বীরমুক্তিযোদ্ধা ও দৈনিক পত্রদূত সম্পাদকের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া

প্রতিনিধি
সাতক্ষীরা
Thumbnail image
ছবি: প্রতিনিধি

সাতক্ষীরার গণমানুষের কণ্ঠস্বর দৈনিক পত্রদূতের প্রতিষ্ঠাতা সম্পাদক ও সাবেক প্রাদেশিক সদস্য বীরমুক্তিযোদ্ধা শহীদ স.ম আলাউদ্দীনের ২৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মরহুমের গ্রামের বাড়ি তালা উপজেলার মিঠাবাড়িস্থ তার কবরে পুস্পস্তবক অর্পণ করে সাতক্ষীরা প্রেসক্লাব ও পত্রদূত পরিবারসহ বিভিন্ন সংগঠন। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি, বাংলাদেশ বেতার, ইন্ডিপেন্ডেন্ট টিভির সাতক্ষীরা প্রতিনিধি আবুল কাশেম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, বাংলাদেশ সংবাদ সংস্থা ও বাংলাভিশনের সাতক্ষীরা প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান, দৈনিক পত্রদূতের বার্তা সম্পাদক এসএম শহীদুল ইসলাম, বাংলাদেশের খবর ও বাংলাদেশ নিউজ-এর সাতক্ষীরা প্রতিনিধি আব্দুস সামাদ, সাংবাদিক আব্দুল মমিন প্রমুখ।

এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চ্যানেল আই-এর সাতক্ষীরা প্রতিনিধি আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক ও এসএ টিভির সাতক্ষীরা প্রতিনিধি এম. শাহিন গোলদার, নির্বাহী সদস্য, ঢাকা ট্রিবিউন ও বাংলাট্রিবিউনের সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান সরদার, দীপ্ত টিভির সাতক্ষীরা প্রতিনিধি ও মানবাধিকার কর্মী রঘুনাথ খাঁ, সাংবাদিক শেখ আব্দুল আলিম, এসএম তহিদুর রহমান, সেলিম হোসেন, এসএম হাবিবুল হাসান, আব্দুর রহিম, আল-মামুন, স.ম আলাউদ্দীনের ভ্রাতা স.ম আকতারুল ইসলাম, স.ম আলাউদ্দীনের পুত্র ইকবাল পারভেজ জয় প্রমুখ।

বক্তারা বলেন, স.ম আলাউদ্দীন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন এবং স্থানীয় অর্থনীতি, শিক্ষা ও সাংবাদিকতার উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন। ভোমরা স্থলবন্দর, সাতক্ষীরা চেম্বার অব কমার্স, ট্রাক শ্রমিক ইউনিয়ন ও বঙ্গবন্ধু পেশাভিত্তিক স্কুল এবং দৈনিক পত্রদূত পত্রিকার প্রতিষ্ঠাতা স.ম আলাউদ্দীন ছিলেন একজন সিদ্ধহস্ত শিল্পোদ্যোক্তা। তিনি সাতক্ষীরাসহ গোটা দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক চিত্র বদলে দিয়ে সুষম উন্নয়নে অবদান রেখেছেন। অর্থনীতির বিকাশে তিনি বিপ্লব ঘটিয়েছিলেন। পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

উল্লেখ্য ,১৯৯৬ সালের ১৯ জুন এই দিনে সাতক্ষীরা সদর থানা সংলগ্ন পত্রিকা অফিসে কর্মরত অবস্থায় আততায়ীর গুলিতে নিহত হন স.ম আলাউদ্দীন। দীর্ঘ ২৮ বছর পেরিয়ে গেলেও তার হত্যার বিচার এখনও হয়নি। বক্তারা এসময় তার হত্যার দ্রুত বিচার দাবী জানান।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

গণমাধ্যম নিয়ে আরও পড়ুন

অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মীর নাসির ও তার ছেলে মীর হেলালের বিরুদ্ধে ২০০৭ সালের ৬ মার্চ গুলশান থানায় মামলা করে দুদক। এ মামলায় বিশেষ জজ আদালত একই বছরের ৪ জুলাই মীর নাসিরউদ্দিনকে ১৩ বছর এবং মীর হেলালউদ্দিনকে তিন বছরের কারাদণ্ড দেন

৪ ঘণ্টা আগে

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি ফয়েজ আহমেদের হাইকোর্ট বেঞ্চ এসব মন্তব্য করেন

৪ ঘণ্টা আগে

যখন র‌্যাব পরিচালিত টিএফআই সেলে ব্যারিস্টার আরমানকে আটকের বিষয়ে জানতে পেরেছেন, তখন কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা

৫ ঘণ্টা আগে

গত এক বছরে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে ঝুলে থাকা প্রায় সাড়ে ৯ লাখ এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করেছে ইসি

৫ ঘণ্টা আগে