জনগণ নির্বাচনমুখী হলে কেউ বন্ধ করতে পারবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা ত্রয়োদশ নির্বাচনের যে সময় ঘোষণা করেছেন, তা পেছানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, ‘জনগণই দেশের মূল শক্তি, তারা নির্বাচনমুখী হলে কেউ তা বন্ধ করতে পারবে না।

শনিবার (১৬ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুরে কৃষি মার্কেট পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ নির্ধারণ করেছেন, কিন্তু কিছু কিছু রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘রাজনীতির ব্যাপারে প্রধান উপদেষ্টা যেটা বলেছেন, সেটার ওপরে আমাদের কারও কোনো কথা নেই। স্যার যে তারিখ বলেছেন, সেই তারিখে নির্বাচন হবে। যেই মাসে বলেছেন, ওই মাসেই নির্বাচন হবে। কে কী বললো- ওটা শোনার আমাদের দরকার নেই।’

মোহাম্মদপুর আর মিরপুর এলাকায় বেশি চাঁদাবাজি হয়। কোনো চাঁদাবাজকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘চাঁদাবাজদের ঠাঁই বাংলাদেশে হবে না। যতবড় চাঁদাবাজই হোক না কেন, তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসব। কাউকে ছাড় দেওয়া হবে না।’

সবজির দাম কিছুটা বাড়লেও বাজার স্বাভাবিক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘প্রচুর বৃষ্টিপাতের কারণে শাক-সবজির দাম বেড়েছে। প্রচুর আলু মজুত রয়েছে। পাইকারি থেকে খুচরা বাজারে আসতে আসতেই অনেক দাম বেড়ে যাচ্ছে। কিন্তু কৃষকরা দাম পাচ্ছে না। মধ্যস্বত্বভোগীরা লাভ করছে।’

এক উপদেষ্টার বিরুদ্ধে ওঠা নানা অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে প্রসঙ্গটি এড়িয়ে যান জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে তিনি জোর দেন মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার। বলেন, আপনারা মাদকের বিরুদ্ধে সোচ্চার হন। নইলে মাদক আমাদের সমাজকে ধ্বংস করে দেবে।

তিনি শেষে আরও বলেন, কোনো একটা ঘটনা ঘটলে আমরা ছবি তুলতে যাই কিন্তু প্রতিকার করি না। সমাজে যদি অঘটন ঘটে বা খারাপ কাজ চলতেছে, সেটা প্রতিকার করা আপনাদের ঈমানি দায়িত্ব।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সরকার নিয়ে আরও পড়ুন

আগামী সরকারের মন্ত্রীদের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গাড়ি কেনার প্রস্তাব বাতিল করেছে অর্থ মন্ত্রণালয়। একই সঙ্গে আগামী সরকারের মন্ত্রীদের জন্য অর্থ মন্ত্রণালয় গাড়ি কিনছে গণমাধ্যমের এমন খবর সঠিক নয়

১৭ ঘণ্টা আগে

ট্রাফিক-রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল হান্নান খানকে পেট্রোল-ধানমণ্ডি জোন ও পেট্রোল-ধানমণ্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার এস এম হাসিবুর রহমান বাবুকে ট্রাফিক-কোতোয়ালি হিসেবে বদলি করা হয়েছে

১৭ ঘণ্টা আগে

পোস্টাল ব্যালটে ভোটের নিবন্ধনের জন্য অ্যাপস তৈরি করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, এবার প্রবাসীদের ভোট নেওয়া হবে। এনআইডি কার্ড হারিয়ে গেলে জিডি করার দরকার হবে না বলেও জানান ইসি সচিব

১৮ ঘণ্টা আগে

বিমানের মুখপাত্র রওশন কবির জানান, দুপুর ১২টা ৩০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করা ফ্লাইটটিতে ১১৪ জন যাত্রী ছিলেন। নির্ধারিত সময়ে কাঠমাণ্ডুর আকাশসীমায় পৌঁছালেও নেপালের সিভিল এভিয়েশনের অনুমতি না মেলায় বিমানটি অবতরণ করতে পারেনি

১৮ ঘণ্টা আগে