যাচ্ছি আমরা।"
কয়েক বছর ধরেই ভাঙাগড়ার মধ্যে নতুন সদস্য নিয়ে দল গুছিয়েছে চিরকুট। নতুন চারজন সদস্যের এই অ্যালবাম নিয়ে সুমি বলেন, "এই অ্যালবামের একটা বিশেষ ব্যাপার হচ্ছে আমাদের বর্তমান চারজন সদস্যের জীবনের প্রথম সম্পূর্ণ স্টুডিও অ্যালবাম এই 'ভালোবাসাসমগ্র'। প্রান্ত, দিব্য, ইয়ার আর শুভ্র। ওরা এটা নিয়ে খুব খুশি। আমার ওদের খুশি দেখে অদ্ভুত আনন্দ লেগেছে।"
নতুন এই অ্যালবাম নিয়ে একক কনসার্ট করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সুমি।
অ্যালবামটির মিউজিক প্রডিউস করেছে চিরকুট। কো-প্রডিউসার হিসেবে কাজ করেছে জাকির আহমেদ। গানগুলোর মিক্স মাস্টার করেছেন ইফতি খাইরুল আলম শুভ এবং তার সহযোগী ছিলেন জাকির এবং ইয়ার হোসেন।
অ্যালবামের তিনটি গানের মিউজিক ভিডিও তৈরি হয়েছে। বাকি গানগুলোর লিরিক্যাল ভিডিও দিয়েই প্রকাশ পেয়েছে। ভিডিও মিউজিকগুলো তৈরি করেছে লাইভটুওয়েব এবং আফফান আজিজ প্রিতুল। অ্যালবাম আর্ট ওয়ার্ক করেছেন রাকিব রহমান।
গানগুলো রেকর্ড করা হয়েছে স্টুডিও কোকিল এবং বাটার রেকর্ডসে।
চিরকুটের বর্তমান লাইনআপে রয়েছে শারমিন সুলতানা সুমি (কথা, সুর, কণ্ঠ), পাভেল আরিন (সাউন্ড প্রোডাকশন, ড্রামস), রায়হান ইসলাম শুভ্র (রিদম গিটার), দিব্য নাসের (লিড গিটার, হারমনি ভয়েস), ইশমামুল ফারহাদ (বেইজ গিটার), রায়হান পারভেজ আকন্দ প্রান্ত ( ব্যাঞ্জ, ম্যান্ডোলিন, ইউকুলেলে, গিটার, স্ট্রামস্টিক), ইয়ার হোসেন (কি বোর্ড, হারমোনিয়াম, ভায়োলিন) ও ফায়েজ সাগর (সাউন্ড ইঞ্জিনিয়ার)।

দীর্ঘ আট বছর পর নতুন অ্যালবাম নিয়ে হাজির জনপ্রিয় ব্যান্ড চিরকুট। তাদের চতুর্থ অ্যালবাম ‘ভালোবাসা সমগ্র’ প্রকাশ করেছে। অ্যালবামটিতে থাকছে নতুন দশটি গান। শারমিন সুলতানা সুমির কথা-সুরে গানগুলো তৈরি করেছে চিরকুট।
গানগুলো হল 'দামী', 'হিয়া', 'উত্তরে ভাল না', 'আগুন', 'ডাক', 'কেন তুমি এলে না', 'ভালোবাসি তোমায়', 'দিন যায়', 'অসুখ সেরে যায়', 'দরদী'।
মঙ্গলবার চিরকুটের ইউটিউব চ্যানেল, স্পটিফাই, এ্যাপল মিউজিক, ফেইসবুকসহ সকল স্ট্রিমিং প্ল্যাটফর্মে প্রচার হয়েছে গানগুলো।
অ্যালবাম নিয়ে বিজ্ঞপ্তিতে সুমি বলেন, ‘অ্যালবাম মানে একদম আমাদের ভাবনা এবং কাজের প্রতিফলনে থাকা। চিরকুট আমাদের ধ্যানের মত। আশা করছি আমাদের যারা ভালবাসেন, নতুন গানগুলো তাদের হৃদয় পর্যন্ত পৌঁছাবে।’
“চিরকুট নিয়ে গত ২৩ বছরে আমাদের একান্ত যাত্রায় নিজস্ব একটা ভ্রমণ তৈরি হয়েছে। এই পথ পরিক্রমায় এত মানুষের দোয়া, ভালবাসা পেয়েছি। সেই ভালবাসা গানে গানেই প্রতি নিয়ত প্রতিদান দেয়ার চেষ্টা করে যাচ্ছি আমরা।"
কয়েক বছর ধরেই ভাঙাগড়ার মধ্যে নতুন সদস্য নিয়ে দল গুছিয়েছে চিরকুট। নতুন চারজন সদস্যের এই অ্যালবাম নিয়ে সুমি বলেন, "এই অ্যালবামের একটা বিশেষ ব্যাপার হচ্ছে আমাদের বর্তমান চারজন সদস্যের জীবনের প্রথম সম্পূর্ণ স্টুডিও অ্যালবাম এই 'ভালোবাসাসমগ্র'। প্রান্ত, দিব্য, ইয়ার আর শুভ্র। ওরা এটা নিয়ে খুব খুশি। আমার ওদের খুশি দেখে অদ্ভুত আনন্দ লেগেছে।"
নতুন এই অ্যালবাম নিয়ে একক কনসার্ট করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সুমি।
অ্যালবামটির মিউজিক প্রডিউস করেছে চিরকুট। কো-প্রডিউসার হিসেবে কাজ করেছে জাকির আহমেদ। গানগুলোর মিক্স মাস্টার করেছেন ইফতি খাইরুল আলম শুভ এবং তার সহযোগী ছিলেন জাকির এবং ইয়ার হোসেন।
অ্যালবামের তিনটি গানের মিউজিক ভিডিও তৈরি হয়েছে। বাকি গানগুলোর লিরিক্যাল ভিডিও দিয়েই প্রকাশ পেয়েছে। ভিডিও মিউজিকগুলো তৈরি করেছে লাইভটুওয়েব এবং আফফান আজিজ প্রিতুল। অ্যালবাম আর্ট ওয়ার্ক করেছেন রাকিব রহমান।
গানগুলো রেকর্ড করা হয়েছে স্টুডিও কোকিল এবং বাটার রেকর্ডসে।
চিরকুটের বর্তমান লাইনআপে রয়েছে শারমিন সুলতানা সুমি (কথা, সুর, কণ্ঠ), পাভেল আরিন (সাউন্ড প্রোডাকশন, ড্রামস), রায়হান ইসলাম শুভ্র (রিদম গিটার), দিব্য নাসের (লিড গিটার, হারমনি ভয়েস), ইশমামুল ফারহাদ (বেইজ গিটার), রায়হান পারভেজ আকন্দ প্রান্ত ( ব্যাঞ্জ, ম্যান্ডোলিন, ইউকুলেলে, গিটার, স্ট্রামস্টিক), ইয়ার হোসেন (কি বোর্ড, হারমোনিয়াম, ভায়োলিন) ও ফায়েজ সাগর (সাউন্ড ইঞ্জিনিয়ার)।

দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত ও অভিনেতা ধানুশের বাড়িতে বোমা আছে এমন খবর ছড়িয়ে পড়ায় চেন্নাইয়ে তুমুল হুলস্থূল শুরু হয়েছে
১ দিন আগে
তাঁর ইস্কেমিক স্ট্রোক হয়েছে এবং মাইল্ড হার্ট অ্যাটাকও শনাক্ত হয়েছে। বর্তমানে তিনি নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট ও ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন
২ দিন আগে
র আগে সালমান শাহ এর সাবেক স্ত্রী এবং খলনায়ক আশরাফুল হক ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত
৩ দিন আগে
সে সময়ে আমার বয়স ছিল কম। আমার সঙ্গে অনেক পলিটিকস করা হয়েছে। আমি পলিটিকসের শিকার। সেগুলো তখন বুঝতে পারিনি। এখন মনে পড়লে বুঝতে পারি কতটা পলিটিকসের মধ্যে দিয়ে আমাকে এগিয়ে যেতে হয়েছে
৪ দিন আগেদক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত ও অভিনেতা ধানুশের বাড়িতে বোমা আছে এমন খবর ছড়িয়ে পড়ায় চেন্নাইয়ে তুমুল হুলস্থূল শুরু হয়েছে
তাঁর ইস্কেমিক স্ট্রোক হয়েছে এবং মাইল্ড হার্ট অ্যাটাকও শনাক্ত হয়েছে। বর্তমানে তিনি নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট ও ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন
র আগে সালমান শাহ এর সাবেক স্ত্রী এবং খলনায়ক আশরাফুল হক ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত
সে সময়ে আমার বয়স ছিল কম। আমার সঙ্গে অনেক পলিটিকস করা হয়েছে। আমি পলিটিকসের শিকার। সেগুলো তখন বুঝতে পারিনি। এখন মনে পড়লে বুঝতে পারি কতটা পলিটিকসের মধ্যে দিয়ে আমাকে এগিয়ে যেতে হয়েছে