নিজস্ব প্রতিবেদক

স্ত্রীর নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণের জন্য পুলিশের অতিরিক্ত ডিআইজি হামিদুল আলম মিলনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তিনি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বাসিন্দা। রাষ্ট্রপতির আদেশক্রমে গত ১০ সেপ্টেম্বর জারি হওয়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
জানা গেছে, ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে হামিদুল আলম অসুস্থতার অজুহাতে একমাসের ছুটি নেন। ওই সময় তিনি নিজ নির্বাচনী এলাকা বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে তার স্ত্রী শাহজাদী আলম লিপির নির্বাচনী প্রচারণায় সরাসরি অংশ নেন। তিনি শুধু মাঠ পর্যায়ে উপস্থিত ছিলেন না, বরং স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রেখে নির্বাচনী কৌশলও ঠিক করেন। এমনকি হোয়াটসঅ্যাপ ও অন্যান্য মাধ্যমে নিয়মিত পরামর্শ দিয়েছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।
একজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা রাজনৈতিক প্রচারণায় সরাসরি জড়িত থাকার খবর বিভিন্ন মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। বিষয়টি নজরে আসার পর পুলিশ সদর দপ্তরের ডিসিপ্লিন উইং তদন্ত শুরু করে। তদন্তে মিলনের বিরুদ্ধে আনা অভিযোগ সত্য প্রমাণিত হয়। তদন্ত শেষে তার কর্মকাণ্ডকে সরকারি কর্মচারী আইন অনুযায়ী ‘অসদাচরণ’ হিসেবে বিবেচনা করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, হামিদুল আলম মিলনের কর্মকাণ্ড সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) ধারা এবং সরকারি কর্মচারী আইন, ২০১৮-এর ৪৫(১) ধারার সুস্পষ্ট লঙ্ঘন। এ কারণে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এই আদেশ কার্যকর হওয়ার মাধ্যমে তিনি সরকারি চাকরির সকল দায়িত্ব ও সুযোগ-সুবিধা থেকে বাদ পড়েছেন।

স্ত্রীর নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণের জন্য পুলিশের অতিরিক্ত ডিআইজি হামিদুল আলম মিলনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তিনি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বাসিন্দা। রাষ্ট্রপতির আদেশক্রমে গত ১০ সেপ্টেম্বর জারি হওয়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
জানা গেছে, ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে হামিদুল আলম অসুস্থতার অজুহাতে একমাসের ছুটি নেন। ওই সময় তিনি নিজ নির্বাচনী এলাকা বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে তার স্ত্রী শাহজাদী আলম লিপির নির্বাচনী প্রচারণায় সরাসরি অংশ নেন। তিনি শুধু মাঠ পর্যায়ে উপস্থিত ছিলেন না, বরং স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রেখে নির্বাচনী কৌশলও ঠিক করেন। এমনকি হোয়াটসঅ্যাপ ও অন্যান্য মাধ্যমে নিয়মিত পরামর্শ দিয়েছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।
একজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা রাজনৈতিক প্রচারণায় সরাসরি জড়িত থাকার খবর বিভিন্ন মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। বিষয়টি নজরে আসার পর পুলিশ সদর দপ্তরের ডিসিপ্লিন উইং তদন্ত শুরু করে। তদন্তে মিলনের বিরুদ্ধে আনা অভিযোগ সত্য প্রমাণিত হয়। তদন্ত শেষে তার কর্মকাণ্ডকে সরকারি কর্মচারী আইন অনুযায়ী ‘অসদাচরণ’ হিসেবে বিবেচনা করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, হামিদুল আলম মিলনের কর্মকাণ্ড সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) ধারা এবং সরকারি কর্মচারী আইন, ২০১৮-এর ৪৫(১) ধারার সুস্পষ্ট লঙ্ঘন। এ কারণে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এই আদেশ কার্যকর হওয়ার মাধ্যমে তিনি সরকারি চাকরির সকল দায়িত্ব ও সুযোগ-সুবিধা থেকে বাদ পড়েছেন।


আইরিন আক্তার পিয়াকে এখন কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেওয়া হবে। তার অনার্স শেষ হলে পরে অফিসার পদে নেওয়া হবে
১ দিন আগে
১৯৭২ এর সংবিধানের অনুচ্ছেদ ৯৪-এ প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচন কমিশন, ‘নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮’-এর নিম্নরূপ অধিকতর সংশোধন করিল
১ দিন আগে
কক্সবাজার বিমানবন্দর কর্তৃপক্ষ ২০১৫-১৬ অর্থবছরে একটি জেনারেটর সরবরাহের জন্য দরপত্র আহ্বান করে। সর্বনিম্ন ৯০ লাখ টাকা দরদাতা হিসেবে কার্যাদেশ পান ঢাকা ইন্টারন্যাশনালের মালিক শাহাবুদ্দিন
১ দিন আগে
এই সভায় মন্ত্রিপরিষদ সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জনপ্রশাসন, নৌপরিবহন, পররাষ্ট্র এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ও সচিবদের আমন্ত্রণ জানানো হয়েছে
২ দিন আগেআইরিন আক্তার পিয়াকে এখন কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেওয়া হবে। তার অনার্স শেষ হলে পরে অফিসার পদে নেওয়া হবে
১৯৭২ এর সংবিধানের অনুচ্ছেদ ৯৪-এ প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচন কমিশন, ‘নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮’-এর নিম্নরূপ অধিকতর সংশোধন করিল
কক্সবাজার বিমানবন্দর কর্তৃপক্ষ ২০১৫-১৬ অর্থবছরে একটি জেনারেটর সরবরাহের জন্য দরপত্র আহ্বান করে। সর্বনিম্ন ৯০ লাখ টাকা দরদাতা হিসেবে কার্যাদেশ পান ঢাকা ইন্টারন্যাশনালের মালিক শাহাবুদ্দিন
এই সভায় মন্ত্রিপরিষদ সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জনপ্রশাসন, নৌপরিবহন, পররাষ্ট্র এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ও সচিবদের আমন্ত্রণ জানানো হয়েছে