জুলাইয়ের মধ্যে গুম বিষয়ক আইন করা হবে: আইন উপদেষ্টা

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
ফাইল ছবি

আগামী মাসের মধ্যে গুম বিষয়ক আইন করা হবে। পরবর্তীতে সেই আইনের আওতায় একটি শক্তিশালী গুম কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

সোমবার (১৬ জুন) সচিবালয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনের গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপের দুই সদস্যের সাথে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

আইন উপদেষ্টা বলেন, গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির আগেই ভালো কিছু আইন করতে চায় অন্তর্বর্তী সরকার। এ আইনের অধীনে একটা স্থায়ী গুম কমিশন থাকবে।

তিনি বলেন, ‘এই সরকারের কমিটমেন্টই হচ্ছে গুমের বিচার, গুমের তদন্ত করা। গুমবিষয়ক আন্তর্জাতিক পুরো চুক্তিটাই বাংলাদেশ মেনে নিয়েছে। বাংলাদেশ আনকন্ডিশনালি এটার সদস্য রাষ্ট্র হয়েছে।’

জাতিসংঘের গুম সংক্রান্ত কমিটি এ বিষয়ে প্রশংসা করেছেন বলেও জানান আইন উপদেষ্টা।

তিনি বলেন, গুম হওয়া পরিবারের জন্য নিখোঁজ সনদ দেবে সরকার। এর আওতায় গুম হওয়া পরিবার তাদের অভিযোগ জানানোসহ যেকোনো তথ্য জানাতে পারবে।

আইন উপদেষ্টা আরও বলেন, গুম হওয়া পরিবারগুলোর সাথে আলোচনা করার তাগিদ দিয়েছেন জাতিসংঘের গুম সংক্রান্ত কমিটি। গুম কমিশনের মেয়াদ বাড়ানোর কথাও জানিয়েছেন তিনি।

তিনি বলেন, সরকার, রাজনীতিবিদ, সুশীল সমাজ এবং ছাত্র প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে একটি ট্রুথ কমিশন গঠন করবে সরকার। এই সরকারের মেয়াদেই সেটা করে যাওয়ার চেষ্টা করা হবে।

বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা গুমের শিকার হয়েছিল। এই আইনের ব্যাপারে আন্তরিক হবে দল দু’টি— এমনটাই মনে করেন উপদেষ্টা।

আইন উপদেষ্টা বলেন, বিভিন্ন সময়ে যারা গুমের শিকার হয়েছেন তাদেরকে ‘মিসিং সার্টিফিকেট’ দেয়ার বিষয়টি আইনে যুক্ত করা যায় কিনা চিন্তাভাবনা করছে সরকার।

তিনি আরও বলেন, সরকারি কর্মচারী আইনের ব্যাপারে পুনর্বিবেচনার অবকাশ আছে। সরকার কোনো অসৎ উদ্দেশ্যে আইনটি করেনি। সরকারি কর্মচারীরা যে দাবি দিয়েছে সেগুলো বিবেচনা করে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন দেয়া হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

আইন-বিচার নিয়ে আরও পড়ুন

অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মীর নাসির ও তার ছেলে মীর হেলালের বিরুদ্ধে ২০০৭ সালের ৬ মার্চ গুলশান থানায় মামলা করে দুদক। এ মামলায় বিশেষ জজ আদালত একই বছরের ৪ জুলাই মীর নাসিরউদ্দিনকে ১৩ বছর এবং মীর হেলালউদ্দিনকে তিন বছরের কারাদণ্ড দেন

২ দিন আগে

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি ফয়েজ আহমেদের হাইকোর্ট বেঞ্চ এসব মন্তব্য করেন

২ দিন আগে

যখন র‌্যাব পরিচালিত টিএফআই সেলে ব্যারিস্টার আরমানকে আটকের বিষয়ে জানতে পেরেছেন, তখন কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা

২ দিন আগে

গত এক বছরে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে ঝুলে থাকা প্রায় সাড়ে ৯ লাখ এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করেছে ইসি

২ দিন আগে