নিজস্ব প্রতিবেদক
চারদিনের সফরে ঢাকায় এসেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। আজ বৃহস্পতিবার বিকেলে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান।
আগামীকাল শুক্রবার জাতিসংঘ মহাসচিব ও অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করবেন।
সকালেই তারা কক্সবাজার পৌঁছে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানান, জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টা কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে তাদের স্বাগত জানাবেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক।
পরিদর্শনের অংশ হিসেবে গুতেরেস উখিয়ার আশ্রয়শিবিরের একটি ওয়াচ টাওয়ার থেকে ক্যাম্পের সার্বিক চিত্র পর্যবেক্ষণ করবেন এবং আশ্রয়শিবিরের পরিস্থিতি নিয়ে ব্রিফিং গ্রহণ করবেন।
জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর, বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ক্যাম্পের চলমান সেবা কার্যক্রম সম্পর্কে তথ্য উপস্থাপন করবে। বিশেষ করে, খাদ্য সহায়তা কমে আসা এবং খাদ্য সংকট নিয়ে আলোচনা হবে।
জাতিসংঘ মহাসচিব বালুখালী আশ্রয়শিবিরের (ক্যাম্প-১৮) একটি লার্নিং সেন্টার, ইউএনএইচসিআর ও ডব্লিউএফপির সেবা কেন্দ্র পরিদর্শন করবেন।
এছাড়া, তিনি রোহিঙ্গা কমিউনিটির নেতা, তরুণ ও নারী প্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠক করবেন।
শুক্রবার সন্ধ্যায় জাতিসংঘ মহাসচিব ক্যাম্প-২০ এক্সটেনশনের হেলিপ্যাড এলাকায় লক্ষাধিক রোহিঙ্গার জন্য প্রধান উপদেষ্টা আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেবেন।
চারদিনের সফরে ঢাকায় এসেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। আজ বৃহস্পতিবার বিকেলে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান।
আগামীকাল শুক্রবার জাতিসংঘ মহাসচিব ও অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করবেন।
সকালেই তারা কক্সবাজার পৌঁছে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানান, জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টা কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে তাদের স্বাগত জানাবেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক।
পরিদর্শনের অংশ হিসেবে গুতেরেস উখিয়ার আশ্রয়শিবিরের একটি ওয়াচ টাওয়ার থেকে ক্যাম্পের সার্বিক চিত্র পর্যবেক্ষণ করবেন এবং আশ্রয়শিবিরের পরিস্থিতি নিয়ে ব্রিফিং গ্রহণ করবেন।
জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর, বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ক্যাম্পের চলমান সেবা কার্যক্রম সম্পর্কে তথ্য উপস্থাপন করবে। বিশেষ করে, খাদ্য সহায়তা কমে আসা এবং খাদ্য সংকট নিয়ে আলোচনা হবে।
জাতিসংঘ মহাসচিব বালুখালী আশ্রয়শিবিরের (ক্যাম্প-১৮) একটি লার্নিং সেন্টার, ইউএনএইচসিআর ও ডব্লিউএফপির সেবা কেন্দ্র পরিদর্শন করবেন।
এছাড়া, তিনি রোহিঙ্গা কমিউনিটির নেতা, তরুণ ও নারী প্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠক করবেন।
শুক্রবার সন্ধ্যায় জাতিসংঘ মহাসচিব ক্যাম্প-২০ এক্সটেনশনের হেলিপ্যাড এলাকায় লক্ষাধিক রোহিঙ্গার জন্য প্রধান উপদেষ্টা আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেবেন।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জুবাইরকে প্রত্যাহার করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম আজ মঙ্গলবার দুপুরে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
১৩ ঘণ্টা আগেঢাকায় জানাজা ও ফিউনারেল প্যারেড শেষে তাকে রাজশাহীতে নেওয়া হচ্ছে। সেখানে বিকাল সাড় ৫টায় উপশহর ঈদগাহে মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে সপুরা কবরস্থানে দাফন করা হবে।
১৬ ঘণ্টা আগেএকই ব্যক্তি একযোগে প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের দায়িত্ব পালন করতে পারবেন না। এমন মতামতে অধিকাংশ দল একমত হয়েছে। তবে কয়েকটি দল ভিন্নমত প্রকাশ করেছে। তারা চাইলে জাতীয় সনদে তাদের আপত্তি যুক্ত করতে পারবে
১৬ ঘণ্টা আগেবিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার একদিন পর ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের তোপোর মুখে পড়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সি আর আবরার ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
১৭ ঘণ্টা আগেশিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জুবাইরকে প্রত্যাহার করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম আজ মঙ্গলবার দুপুরে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
ঢাকায় জানাজা ও ফিউনারেল প্যারেড শেষে তাকে রাজশাহীতে নেওয়া হচ্ছে। সেখানে বিকাল সাড় ৫টায় উপশহর ঈদগাহে মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে সপুরা কবরস্থানে দাফন করা হবে।
একই ব্যক্তি একযোগে প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের দায়িত্ব পালন করতে পারবেন না। এমন মতামতে অধিকাংশ দল একমত হয়েছে। তবে কয়েকটি দল ভিন্নমত প্রকাশ করেছে। তারা চাইলে জাতীয় সনদে তাদের আপত্তি যুক্ত করতে পারবে
বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার একদিন পর ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের তোপোর মুখে পড়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সি আর আবরার ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।