নিজস্ব প্রতিবেদক
আদালতের রায় বাস্তবায়ন করতেই বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার কমিশনের এক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, এই ইস্যুতে সময়মতো মত দেয়নি আইন মন্ত্রণালয়।
এর আগে, গত মঙ্গলবার (২২ এপ্রিল) ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সেসময় গেজেট প্রকাশের পর আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের জানান, মতামত দেওয়ার আগেই গেজেট প্রকাশ করেছে ইসি।
অন্যদিকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইশরাককে মেয়র ঘোষণা করে দেওয়া আদালতের রায়কেও একতরফা বলে দাবি করে দলটি।
এ বিষয়ে আবুল ফজল মো: সানাউল্লাহ বলেন, ‘আমরা দ্রুততম সময়ের মধ্যে মতামত চেয়েছিলাম। ২৫ তারিখ ছিল ১০ম দিন। এদিন ছিল শুক্রবার। আমরা একটু অ্যাডভানটেজ নিয়েছিলাম ২ দিনের যে শুক্র-শনি ছুটির দিন। আমরা রোববার বিকেল ৫টা পর্যন্ত অপেক্ষা করেও রিপ্লাইটা পাই নি। তারপর কমিশন সিদ্ধান্ত নিয়ে, আমরা যাতে আদালতের আদেশের যেন ব্যত্যয় না হয়, আমরা সেটা পালন করেছি।’
এর আগে, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। ভোটে কারচুপির অভিযোগ করে ইশরাক আদালতে মামলা করেন। গত ২৭ মার্চ নির্বাচনের ফল বাতিল করে সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেন আদালত।
এরপর গত ২২ এপ্রিল ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে ইশরাককে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ নিয়ে আইন মন্ত্রণালয়ের মতামত জানতে চেয়ে চিঠি দেয় নির্বাচন কমিশন। গত ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে কমিশন।
আদালতের রায় বাস্তবায়ন করতেই বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার কমিশনের এক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, এই ইস্যুতে সময়মতো মত দেয়নি আইন মন্ত্রণালয়।
এর আগে, গত মঙ্গলবার (২২ এপ্রিল) ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সেসময় গেজেট প্রকাশের পর আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের জানান, মতামত দেওয়ার আগেই গেজেট প্রকাশ করেছে ইসি।
অন্যদিকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইশরাককে মেয়র ঘোষণা করে দেওয়া আদালতের রায়কেও একতরফা বলে দাবি করে দলটি।
এ বিষয়ে আবুল ফজল মো: সানাউল্লাহ বলেন, ‘আমরা দ্রুততম সময়ের মধ্যে মতামত চেয়েছিলাম। ২৫ তারিখ ছিল ১০ম দিন। এদিন ছিল শুক্রবার। আমরা একটু অ্যাডভানটেজ নিয়েছিলাম ২ দিনের যে শুক্র-শনি ছুটির দিন। আমরা রোববার বিকেল ৫টা পর্যন্ত অপেক্ষা করেও রিপ্লাইটা পাই নি। তারপর কমিশন সিদ্ধান্ত নিয়ে, আমরা যাতে আদালতের আদেশের যেন ব্যত্যয় না হয়, আমরা সেটা পালন করেছি।’
এর আগে, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। ভোটে কারচুপির অভিযোগ করে ইশরাক আদালতে মামলা করেন। গত ২৭ মার্চ নির্বাচনের ফল বাতিল করে সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেন আদালত।
এরপর গত ২২ এপ্রিল ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে ইশরাককে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ নিয়ে আইন মন্ত্রণালয়ের মতামত জানতে চেয়ে চিঠি দেয় নির্বাচন কমিশন। গত ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে কমিশন।
ঢাকায় তিন বছরের জন্য জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের একটি মিশন স্থাপনের বিষয়ে চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
১ দিন আগেপ্রথম আলো পত্রিকায় প্রকাশিত ঈদ শুভেচ্ছা কার্টুনে ‘ঈদ মোবারক’ লেখার পাশে কুকুরের ছবি ব্যবহার করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে প্রত্রিকাটির সম্পাদক, প্রকাশক ও গ্রাফিক্স ডিজাইনারের বিরুদ্ধে করা মামলার আবেদন গ্রহণ করেছেন আদালত এবং তদন্তে সিআইডিকে নির্দেশ দিয়েছেন।
১ দিন আগেমামলা থেকে আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে বৃহস্পতিবার (১০ জুলাই) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আদেশ দেন।
১ দিন আগেশফিকুল আলম বলেন, নির্বাচন ঘিরে সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে নিতে বলেছেন প্রধান উপদেষ্টা। এ সময় নির্বাচনসংক্রান্ত আরও কিছু প্রস্তুতির কথা জানান উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
২ দিন আগেঢাকায় তিন বছরের জন্য জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের একটি মিশন স্থাপনের বিষয়ে চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
প্রথম আলো পত্রিকায় প্রকাশিত ঈদ শুভেচ্ছা কার্টুনে ‘ঈদ মোবারক’ লেখার পাশে কুকুরের ছবি ব্যবহার করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে প্রত্রিকাটির সম্পাদক, প্রকাশক ও গ্রাফিক্স ডিজাইনারের বিরুদ্ধে করা মামলার আবেদন গ্রহণ করেছেন আদালত এবং তদন্তে সিআইডিকে নির্দেশ দিয়েছেন।
মামলা থেকে আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে বৃহস্পতিবার (১০ জুলাই) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আদেশ দেন।
শফিকুল আলম বলেন, নির্বাচন ঘিরে সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে নিতে বলেছেন প্রধান উপদেষ্টা। এ সময় নির্বাচনসংক্রান্ত আরও কিছু প্রস্তুতির কথা জানান উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।