ইশরাক হোসেনের শপথ নিতে আর বাধা নেই

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
ফাইল ছবি

দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ গ্রহণে যে বাধা ছিল ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের, তা কেটে গেল। কারণ স্থানীয় সরকারের চিঠির জবাবে আপিল না করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গত সোমবার সকালে সিইসির সভাপতিত্বে বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

এ বিষেয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আমরা গেজেট জারি করেছিলাম আদালতে নির্দেশনার প্রতি সম্মান প্রদান করে। সেটি স্থানীয় সরকার মন্ত্রণালেয়ে পাঠিয়ে দিয়েছিলাম। এখন স্থানীয় সরকার শপথ পাঠ করার বিষয়ে কি সিদ্ধান্ত নিবেন সেটা তাদের বিষয়।

এর আগে নির্বাচন ট্রাইব্যুনাল মামলা নম্বর ১৫/২০২০-এর রায়ে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে বৈধ ঘোষণা করা হলে, নির্বাচন কমিশন ২৭শে এপ্রিল গেজেট প্রকাশ করে। গেজেটে তাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ঘোষণা করা হয়। এর ফলে শপথ গ্রহণসহ প্রশাসনিক পদক্ষেপ নেয়ার প্রক্রিয়া শুরু হয়। এরপরই ৫ই মে স্থানীয় সরকার বিভাগ ‘বিজ্ঞ নির্বাচন ট্রাইব্যুনালের আদেশ অনুসারে সংশোধিত গেজেট অনুযায়ী ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে প্রয়োজনীয় তথ্য অনুসন্ধান’- শীর্ষক একটি পত্র নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বরাবর প্রেরণ করে। তাতে জানানো হয়, নির্বাচন ট্রাইব্যুনালের মামলাটিতে বাংলাদেশ নির্বাচন কমিশন পক্ষভুক্ত বিবাদী হলেও প্রতিদ্বন্দ্বিতা করেনি। ফলে বিবাদী পক্ষ প্রতিদ্বন্দ্বিতা না করায় মামলাটিতে একতরফাসূত্রে রায় প্রদান করা হয়।

এমতাবস্থায়, এই বিভাগ কর্তৃক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আগে নির্বাচন ট্রাইব্যুনালের মামলা নং ১৫/২০২০-এ প্রদত্ত রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশন উচ্চ আদালতে আপিল করবে কি-না অথবা অন্য কোনো আইনি পদক্ষেপ গ্রহণ করবে কি-না সে সম্পর্কে অবগত হওয়া আবশ্যক। এতে আরও বলা হয়, মহামান্য সুপ্রীম কোর্টের এডভোকেট মো. মনিরুজ্জামান কর্তৃক সচিব, স্থানীয় সরকার বিভাগসহ ৬ জনের উদ্দেশ্যে গত ২৮শে এপ্রিল ২০২৫ তারিখে এই মামলাজনিত বিষয়ে একটি উকিল নোটিশ প্রেরণ করা হয়েছে। এমতাবস্থায়, দ্রুততম সময়ের মধ্যে আপিল অথবা আইনি পদক্ষেপের বিরুদ্ধে ইসি’র সিদ্ধান্ত জানতে চায় স্থানীয় সরকার বিভাগ।

উল্লেখ্য, ২০২০ সালের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বিজয়ী হন। নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে বিএনপি প্রার্থী ইশরাক হোসেন মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর আদালত সেই নির্বাচন অবৈধ ঘোষণা করে এবং ইশরাক হোসেনকে বৈধ মেয়র হিসেবে রায়ে উল্লেখ করেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

আইন-বিচার নিয়ে আরও পড়ুন

এখনকার প্রজন্ম আগের মতো নয়। এখন গ্রামের ছেলেমেয়েরাও অনেক কিছু বোঝে, জানে, নিজস্ব চিন্তাভাবনায় সমৃদ্ধ। কাজেই এদের জন্য এমন একটি আর্থিক ও সামাজিক পরিবেশ তৈরি করতে হবে, যেখানে তারা নিজস্ব উদ্যোগে কাজ করতে পারে, চাইলে এককভাবে কিংবা কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে

১০ ঘণ্টা আগে

দীর্ঘদিন ধরে কারাবন্দি থাকা দণ্ডপ্রাপ্ত আসামিদের সাজার মেয়াদ কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নারীদের ক্ষেত্রে যাবজ্জীবনের মেয়াদ কমিয়ে ২০ বছর করা হবে। পুরুষের ক্ষেত্রে সাজার মেয়াদ এর চেয়ে কিছুটা বাড়তে পারে

১১ ঘণ্টা আগে

মৃত্যুদণ্ডপ্রাপ্ত রেজাউল করিম লাবু সিরাজগঞ্জের সলঙ্গা থানার কৈমাঝুরিয়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে। কারাদণ্ডপ্রাপ্ত দুজন হলেন, রেজাউল করিম লাবুর সৎমা ও মৃত ইদ্রিস আলীর স্ত্রী মোছা. রেনুকা বেগম এবং লাবুর স্ত্রী মোছা. ইসমত আরা বেগম

১১ ঘণ্টা আগে

এত মানুষের রক্তের পর যদি এদের ছবি এখনো থাকে তা কোনো ভাবেই গ্রহণযোগ্য না। এনিয়ে দুঃখ প্রকাশ করেন তিনি। বিষয়টি খতিয়ে দেখে প্রশাসনিক ব্যবস্থা নেয়ার কথাও বলেন তিনি

১১ ঘণ্টা আগে