নিজস্ব প্রতিবেদক
স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানের সামরিক বাহিনীর সংঘটিত নৃশংসতা ও গণহত্যা জন্য ক্ষমা চাওয়াসহ ১৯৭১ সালের অমীমাংসিত বিষয়গুলোর সমাধান হয়ে গেছে—পাকিস্তানের এমন দাবি নাকচ করেছে বাংলাদেশ সরকার। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এই অবস্থান তুলে ধরেন।
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার রোববার (২৪ আগস্ট) ঢাকায় গণমাধ্যমের কাছে ১৯৭১ সালের অমীমাংসিত বিষয়গুলোর মীমাংসা দুই বার হয়েছে—এমন দাবি করেন। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে দ্বিপক্ষীয় আলোচনার পর মধ্যাহ্নভোজের আগে সাংবাদিকদের এ কথা বলেন পাকিস্তানের মন্ত্রী।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, একাত্তরের অমীমাংসিত ইতোমধ্যেই সমাধান হয়েছে পাকিস্তানের এমন দাবির সঙ্গে একমত নয় ঢাকা। সম্পর্ক এগিয়ে নিতে একাত্তরের অমীমাংসিত ইস্যুগুলো সমাধান দুই পক্ষই আন্তরিক। এ নিয়ে আলোচনা অব্যহত রাখার আশ্বাস ঢাকা ইসলামাবাদের ।
মো. তৌহিদ হোসেন বলেন, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক গভীর করতে আগ্রহী ঢাকা-ইসলামাবাদ। অমীমাংসিত ইস্যু নিয়েও আলোচনা হয়েছে। যোগাযোগ, স্বাস্থ্য শিক্ষা কৃষিসহ নানা খাতে সহযোগিতা বাড়ানো নিয়ে আলোচনা হয়েছে।
তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে কথা হয়েছে প্রত্যাবাসন ইস্যুতে পাকিস্তানের সমর্থন চাওয়া হয়েছে। সার্কসহ বিভিন্ন বহুপাক্ষিক আঞ্চলিক ফোরাম নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের সাধারন নাগরিকদের একদিনের মধ্যে পাকিস্তান ভিসা দেবে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা।
স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানের সামরিক বাহিনীর সংঘটিত নৃশংসতা ও গণহত্যা জন্য ক্ষমা চাওয়াসহ ১৯৭১ সালের অমীমাংসিত বিষয়গুলোর সমাধান হয়ে গেছে—পাকিস্তানের এমন দাবি নাকচ করেছে বাংলাদেশ সরকার। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এই অবস্থান তুলে ধরেন।
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার রোববার (২৪ আগস্ট) ঢাকায় গণমাধ্যমের কাছে ১৯৭১ সালের অমীমাংসিত বিষয়গুলোর মীমাংসা দুই বার হয়েছে—এমন দাবি করেন। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে দ্বিপক্ষীয় আলোচনার পর মধ্যাহ্নভোজের আগে সাংবাদিকদের এ কথা বলেন পাকিস্তানের মন্ত্রী।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, একাত্তরের অমীমাংসিত ইতোমধ্যেই সমাধান হয়েছে পাকিস্তানের এমন দাবির সঙ্গে একমত নয় ঢাকা। সম্পর্ক এগিয়ে নিতে একাত্তরের অমীমাংসিত ইস্যুগুলো সমাধান দুই পক্ষই আন্তরিক। এ নিয়ে আলোচনা অব্যহত রাখার আশ্বাস ঢাকা ইসলামাবাদের ।
মো. তৌহিদ হোসেন বলেন, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক গভীর করতে আগ্রহী ঢাকা-ইসলামাবাদ। অমীমাংসিত ইস্যু নিয়েও আলোচনা হয়েছে। যোগাযোগ, স্বাস্থ্য শিক্ষা কৃষিসহ নানা খাতে সহযোগিতা বাড়ানো নিয়ে আলোচনা হয়েছে।
তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে কথা হয়েছে প্রত্যাবাসন ইস্যুতে পাকিস্তানের সমর্থন চাওয়া হয়েছে। সার্কসহ বিভিন্ন বহুপাক্ষিক আঞ্চলিক ফোরাম নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের সাধারন নাগরিকদের একদিনের মধ্যে পাকিস্তান ভিসা দেবে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা।
বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, নিরাপত্তা পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হবে। এ জন্য নিরাপত্তা বাহিনীর মধ্যে আরো সমন্বয় বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি যেকোনো পরিস্থিতি সামাল দিতে প্রশাসনকে আগাম প্রস্তুতি নিতে বলা হয়েছে
৬ মিনিট আগেএকটি উপজেলায় শাসনব্যবস্থার দ্বিতীয় ব্যক্তি হচ্ছেন এসি ল্যান্ড (ভূমি)। তাই তার মানসিক চিন্তার উন্নয়ন ঘটাতে হবে, মননে পরিবর্তন আনতে হবে। বিশেষায়িত জ্ঞান অর্জন করে মাঠ প্রশাসনে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে হবে
১৬ ঘণ্টা আগেবিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে আন্দোলনের কারণে টানা ৪০ দিন নগর ভবনের কার্যক্রম বন্ধ ছিল। এ সময় কর্মকর্তারা অফিসে না গেলেও তাদের গাড়ির বিপরীতে প্রতিদিন ১৪–১৫ লিটার তেল খরচ দেখানো হয়েছে
১৭ ঘণ্টা আগেকমিশনের সুপারিশের সারাংশ ও বাস্তবায়নের পথরেখা তৈরির কাজ চলছে। সাংবাদিকদের পেশাগত উৎকর্ষতা, সেল্ফ-রেগুলেশন, সেক্টরাল ইউনিটি এবং গণমাধ্যমকে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ তৈরির বিষয়গুলো গুরুত্বের সাথে আলোচিত হচ্ছে
১৭ ঘণ্টা আগেবৈঠকে সিদ্ধান্ত হয়েছে, নিরাপত্তা পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হবে। এ জন্য নিরাপত্তা বাহিনীর মধ্যে আরো সমন্বয় বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি যেকোনো পরিস্থিতি সামাল দিতে প্রশাসনকে আগাম প্রস্তুতি নিতে বলা হয়েছে
একটি উপজেলায় শাসনব্যবস্থার দ্বিতীয় ব্যক্তি হচ্ছেন এসি ল্যান্ড (ভূমি)। তাই তার মানসিক চিন্তার উন্নয়ন ঘটাতে হবে, মননে পরিবর্তন আনতে হবে। বিশেষায়িত জ্ঞান অর্জন করে মাঠ প্রশাসনে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে হবে
বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে আন্দোলনের কারণে টানা ৪০ দিন নগর ভবনের কার্যক্রম বন্ধ ছিল। এ সময় কর্মকর্তারা অফিসে না গেলেও তাদের গাড়ির বিপরীতে প্রতিদিন ১৪–১৫ লিটার তেল খরচ দেখানো হয়েছে
কমিশনের সুপারিশের সারাংশ ও বাস্তবায়নের পথরেখা তৈরির কাজ চলছে। সাংবাদিকদের পেশাগত উৎকর্ষতা, সেল্ফ-রেগুলেশন, সেক্টরাল ইউনিটি এবং গণমাধ্যমকে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ তৈরির বিষয়গুলো গুরুত্বের সাথে আলোচিত হচ্ছে