আত্মসমর্পণ করে কারাগারে ২৭ আ.লীগ নেতাকর্মী

প্রতিনিধি
নোয়াখালী
আপডেট : ২২ মে ২০২৫, ১১: ২৫
Thumbnail image

নোয়াখালীর সুবর্ণচরে নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবিএম জাকারিয়ার বাড়িতে হামলার মামলায় আওয়ামী লীগের ২৭ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (২১ মে) দুপুরে নোয়াখালী জেলা ও দায়রা জজ আদালতে ২৭ নেতাকর্মী আত্মসমর্পণ ক‌রে জা‌মিন আবেদন কর‌লে বিচারক মোরশেদ ইমতিয়াজ এ আদেশ দেন। এর আগে ২০১৮ সালে সুবর্ণচরের চরবাটায় বিএনপি নেতা অ্যাডভোকেট এবিএম জাকারিয়ার বাড়িতে হামলার ঘটনা ঘটে। ৫ আগস্টের পর মধ্য চরবাটার রাশেদ ইকবাল বাদী হয়ে চরজব্বার থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালে সুবর্ণচরের চরবাটায় বিএনপি নেতা অ্যাডভোকেট এবিএম জাকারিয়ার বাড়িতে হামলার ঘটনা ঘটে। ৫ আগস্টের পর মধ্য চরবাটার রাশেদ ইকবাল বাদী হয়ে চরজব্বার থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে প্রধান আসামি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ এ এইচ এম খায়রুল আনম সেলিমকে দ্বিতীয় আসামি করা হয়। এছাড়া ৮২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০০-৩০০ জনকে আসামি করা হয়।

নোয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শাহাদাত হোসেন গণমাধ্যমকে বলেন, উচ্চ আদালতে জামিন নেওয়া ৩২ আসামি আজ আত্মসমর্পণ করে। এর মধ্যে ৫ জন আসামি অসুস্থ থাকায় বিশেষ বিবেচনায় তাদের জামিন মঞ্জুর হয়। অন্য ২৭ আসামিকে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ হারুনর রশিদ হাওলাদার ঢাকা পোস্টকে বলেন, আজ শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ থাকায় চরজব্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তরিকুল ইসলামসহ ৫ জনের জামিন মঞ্জুর করা হয়েছে, তবে বাকি ২৭ জনকে কারাগারে পাঠানো হয়েছে। ২০১৮ সালের একটি ঘটনার অভিযোগে ২০২৫ সালে মামলা দায়ের করা হয়েছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে পুরো উপজেলার মানুষদের আসামি করা হয়েছে—বিশেষ করে যারা সেদিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না কিংবা দূরদূরান্তে অবস্থান করছিলেন, এমন ব্যক্তিদেরও এ মামলায় আসামি করা হয়েছে।

নোয়াখালী আদালতের পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) মো. শহিদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, জেলা ও দায়রা জজ মোরশেদ ইমতিয়াজ মামলা পর্যালোচনা করে ২৭ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ৫ জনকে জামিন মঞ্জুর করেন। পরে ২৭ জনকে কারাগারে পাঠানো হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

আইন-বিচার নিয়ে আরও পড়ুন

আলোচনা অনুষ্ঠানে আসা সবাই নিহত ব্যক্তিদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। এ ছাড়া হতাহতদের জন্য দোয়া প্রার্থনা করা হয়

২০ মিনিট আগে

দেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি সকল সরকারি , বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশী মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে

৩৬ মিনিট আগে

সরকার দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং সব ধরনের সহায়তা নিশ্চিত করবে

১ ঘণ্টা আগে

মৎস্য উপদেষ্টা বলেন, এবার ইলিশ উৎপাদন ৭ হাজার টন বাড়তে পারে। সরবরাহ বাড়লে ইলিশের দাম কমে আসবে

২ ঘণ্টা আগে