‘বাক্‌স্বাধীনতা হরণ হয়, এমন কাজ অন্তর্বর্তী সরকার করবে না’

প্রতিনিধি
চট্টগ্রাম
আপডেট : ০২ মে ২০২৫, ১৮: ০৯
Thumbnail image
ছবি: সংগৃহীত

বাক্‌স্বাধীনতা হরণ করা হয়—এমন কোনো কাজ অন্তর্বর্তী সরকার করবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, ‘বাংলাদেশে সত্যিকার অর্থে যাঁরা সাংবাদিকতা করছেন, তাঁদের জন্য এর চেয়ে ভালো সময় আসেনি। আমরা কারও মুখ বন্ধ করছি না। কারও কলম ভেঙে ফেলছি না, কারও ছাপাখানায় গিয়ে সিলগালা করছি না।

তিনি আরও বলেন, ‘আমরা সবাইকে বলছি, আপনারা সাংবাদিকতা করুন। অধ্যাপক ইউনূস (প্রধান উপদেষ্টা) ক্ষমতা গ্রহণের পর সব সম্পাদককে ডেকেছিলেন। সেখানে তিনি বলেছিলেন, আপনারা মন খুলে লিখেন, আমরা ভুলত্রুটির ঊর্ধ্বে নয়৷ আমার ভুলত্রুটি ধরিয়ে দেওয়ার দায়িত্ব আপনার।’

আজ শুক্রবার ‘জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশ: গণমাধ্যমের চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে এ কথাগুলো বলেন শফিকুল আলম। চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে এ সভার আয়োজন করে চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন। এ সময় শফিকুল আলম অপতথ্য রুখে দিতে সাংবাদিকদের ফ্যাক্ট চেকিংসহ অন্যান্য বিষয়ে প্রশিক্ষণের পরামর্শ দেন।

প্রেস সচিব বলেন, ‘শাপলা চত্বরের ঘটনা, জঙ্গি তকমা দিয়ে ক্রসফাফারে হত্যা, সাঈদীর মৃত্যুর দেশজুড়ে তাণ্ডবসহ বিভিন্ন ঘটনায় দেশের সাংবাদিকদের ভূমিকা জানা জরুরি। এর মাধ্যমে সারা পৃথিবীর মানুষ জানবে ১৫ বছরের শাসনামলে গণমাধ্যমের ভূমিকা কী ছিলো।’

শফিকুল আলম আরও বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করতে ভারতীয় মিডিয়া অপতথ্য প্রচার করছে আর তাদের সহয়তা করছে আওয়ামী লীগ। এসব অপপ্রচার রুখে দিতে তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

এসময় প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘জাতিসংঘকে বলব যে, গত ১৫ বছরে ঘটনার সময় আমাদের সাংবাদিকরা কীভাবে কাভার করেছে, সেটা আমরা স্বাধীনভাবে একটা তদন্ত করার কথা বলব। স্বাধীনভাবে তারা (জাতিসংঘ) বলে, তারা কোথায় কোথায় সাংবাদিকরা কী করেছে।’

সেমিনারে ধারণাপত্র উপস্থাপন করেন ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

গণমাধ্যম নিয়ে আরও পড়ুন

অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মীর নাসির ও তার ছেলে মীর হেলালের বিরুদ্ধে ২০০৭ সালের ৬ মার্চ গুলশান থানায় মামলা করে দুদক। এ মামলায় বিশেষ জজ আদালত একই বছরের ৪ জুলাই মীর নাসিরউদ্দিনকে ১৩ বছর এবং মীর হেলালউদ্দিনকে তিন বছরের কারাদণ্ড দেন

৬ ঘণ্টা আগে

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি ফয়েজ আহমেদের হাইকোর্ট বেঞ্চ এসব মন্তব্য করেন

৬ ঘণ্টা আগে

যখন র‌্যাব পরিচালিত টিএফআই সেলে ব্যারিস্টার আরমানকে আটকের বিষয়ে জানতে পেরেছেন, তখন কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা

৭ ঘণ্টা আগে

গত এক বছরে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে ঝুলে থাকা প্রায় সাড়ে ৯ লাখ এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করেছে ইসি

৭ ঘণ্টা আগে