‘শিক্ষার মান খারাপ বলেই বেকারত্বের হার বেশি’

প্রতিনিধি
অনলাইন ডেস্ক
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৬: ০২
Thumbnail image
ছবি: সংগৃহীত

দেশে সামগ্রিকভাবে শিক্ষার মান খারাপ হওয়ার কারণেই বেকারত্বের হার বেশি বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেন, ‘আমাদের শিক্ষার্থীদের বড় বড় ডিগ্রি হয়ে যাচ্ছে কিন্তু সে অনুযায়ী কি ওই শিক্ষার্থীর যোগ্যতা আছে? অনেক ক্ষেত্রেই নেই। অনেক ক্ষেত্রে সে উপযুক্তভাবে কাজ করতে পারছে না। এতে আমাদের দেশে শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে। আমাদের দেশে বিভিন্ন সেক্টরে বাইরের দেশ থেকে লোক এনে কাজ করাতে হয়। দেশে উপযুক্ত লোক পাচ্ছে না বলেই বাইরে থেকে জনবল আনতে হচ্ছে। আমরা যোগ্য লোক তৈরি করতে পারছি না।’

আজ রোববার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকল্পে জেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। মতবিনিময় সভা ছাড়াও জেলার শিবগঞ্জ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন উপদেষ্টা।

উপদেষ্টা আরও বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা না হলে যাদের অর্থ আছে তারা আলাদা স্কুল করে নিচ্ছে। তখন প্রাইমারি স্কুলে কারা পড়বে? মধ্যবিত্ত ও নিম্নবিত্তের সন্তানেরা। এভাবে শিক্ষা সামাজিক বৈষম্য বাড়াচ্ছে। অথচ জুলাই অভ্যুত্থানের মূল কথাই ছিল বৈষম্যহীনতা। আমরা যদি সামাজিক বৈষম্য কমাতে চাই তাহলে প্রাথমিক শিক্ষাকে শক্তিশালী করতে হবে।’

শিক্ষার্থীদের প্রাথমিক পর্যায় থেকেই গড়ে তুলতে হবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘একজন শিক্ষার্থীকে প্রাথমিক পর্যায় থেকেই পরিপূর্ণভাবে গড়ে তুলতে হবে। আর এ জন্য শুধু পড়ার পেছনে দৌড়ালেই চলবে না। শিক্ষার্থীর জন্য কো-কারিকুলাম এক্টিভিটিজও প্রয়োজন। শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটাতে হবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা জানান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিশুদের নিজেদের ভাষায় পড়াশোনার জন্য শিক্ষক সংকট রয়েছে। এ জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ডিজিটাল ক্লাসের ব্যবস্থা করছে। এতে কিছুটা হলেও সংকটের সমাধান হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সরকার নিয়ে আরও পড়ুন

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ৮২ জন কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

৮ ঘণ্টা আগে

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন। আজ মঙ্গলবার উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেন তিনি। নতুন রাজনৈতিক দলের দায়িত্ব নিতে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা যায়। আগামী শুক্রবার আত্মপ্রকাশ করছে নতুন রাজনৈতিক দল।

১৪ ঘণ্টা আগে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, পিলখানায় বীর সেনা সদস্যদের নির্মম হত্যাকাণ্ডের পর অনেকগুলো বছর ধরে জাতি হিসেবে আমাদের নানা বিভ্রান্তিতে রাখা হয়েছে। রাষ্ট্র হিসেবে বাংলাদেশ এই নির্মমতার সুবিচার নিশ্চিত করতে দায়বদ্ধ।

১৫ ঘণ্টা আগে

আওয়ামী সরকারে আমলে রাতারাতী ধনী হয়ে যান লক্ষিপুরের এক দম্পতি। গড়েন সম্পদের পাহাড়। এই দম্পত্তির কোম্পানির নাম ফাস্ট এস এস এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হলেন আবু সাদেক ও চেয়ারম্যান হয়েছেন তার প্রিয়তমা স্ত্রী হালিমা আইরীন।

১ দিন আগে