৪ দিনের সফরে ঢাকায় গুতেরেস জাতিসংঘ মহাসচিব

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
ছবি: সংগৃহীত

চারদিনের সফরে ঢাকায় এসেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। আজ বৃহস্পতিবার বিকেলে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান।

আগামীকাল শুক্রবার জাতিসংঘ মহাসচিব ও অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করবেন।

সকালেই তারা কক্সবাজার পৌঁছে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানান, জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টা কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে তাদের স্বাগত জানাবেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক।

পরিদর্শনের অংশ হিসেবে গুতেরেস উখিয়ার আশ্রয়শিবিরের একটি ওয়াচ টাওয়ার থেকে ক্যাম্পের সার্বিক চিত্র পর্যবেক্ষণ করবেন এবং আশ্রয়শিবিরের পরিস্থিতি নিয়ে ব্রিফিং গ্রহণ করবেন।

জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর, বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ক্যাম্পের চলমান সেবা কার্যক্রম সম্পর্কে তথ্য উপস্থাপন করবে। বিশেষ করে, খাদ্য সহায়তা কমে আসা এবং খাদ্য সংকট নিয়ে আলোচনা হবে।

জাতিসংঘ মহাসচিব বালুখালী আশ্রয়শিবিরের (ক্যাম্প-১৮) একটি লার্নিং সেন্টার, ইউএনএইচসিআর ও ডব্লিউএফপির সেবা কেন্দ্র পরিদর্শন করবেন।

এছাড়া, তিনি রোহিঙ্গা কমিউনিটির নেতা, তরুণ ও নারী প্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠক করবেন।

শুক্রবার সন্ধ্যায় জাতিসংঘ মহাসচিব ক্যাম্প-২০ এক্সটেনশনের হেলিপ্যাড এলাকায় লক্ষাধিক রোহিঙ্গার জন্য প্রধান উপদেষ্টা আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেবেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সরকার নিয়ে আরও পড়ুন

চারদিনের সফরে ঢাকায় এসেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। আজ বৃহস্পতিবার বিকেলে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান।

১ দিন আগে

ঢাকার অভ্যন্তরীণ বিষয়াদি নিয়ে অযাচিত মন্তব্যের পুনরাবৃত্তিরোধে ভারত সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। তিনি বলেন, এ ধরনের মন্তব্য অযাচিত ও বিভ্রান্তিকর। আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্

১ দিন আগে