প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে ফরিদপুরে একজনের মৃত্যুদণ্ড

প্রতিনিধি
ফরিদপুর
Thumbnail image
ছবি: প্রতিনিধি

ফরিদপুরের কোষাগোপালপুর এলাকায় প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে নুরুদ্দিন মোল্লা নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এছাড়াও ৫ লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেন বিচারক। যা জেলা কালেক্টরেটের মাধ্যমে আসামীর জমিজমা বিক্রি করে ভিকটিমকে প্রদান করতে বলা হয়েছে।

সোমবার (২১ জুলাই) সাড়ে ১২ টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল (জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক শামীমা পারভীন এই রায় দেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিল। পরে পুলিশ পাহারায় ধর্ষককে কারাগারে পাঠানো হয়।

নারী ও শিশু দমন ট্রাইব্যুনাল আদালতের রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটার অ্যাডভোকেট গোলাম রব্বানী ভুইয়া রতন রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর জেলার সদর উপজেলার কানাইপুর কোষাগোপালপুর এলাকায় শারীরিক ও মানসিক প্রতিবন্ধী ১৩ বছরের মেয়েকে বাড়িতে রেখে রোগী দেখতে হাসপাতালে যায় তার পরিবার। আসামি বিষয়টি জানতে পেরে ফাঁকা বাড়িতে একটি ঘরের মধ্যে দরজা জানালা আটকিয়ে প্রতিবন্ধী শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় প্রতিবেশীরা টের পেয়ে চিৎকার, চেঁচামেচি করলে নুরুউদ্দিন মোল্লা ঘর থেকে দৌড়ে পালিয়ে যায়। মেয়েটি অসুস্থ হয়ে পড়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি তে ভর্তি করা হয়।

এই ঘটনায় শিশুটি বাবা মান্নান মোল্লা বাদী হয়ে কোতয়ালি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। ধর্ষক নুরুদ্দিন বাদীর চাচা।

নারী ও শিশু দমন ট্রাইবুনাল আদালতের রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটার অ্যাডভোকেট গোলাম রব্বানী ভুইয়া রতন বলেন, প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আজ ধর্ষককে মৃত্যুদণ্ডের আদেশ দেন বিচারক।

রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট হয়েছে। এ রায় কার্যকরের মধ্য দিয়ে সমাজে এ ধরনের অপরাধ কমবে বলে মনে করেন তিনি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

আইন-বিচার নিয়ে আরও পড়ুন

অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মীর নাসির ও তার ছেলে মীর হেলালের বিরুদ্ধে ২০০৭ সালের ৬ মার্চ গুলশান থানায় মামলা করে দুদক। এ মামলায় বিশেষ জজ আদালত একই বছরের ৪ জুলাই মীর নাসিরউদ্দিনকে ১৩ বছর এবং মীর হেলালউদ্দিনকে তিন বছরের কারাদণ্ড দেন

২ দিন আগে

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি ফয়েজ আহমেদের হাইকোর্ট বেঞ্চ এসব মন্তব্য করেন

২ দিন আগে

যখন র‌্যাব পরিচালিত টিএফআই সেলে ব্যারিস্টার আরমানকে আটকের বিষয়ে জানতে পেরেছেন, তখন কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা

২ দিন আগে

গত এক বছরে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে ঝুলে থাকা প্রায় সাড়ে ৯ লাখ এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করেছে ইসি

২ দিন আগে