“প্রাথমিকের মান উন্নয়নে কিন্টার গার্ডেনের পরীক্ষা বাতিল করা হয়েছে”

কোন বৈষম্য হয়নি

প্রতিনিধি
রংপুর
Thumbnail image
ছবি: প্রতিনিধি

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন পোদ্দার বলেছেন, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা বাতিল করা হয়েছে। এতে কোন বৈষম্য করা হয়নি। কিন্টার গার্ডেন স্কুলের নিজস্ব বৃত্তি পরীক্ষা রয়েছে। সেখানকার বাচ্চাদের মেধার মূল্যায়ন করা হয়। দেয়া হয় সব ধরনের সুযোগ সুবিধা। সে দিক থেকে সরকারি প্রাথমিকের শিক্ষার্থীরা অনেক পিছিয়ে।

আজ সোমবার(৪ আগষ্ট) দুপুরে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে রংপুর জেলার বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে মত বিনিময় সভায় গণমাধ্যমকর্মীদেরকে একথা বলেন। উপদেষ্টা বলেন, প্রাথমিক বিদ্যালয়গুলোতে নিম্ন বৃত্ত ঘরের ছেলেমেয়েরা লেখাপড়া করে। প্রতিনিয়ত তারা পিছিয়ে পড়ছে। এই শিক্ষাকে সার্বজনীন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। অবকাঠামো উন্নয়নসহ শিক্ষক নিয়োগের ব্যবস্থাও করা হয়েছে। শিশুদের পুষ্টির ঘাটতি মেটাতে ১শ' ৬৫ উপজেলায় স্কুল ফিডিং প্রকল্প চালুর কথাও জানান তিনি।

উপদেষ্টা বলেন, দেশে ব্যাঙের ছাতার মত স্কুল গড়ে উঠেছে। এতে সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোতে প্রভাব পড়ছে। তিনি অভিভাবকদের আহ্বান জানান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তাদের সন্তানদের পাঠানোর। আর কিন্টার গার্ডেন স্কুল পরিচালনা সরকারি নিয়মের মধ্যে আনার কথাও জানান তিনি।

সম্প্রতি প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেডের বিষয়ে তিনি আহ্বান জানান, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসাররাও একই গ্রেডের হলেও কোন মতবিরোধ হবেনা । দেশে অনেক সরকারি দপ্তরে এরকম কর্মকর্তা রয়েছে এপর্যন্ত কোন সমস্যা হয়নি। প্রধান শিক্ষকরা মিলেমিশে কাজ করবে। আগামীতে সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারদের পদন্নোতির বিষয়ে সরকারের পরিকল্পনা রয়েছে।

রংপুর জেলা প্রশাসন জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মাসুদ, রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর, প্রাথমিক অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর শামসুজ্জামান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি এন্ড অপারেশন বিভাগের পরিচালক কামরুল হাসান ও রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।

মত বিনিময়ে সবায় জেলার আট উপজেলার শিক্ষক, অভিভাবক, স্কুল পরিচালনা কমিটির সদস্যরা অংশ নেয়।

এর আগে স্কুল ফিডিং প্রকল্প নিয়ে আরডিআরএস এর রোকেয়া হল রুমে আলোচনা সভায় অংশ নেন উপদেষ্টা।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সরকার নিয়ে আরও পড়ুন

উপদেষ্টা আবাসন ও আশ্রয় বিষয়ক পরিচালককে স্বাগত জানিয়ে বলেন, ইউরোপীয় ইউনিয়ন আমাদের উন্নয়নের অংশীদার ও পরীক্ষিত বন্ধু। আমাদের শ্রমশক্তির একটি বিশাল অংশ ইইউভুক্ত দেশে কাজ করছে। আমরা সবসময় বৈধভাবে দক্ষ ও স্বল্পদক্ষ শ্রমিক পাঠাতে চেষ্টা করছি

১৫ ঘণ্টা আগে

গত ১১ মে মামলায় আসামিকে দোষী সাব্যস্ত করে অভিযোগ দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। পরে ঘটনার প্রায় ৫ মাসের মধ্যেই ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে আদালত বুধবার এই রায় প্রদান করেন। রায়ে বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেছেন। তবে আসামীপক্ষ থেকে উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে

১৫ ঘণ্টা আগে

আগামী বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন। চাঁদ দেখা সাপেক্ষে ছাব্বিশের মে মাসের শেষ সপ্তাহে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে

১৬ ঘণ্টা আগে

নেপালে উদ্ভূত পরিস্থিতিতে নেপাল সরকার বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ১৫মিনিট পর্যন্ত ফ্লাইট পরিচালনার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর পরিপ্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-কাঠমান্ডু-ঢাকা ফ্লাইটটি স্থগিত করা হয়েছে

১৮ ঘণ্টা আগে