পেলেন লাল গালিচা সংবর্ধনা

আর্থনা শীর্ষ সম্মেলনে যোগ দিতে দোহায় প্রধান উপদেষ্টা

প্রতিনিধি
নিখাদ খবর ডেস্ক
Thumbnail image
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস কাতারের রাজধানী দোহায় পৌঁছেছেন । ছবি: সংগৃহীত

আর্থনা শীর্ষ সম্মেলন–২০২৫’–এ যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস কাতারের রাজধানী দোহায় পৌঁছেছেন ।

প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি সোমবার কাতারের স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে দোহায় হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ।

প্রধান উপদেষ্টাকে বিমান বন্দরে অভ্যর্থনা জানান কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, ঢাকা থেকে রওনা দেওয়ার সময় ছিল সন্ধ্যা ৭টা। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে অধ্যাপক ইউনূস ও তার সফরসঙ্গীরা দোহা গমন করেন। বিমানবন্দরে পৌঁছালে কাতারের প্রটোকল প্রধান রাষ্ট্রদূত ইব্রাহিম ফাখরু লাল গালিচা সংবর্ধনা দিয়ে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে উল্লেখ করেন, এ ধরনের সংবর্ধনা কাতারের পক্ষ থেকে বিশেষ সম্মানজনক আয়োজন, যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করে তুলছে।

দোহায় ২২ ও ২৩ এপ্রিল অনুষ্ঠেয় এবারের আর্থনা শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে ‘আমাদের উত্তরাধিকার গড়ে তোলা: স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান’।

এই সফর শুধু সম্মেলনে অংশগ্রহণেই সীমাবদ্ধ নয়। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, সম্মেলনের পাশাপাশি কাতারের আমিরের সঙ্গে একটি উচ্চপর্যায়ের বৈঠকের সম্ভাবনাও রয়েছে, যেখানে আঞ্চলিক উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা ও সামাজিক ব্যবসার মত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে। অধ্যাপক ইউনূসের এই সফর আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের সক্রিয় অবস্থান, নৈতিক নেতৃত্ব ও শান্তিপূর্ণ কূটনৈতিক যোগাযোগের এক উজ্জ্বল উদাহরণ। ভবিষ্যতের দৃষ্টিভঙ্গি ও ইতিবাচক পরিবর্তনের পথে এই অংশগ্রহণ আরও নতুন দ্বার খুলে দিতে পারে।

চার দিনের এ সফরের সময় তিনি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল–থানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সরকার নিয়ে আরও পড়ুন

কাতার বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালনের লক্ষ্যে বাংলাদেশ থেকে ৭২৫ জন সেনাসদস্য নেবে। আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশ থেকে এই সেনাসদস্য নেয়া শুরু হবে।

৯ মিনিট আগে

আওয়ামী সরকার আমলের বহুল আলোচিত ও সমালোচিত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে এবারে ‘রেড নোটিশ’ জারি করেছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন (ইন্টারপোল)।

১ ঘণ্টা আগে

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মঙ্গলবার বিশ্ববাসীর উদ্দেশে বলেছেন, বাংলাদেশ এখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে, যেখানে একটি নতুন সামাজিক চুক্তি করার সুযোগ এসেছে।

১ ঘণ্টা আগে

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে আজ আর্থনা শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে কাতারের মন্ত্রী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ স্বাগত জানিয়েছেন।

২ ঘণ্টা আগে