বিনোদন ডেস্ক
নিরাপত্তার কারণে পাকিস্তানের জনপ্রিয় গায়ক মুস্তফা জাহিদ এর ঢাকার শো বন্ধ করে দেয়া হয়েছে। ঢাকায় আসলেও শেষ পর্যন্ত পূর্ব নির্ধারিত ‘মেলোডি আনলিশড’ শিরোনামের কনসার্টটি হয়নি। শুক্রবার (১১ এপ্রিল) কনসার্টের ঘণ্টাখানেক আগে এক ফেসবুক পোস্টে কনসার্ট স্থগিতের ঘোষণা দিয়েছে আয়োজক প্রতিষ্ঠান মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন।
আয়োজক প্রতিষ্ঠান 'মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন' ফেইসবুক পোস্টে কনসার্ট স্থগিতের কারণ হিসেবে ‘নিরাপত্তা ঝুঁকির’ কথা তুলে ধরেছে।
এর আগে কনসার্টে অংশ নিতে বৃহস্পতিবার (১০ এপ্রিল) পাকিস্তানের প্রখ্যাত রকস্টার এবং রোক্সেন ব্যান্ডের প্রধান ভোকালিস্ট মুস্তফা জাহিদ প্রথমবারের মতো ঢাকায় আসেন।
শুক্রবার রাজধানীর চায়না-বাংলাদেশ এক্সিবেশন সেন্টারে ‘মেলোডি আনলিশড’ কনসার্টটি হওয়ার কথা ছিল। কনসার্টে জাহিদের সঙ্গে একই মঞ্চে গান গাওয়ার কথা ছিল বাংলাদেশের সংগীতশিল্পী এ কে রাহুলসহ ব্যান্ড লেভেল ফাইভ ও এনকোরের।
এদিকে হঠাৎ করে অনুষ্ঠান বাতিল করে দেওয়ায় আয়োজক প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপেশাদার আচরণ ও প্রতারণাসহ বেশ কিছু অভিযোগ তুলেছেন শিল্পীরা।
কনসার্টে পারফর্ম করার জন্য এক প্র্যাকটিস সেশনেও অংশ নিয়েছেন জাহিদ। তবে যোগাযোগ করতে পারেননি আয়োজক প্রতিষ্ঠানের সঙ্গে।
শুক্রবার রাতে ফেইসবুকে এক পোস্টে মুস্তাফা জাহিদ লিখেছেন, ‘একটু আগেই আয়োজকদের কাছ থেকে জানতে পারি নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে আজ রাতের কনসার্টটি বাতিল করা হয়েছে।’
পাকিস্তানি এই গায়ক লিখেছেন,‘আমরা গতরাতে (বৃহস্পতিবার) ঢাকায় নেমে প্রস্তুতি নিয়েছি, দর্শকদের জন্য আজকের এক অসাধারণ রাত উপহার দিতে আমরা ঢাকার শিল্পীদের সঙ্গে গভীর রাত পর্যন্ত রিহার্সাল করেছি।’
এই শিল্পী লিখেছেন, ‘আয়োজকদের পক্ষ থেকে একাধিকবার প্রতিশ্রুতি ভঙ্গের পরও আমরা এখানে এসেছি শুধু আপনাদের ভালোবাসার প্রতি সম্মান জানাতে, আপনাদের মুখে হাসি ফোটাতে। কিন্তু এই কনসার্ট বাতিলের সিদ্ধান্তটি একেবারেই আমাদের নিয়ন্ত্রণের বাইরে ছিল। আমরা হতাশ ও কষ্ট পেয়েছি।
নিরাপত্তার কারণে পাকিস্তানের জনপ্রিয় গায়ক মুস্তফা জাহিদ এর ঢাকার শো বন্ধ করে দেয়া হয়েছে। ঢাকায় আসলেও শেষ পর্যন্ত পূর্ব নির্ধারিত ‘মেলোডি আনলিশড’ শিরোনামের কনসার্টটি হয়নি। শুক্রবার (১১ এপ্রিল) কনসার্টের ঘণ্টাখানেক আগে এক ফেসবুক পোস্টে কনসার্ট স্থগিতের ঘোষণা দিয়েছে আয়োজক প্রতিষ্ঠান মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন।
আয়োজক প্রতিষ্ঠান 'মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন' ফেইসবুক পোস্টে কনসার্ট স্থগিতের কারণ হিসেবে ‘নিরাপত্তা ঝুঁকির’ কথা তুলে ধরেছে।
এর আগে কনসার্টে অংশ নিতে বৃহস্পতিবার (১০ এপ্রিল) পাকিস্তানের প্রখ্যাত রকস্টার এবং রোক্সেন ব্যান্ডের প্রধান ভোকালিস্ট মুস্তফা জাহিদ প্রথমবারের মতো ঢাকায় আসেন।
শুক্রবার রাজধানীর চায়না-বাংলাদেশ এক্সিবেশন সেন্টারে ‘মেলোডি আনলিশড’ কনসার্টটি হওয়ার কথা ছিল। কনসার্টে জাহিদের সঙ্গে একই মঞ্চে গান গাওয়ার কথা ছিল বাংলাদেশের সংগীতশিল্পী এ কে রাহুলসহ ব্যান্ড লেভেল ফাইভ ও এনকোরের।
এদিকে হঠাৎ করে অনুষ্ঠান বাতিল করে দেওয়ায় আয়োজক প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপেশাদার আচরণ ও প্রতারণাসহ বেশ কিছু অভিযোগ তুলেছেন শিল্পীরা।
কনসার্টে পারফর্ম করার জন্য এক প্র্যাকটিস সেশনেও অংশ নিয়েছেন জাহিদ। তবে যোগাযোগ করতে পারেননি আয়োজক প্রতিষ্ঠানের সঙ্গে।
শুক্রবার রাতে ফেইসবুকে এক পোস্টে মুস্তাফা জাহিদ লিখেছেন, ‘একটু আগেই আয়োজকদের কাছ থেকে জানতে পারি নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে আজ রাতের কনসার্টটি বাতিল করা হয়েছে।’
পাকিস্তানি এই গায়ক লিখেছেন,‘আমরা গতরাতে (বৃহস্পতিবার) ঢাকায় নেমে প্রস্তুতি নিয়েছি, দর্শকদের জন্য আজকের এক অসাধারণ রাত উপহার দিতে আমরা ঢাকার শিল্পীদের সঙ্গে গভীর রাত পর্যন্ত রিহার্সাল করেছি।’
এই শিল্পী লিখেছেন, ‘আয়োজকদের পক্ষ থেকে একাধিকবার প্রতিশ্রুতি ভঙ্গের পরও আমরা এখানে এসেছি শুধু আপনাদের ভালোবাসার প্রতি সম্মান জানাতে, আপনাদের মুখে হাসি ফোটাতে। কিন্তু এই কনসার্ট বাতিলের সিদ্ধান্তটি একেবারেই আমাদের নিয়ন্ত্রণের বাইরে ছিল। আমরা হতাশ ও কষ্ট পেয়েছি।
‘নাওবিবি’ মূলত হাওরের আবেগ, রহস্য এবং জলবায়ু পরিবর্তনের বাস্তবতা নিয়ে গড়া থ্রিলার। গল্পে দেখা যায়- এক ট্র্যাভেলার হাওরে এসে অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হয়। রাতে পানিতে হঠাৎ জ্বলে ওঠে আগুন, আর সেই আগুনের ওপারে দাঁড়িয়ে থাকে রহস্যতরুণী মায়া। তাকে ধাওয়া করতে গিয়ে ট্র্যাভেলার ঢুকে যায় হাওরের রহস্যের ভেতর
১৪ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার অ্যাডিলেডে ৬ সেপ্টেম্বর থাকছে শো। এছাড়াও ৭ সেপ্টেম্বর ব্রিসবেনে, ১৩ সেপ্টেম্বর সিডনিতে, ২০ সেপ্টেম্বর মেলবোর্নে এবং ২৭ সেপ্টেম্বর পার্থ-এ। বলা বাহুল্য, পুরো মাসজুড়েই অস্ট্রেলিয়া মাতিয়ে রাখবেন দেশের এই গায়ক
২ দিন আগেআমি আমার বিলাসবহুল জীবন ছেড়ে আসিনি। আমার গহনা, অন্যান্য জিনিস এবং ৮০০-র বেশি শাড়ি নিয়ে এসেছি। প্রতিদিনের জন্য আমি তিনটি করে শাড়ি বেছে রেখেছি, যেগুলো আমি দিনের বিভিন্ন সময়ে পরিবর্তন করব
৪ দিন আগেশাহরুখ ১৯৯৮ সাল থেকে হুন্দাইয়ের সঙ্গে যুক্ত। দীপিকা ২০২৩ সালে প্রতিষ্ঠানটির অ্যাম্বাসেডর হন
৫ দিন আগে‘নাওবিবি’ মূলত হাওরের আবেগ, রহস্য এবং জলবায়ু পরিবর্তনের বাস্তবতা নিয়ে গড়া থ্রিলার। গল্পে দেখা যায়- এক ট্র্যাভেলার হাওরে এসে অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হয়। রাতে পানিতে হঠাৎ জ্বলে ওঠে আগুন, আর সেই আগুনের ওপারে দাঁড়িয়ে থাকে রহস্যতরুণী মায়া। তাকে ধাওয়া করতে গিয়ে ট্র্যাভেলার ঢুকে যায় হাওরের রহস্যের ভেতর
অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে ৬ সেপ্টেম্বর থাকছে শো। এছাড়াও ৭ সেপ্টেম্বর ব্রিসবেনে, ১৩ সেপ্টেম্বর সিডনিতে, ২০ সেপ্টেম্বর মেলবোর্নে এবং ২৭ সেপ্টেম্বর পার্থ-এ। বলা বাহুল্য, পুরো মাসজুড়েই অস্ট্রেলিয়া মাতিয়ে রাখবেন দেশের এই গায়ক
আমি আমার বিলাসবহুল জীবন ছেড়ে আসিনি। আমার গহনা, অন্যান্য জিনিস এবং ৮০০-র বেশি শাড়ি নিয়ে এসেছি। প্রতিদিনের জন্য আমি তিনটি করে শাড়ি বেছে রেখেছি, যেগুলো আমি দিনের বিভিন্ন সময়ে পরিবর্তন করব
শাহরুখ ১৯৯৮ সাল থেকে হুন্দাইয়ের সঙ্গে যুক্ত। দীপিকা ২০২৩ সালে প্রতিষ্ঠানটির অ্যাম্বাসেডর হন