বুলবুলকে পরিচালক করার বৈধতা নিয়ে ফারুকের রিট তালিকা থেকে বাদ

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদ থেকে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলামকে অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২ জুন) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে ফারুক আহমেদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং ব্যারিস্টার কায়সার কামাল।

জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, বিসিবির পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহিন এম রহমান।

এছাড়া আমিনুল ইসলাম বুলবুলের পক্ষে ছিলেন ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন বদিউজ্জামান তফাদার, সহকারী অ্যাটর্নি জেনারেল এরশাদ হোসেন রাশেদ এবং রুহুল আমিন শিকদার।

এর আগে রোববার (১ জুন) বিসিবি সভাপতির পদ থেকে অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন ফারুক আহমেদ।

গত বুধবার রাতে ফারুকের সঙ্গে বৈঠক করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বৈঠকে তাকে পদত্যাগের পরামর্শ দেওয়া হলেও তিনি সাড়া দেননি। এরপর বিসিবির ৮ পরিচালক জাতীয় ক্রীড়া পরিষদকে (এনএসসি) চিঠি দিয়ে ফারুকের বিরুদ্ধে অনাস্থা জানান। এরপর বৃহস্পতিবার রাতে এনএসসি ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করে।

শুক্রবার বিকেলে জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে পরিচালক হিসেবে মনোনয়ন দেওয়ার পর, সন্ধ্যায় পরিচালকদের বৈঠকে তাকে বিসিবি সভাপতি নির্বাচিত করা হয়।

গত আগস্টে এনএসসি থেকে পরিচালক হিসেবে মনোনীত হন ফারুক আহমেদ ও নাজমূল আবেদীন। পরিচালকদের সমর্থনে ফারুক বিসিবির সভাপতির দায়িত্ব পান।

নতুন সভাপতি আমিনুল ইসলাম আগামী অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

আইন-বিচার নিয়ে আরও পড়ুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পুরোনো প্রতীক ‘দাঁড়িপাল্লা’ পুনরায় বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া তাদের নিবন্ধনও পুনর্বহাল করা হয়েছে।

১৬ ঘণ্টা আগে

জনবান্ধব পুলিশ’ হতে পারলেই পুলিশ বাহিনীটির কলঙ্ক মুছে যাবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রনালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

২ দিন আগে

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

২ দিন আগে

অনেকদিন পর স্কাউটের কোনো কার্যক্রমে অংশ নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এক সময় স্কাউটিংয়ে মগ্ন ছিলেন তিনি। দেশকে পরিবর্তন করাই এখন সবার কাজ। তাই দেশের জন্যই কাজ করতে হবে।

২ দিন আগে