আ.লীগ ১৭ বছরে যে লুটপাট করেছে, তা ব্রিটিশদের ২শ’ বছরের

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ১৬: ১২
Thumbnail image
ছবি: সংগৃহীত

লুটপাটকেও হার মানায়। শেখ হাসিনাসহ ৩ আসামির বিরুদ্ধে যুক্তিতর্কের সোমবার (১৩ অক্টোবর) দ্বিতীয় দিনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে এমনটাই জানিয়েছে প্রসিকিউশন। এ দিন ট্রাইব্যুনালে শেখ হাসিনার আরেকটি ফোনালাপ তুলে ধরা হয়। যেখানে ওপর থেকে গুলি করার নির্দেশ দেন শেখ হাসিনা। তুলে ধরা হয় প্রয়াত বদরুদ্দীন ওমরের লিখিত জবানবন্দি। আওয়ামী লীগের সদলবলে পালিয়ে যাওয়াকে উপমহাদেশের নজিরবিহীন ঘটনা উল্লেখ করে তিনি বলেছেন, দলটির পুনরুত্থান কোনোভাবেই সম্ভব নয়।

সোমবার জুলাইয়ে ১৪শ’ হত্যার মূল মাস্টারমাইন্ড শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন হয় ট্রাইব্যুনাল-১ এ। সাক্ষীদের জবানবন্দি ও বিভিন্ন নথিপত্র আদালতে উপস্থাপন করে প্রসিকিউশন। গত, ২৯ জুলাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে পিএম অফিসের ডেপুটি মিলিটারি সেক্রেটারি কর্নেল রাজীবের ফোনালাপ শোনানো হয়। যেখানে আবারও উঠে আসে হাসিনার গুলির নির্দেশের কথা।  

পরে তুলে ধরা হয় প্রয়াত বদরুদ্দীন ওমর ও সাংবাদিক মাহমুদুর রহমানের জবানবন্দি। বদরুদ্দীন ওমরের লিখিত সাক্ষ্য বলছে, শেখ হাসিনার সাথে নিবিড় সম্পর্ক ছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা র’ এর। যেভাবে সদলবলে আওয়ামী লীগ পালিয়েছে, তাতে দলটির পুনরুত্থান অসম্ভব বলে সাক্ষ্যে উল্লেখ করা হয়।

প্রসিকিউশন বলছে, আওয়ামী লীগ ১৭ বছরে যে লুটপাট করেছে তা ব্রিটিশদের ২শ’ বছরের লুটপাটকেও হার মানায়। 

এছাড়া, আজ জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার ১০ম দিনের সাক্ষ্যগ্রহণের দিন ধার্য থাকলেও সাক্ষ্য হয়নি। পরবর্তী সাক্ষ্যগ্রহণ হবে ২১ অক্টোবর।

গতকাল যুক্তিতর্কে আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলের ভয়াবহ সব ফিরিস্তি তুলে ধরেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তদন্তে পাওয়া তৎকালীন সরকারের সময়ে ক্রসফায়ার তথা বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে নানা হত্যাকাণ্ডের বীভৎস বর্ণনাও দেন তিনি। 

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

আইন-বিচার নিয়ে আরও পড়ুন

ময়মনসিংহ সীমান্ত ব্যবহার করে ঢাকার শরীফ ওসমান হাদীর ওপর গুলি বর্ষণকারী ব্যক্তি ভারতে পালিয়েছে কিনা তা নিশ্চিত নয় বলে জানিয়েছেন বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

২ দিন আগে

ডাকসু নেতা ফাতিমা তাসনিম জুমা সোমবার (১৫ ডিসেম্বর) বিকাল ৩টায় শহীদ মিনারে হাদিকে গুলিকাণ্ডের প্রতিবাদে আয়োজিত সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে অংশগ্রহণের জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন। রবিবার (১৪ ডিসেম্বর) রাতের একটি ফেসবুক পোস্টে তিনি এ আহ্বান জানান।

২ দিন আগে

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১টা ১৫ মিনিটে ঢাকার এভারকেয়ার হাসপাতাল থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে অ্যাম্বুলেন্স, যা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ প্রার্থী শরীফ ওসমান হাদিকে বহন করছে। তার সঙ্গে ছিলেন দুই ভাই, যারা চিকিৎসা প্রক্রিয়ায় সহায়তা করছেন।

২ দিন আগে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের রেকর্ডসংখ্যক উপস্থিতি হতে যাচ্ছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ২০০৮ সালের পর সর্বোচ্চ সংখ্যক বিদেশি পর্যবেক্ষক বাংলাদেশে আসবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি) ও পররাষ্ট্র মন্ত্রণালয়। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্য

২ দিন আগে