হাসিনার শাসনামলে প্রায় সব গণমাধ্যম একই সুরে কাজ করেছে: প্রেস সচিব

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবাদ বা ভিন্নমত পোষণ করাকে অপরাধ হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন, যা দেশে এক ফ্যাসিবাদী পরিবেশ তৈরি করেছিল।

শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়া দিগন্ত পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শফিকুল আলম এই মন্তব্য করেন। পত্রিকাটি একুশ বছর পূর্ণ করে বাইশ বছরে পদার্পণ করল।

শফিকুল আলম বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে প্রায় সব গণমাধ্যম একই সুরে এবং একই বয়ান প্রচার করেছে। তিনি উল্লেখ করেন, ফ্যাসিবাদী সময়ে সব গণমাধ্যম একই সুরে কাজ করেছে, একই বয়ান প্রচার করেছে।

প্রেস সচিব শফিকুল আলম দৈনিক নয়া দিগন্তকে ‘ফ্যাসিবাদী সময়ের সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠ’ হিসেবে উল্লেখ করে বলেন, ‘৭৫-এর যে বাকশাল কায়েম করতে চেয়েছিলেন শেখ মুজিব, তা শেখ হাসিনা বাস্তবায়ন করেছে। সমস্ত গণমাধ্যম একই সুরে একই বয়ান প্রচার করছিল, নয়া দিগন্তসহ দু-একটি গণমাধ্যম ছাড়া।’

তিনি আক্ষেপ করে বলেন, বিপ্লবের জন্য সংবাদপত্র জরুরি হলেও, ইংরেজিতে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লেখার মতো কেউই ছিল না। একটা ইংরেজি পত্রিকাও তখন হাসিনার বিরুদ্ধে কথা বলতে সাহস পায়নি। দমনপীড়নের গল্পগুলো ইংরেজি পত্রিকায় আসার দরকার ছিল।

শফিকুল আলম জোর দিয়ে বলেন, সে সময় একটি ‘ন্যারেটিভ’ বা বয়ান সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল। তিনি সাবেক প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, প্রতিবাদ করাটা ন্যায়ের অংশ, অথচ শেখ হাসিনা সেটাকে অপরাধ হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। এসব লিখে রাখাটা আমাদের নৈতিক দায়িত্ব।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সরকার নিয়ে আরও পড়ুন

আইরিন আক্তার পিয়াকে এখন কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেওয়া হবে। তার অনার্স শেষ হলে পরে অফিসার পদে নেওয়া হবে

২০ ঘণ্টা আগে

১৯৭২ এর সংবিধানের অনুচ্ছেদ ৯৪-এ প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচন কমিশন, ‘নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮’-এর নিম্নরূপ অধিকতর সংশোধন করিল

২০ ঘণ্টা আগে

কক্সবাজার বিমানবন্দর কর্তৃপক্ষ ২০১৫-১৬ অর্থবছরে একটি জেনারেটর সরবরাহের জন্য দরপত্র আহ্বান করে। সর্বনিম্ন ৯০ লাখ টাকা দরদাতা হিসেবে কার্যাদেশ পান ঢাকা ইন্টারন্যাশনালের মালিক শাহাবুদ্দিন

২১ ঘণ্টা আগে

এই সভায় মন্ত্রিপরিষদ সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জনপ্রশাসন, নৌপরিবহন, পররাষ্ট্র এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ও সচিবদের আমন্ত্রণ জানানো হয়েছে

১ দিন আগে