চেম্বার জজ আদালতের রায়ের বিষয়ে যা বললেন শিশির মনির

প্রতিনিধি
ঢাবি
Thumbnail image
ছবি: সংগৃহীত

হাইকোর্টের দেওয়া আদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে স্থগিত হওয়ার পরে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছে চেম্বার আদালত। এরপর সংবাদ সম্মেলন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষের আইনজীবী শিশির মনির।

সোমবার (০১ সেপ্টেম্বর) দুপুরে ব্রিফিংয়ে এ বিষয়ে তিনি বলেন, বিষয়টির ‍গুরুত্ব বিবেচনা করে আমরা চেম্বার জজ আদালতে হাতে লিখিত আবেদন করেছি। লিখিত আবেদন গ্রহণ করে চেম্বার জজ হাইকোর্ট ডিভিশনের ডাকসু নির্বাচন স্থগিতের আদেশের সিএমপি ফাইল ও শুনানির আগ পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছেন। অর্থাৎ এই মুহূর্তে ডাকসু নির্বাচন পরিচালনার ক্ষেত্রে কোনো বাধা নেই। এমনকি প্রার্থীদের প্রচারণার ক্ষেত্রেও কোনো বাধা নেই।

তিনি বলেন, আমরা মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে অফিস খুললে সিএমপি দায়ের করব। আশা করি মঙ্গলবারও গুরুত্বের বিচারে আদালতে শুনানি হবে। এছাড়া হাইকোর্ট বিভাগের আদেশের কার্যকারিতা স্থগিত থাকবে। অর্থাৎ ডাকসু নির্বাচন আয়োজন, পরিচালনা, ক্যাম্পেইন, ছাত্রদের উৎসব এসব বিষয়ে কোনো স্থগিতাদেশ থাকলো না।

তিনি বলেন, এসএম ফরহাদের বিষয়ে হাইকোর্ট ডিভিশন কোনো আদেশ দেননি। আদালত রুল জারি করেছেন। আগামীকাল চেম্বার জজ আদালতে পরিপূর্ণ শুনানি হলে সেখানে সিদ্ধান্ত হবে।

এর আগে সোমবার (১ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি এস কে তাহসিন আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ ডাকসু নির্বাচন স্থগিতের আদেশ দেন। আদালতে এ সংক্রান্ত রিটের শুনানিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন আইনজীবী শিশির মনির। রিটকারী পক্ষে ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

আইন-বিচার নিয়ে আরও পড়ুন

পূর্ণাঙ্গ বেঞ্চের চূড়ান্ত শুনানি না হওয়া পর্যন্ত হাইকোর্টের দেওয়া নির্বাচন স্থগিতের আদেশ কার্যকর থাকবে না। ফলে আপাতত ডাকসু নির্বাচনের কার্যক্রম চালাতে কোনো আইনি বাধা নেই

২ ঘণ্টা আগে

এই নতুন বেতন কাঠামো ঘোষণা ও বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত সরকারি চাকরিজীবীরা নিয়ম অনুযায়ী মহার্ঘভাতা প্রাপ্য হবেন। এমন পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে সরকারের অর্থ বিভাগ

৩ ঘণ্টা আগে

হাইকোর্টের আদেশে স্থগিতাদেশ চলমান থাকবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি বলেছেন, বুধবার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে আবেদনটি শুনানির জন্য এক নম্বর আইটেম হিসেবে থাকবে

১৮ ঘণ্টা আগে

সাংবাদিক আরিফুল ইসলাম রিগান এই ঘটনায় জেলা ও দায়রা জজ আদালতে মামলা করেন। গত পাঁচ বছর ধরে মামলাটি চলছে। সম্প্রতি সাবেক ডিসি সুলতানা পারভীন হাইকোর্ট থেকে জামিন পেলেও, স্থায়ী জামিন পাওয়ার জন্য মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে আসেন। আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন

২০ ঘণ্টা আগে