১৩ নভেম্বর শেখ হাসিনা-কামালসহ তিনজনের রায়ের দিন জানা যাবে

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
ছবি: সংগৃহীত

জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং রাজসাক্ষী সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিচারকাজ শেষ হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জাান মামলার যুক্তিতর্ক ও সমাপনী বক্তব্য দেন। এর মধ্য দিয়ে বিচারিক কার্যক্রম সমাপ্ত হলো এবং আগামী ১৩ নভেম্বর রায়ের তারিখ জানাবেন ট্রাইব্যুনাল।
গত ৩ আগস্ট জুলাই-আগস্টের হত্যাযজ্ঞের মামলায় এই তিনজনের বিচার শুরু হয়। এরপর ২৮ কার্যদিবসে ৫৪ সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয় এবং প্রসিকিউশন ৬ কার্যদিবস যুক্তিতর্ক উপস্থাপন করে। শেখ হাসিনা ও কামালের পক্ষে তিন দিনের যুক্তিতর্ক উপস্থাপন বুধবার শেষ হয়।
যুক্তিতর্কে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন তাদের খালাসের প্রত্যাশা করেছেন। তিনি দাবি করেন, প্রসিকিউশন তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ করতে পারেনি এবং আন্দোলন দমনে শেখ হাসিনা মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেননি। একইসঙ্গে তিনি সাবেক আইজিপি মামুনের রাজসাক্ষী হওয়া নিয়ে প্রশ্ন তোলেন এবং দাবি করেন, দায় থেকে বাঁচতেই তিনি এ পথ বেছে নিয়েছেন।
অন্যদিকে, চিফ প্রসিকিউটর যুক্তিতর্কে শেখ হাসিনা ও কামালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং তাদের সম্পত্তি বিক্রি করে শহীদ ও আহতদের ক্ষতিপূরণ দেওয়ার আবেদন জানিয়েছেন। তবে রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের কোনো সাজার আবেদন করেনি প্রসিকিউশন।
প্রসিকিউশন পক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) চিফ প্রসিকিউটর পাল্টা যুক্তিতর্ক উপস্থাপন করেন এবং অ্যাটর্নি জেনারেল সমাপনী বক্তব্য দেন। গত ১০ জুলাই ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন। এ মামলায় তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছিল।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

আইন-বিচার নিয়ে আরও পড়ুন

আইরিন আক্তার পিয়াকে এখন কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেওয়া হবে। তার অনার্স শেষ হলে পরে অফিসার পদে নেওয়া হবে

১৪ ঘণ্টা আগে

১৯৭২ এর সংবিধানের অনুচ্ছেদ ৯৪-এ প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচন কমিশন, ‘নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮’-এর নিম্নরূপ অধিকতর সংশোধন করিল

১৫ ঘণ্টা আগে

কক্সবাজার বিমানবন্দর কর্তৃপক্ষ ২০১৫-১৬ অর্থবছরে একটি জেনারেটর সরবরাহের জন্য দরপত্র আহ্বান করে। সর্বনিম্ন ৯০ লাখ টাকা দরদাতা হিসেবে কার্যাদেশ পান ঢাকা ইন্টারন্যাশনালের মালিক শাহাবুদ্দিন

১৬ ঘণ্টা আগে

এই সভায় মন্ত্রিপরিষদ সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জনপ্রশাসন, নৌপরিবহন, পররাষ্ট্র এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ও সচিবদের আমন্ত্রণ জানানো হয়েছে

১৮ ঘণ্টা আগে