কুয়েতে নিউজ২৪ টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রতিনিধি
অনলাইন ডেস্ক
Thumbnail image
ছবি: প্রতিনিধি

বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ২৪-এর দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নিউজ২৪ দর্শক ফোরাম কুয়েত আয়োজন করে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

বৃহস্পতিবার রাতে কুয়েতে খাইতান রাজধানী প্যালেস হোটেলের বল রুমে নিউজ২৪ টিভি দর্শক ফোরাম এর সভাপতি শহিদুল ইসলাম এর সভাপতিত্বে এবং মোয়াজ্জেম হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস কুয়েত এর কাউন্সেলর মো. ইকবাল আখতার।

বিশেষ অতিথি কুয়েত বিএনপির সিনিয়র নেতা শোয়েব আহমেদ, আক্তারুজ্জামান সামছ, মীর মোসাররফ হোসেন। নিউজ২৪ টিভির কুয়েত প্রতিনিধি জাহাঙ্গীর খান পলাশ, বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত এর সভাপতি সিনিয়র সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমন, সাধারণ সম্পাদক আ হ জুবেদ, সিনিয়র প্রকৌশলী আবদুস সালাম, বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েত এর সিনিয়র সহ সভাপতি সারোয়ার্দী, প্রকৌশলী জুলফিকার পথিক, সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাছির উদ্দীন খোকন, সংগঠক সোহাল বেগ, গোল্ডেন সেলিম, ফকরুল ইসলাম কায়েস।

বিশেষ অতিথির বক্তব্যে প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মঈন সুমন বলেন, কুয়েতের আইন মেনেই প্রবাসী বাংলাদেশি সংবাদকর্মীদের সংবাদ সংগ্রহ করতে হয়। প্রবাসীদের সচেতনতা বাড়াতে সংবাদকর্মীদের দায়িত্বশীল ভূমিকা রাখেন । নানা প্রতিবন্ধকতা ও অসাধু ভিসা চক্রের হুমকি সত্ত্বেও প্রবাসে সংবাদকর্মীরা তাদের পেশাগত দায়িত্ব পালন করে যাচ্ছেন। প্রবাসীদের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রবাসী সাংবাদিকতা ও তথ্যপ্রবাহের গুরুত্ব নিয়ে অনুপ্রেরণামূলক দিকনির্দেশনা দেন। কুয়েত বিএনপির সিনিয়র নেতা শোয়েব আহমেদ ও আক্তারুজ্জামান সামছ বক্তব্যে বাংলাদেশের মিডিয়ার উপর ক্ষোভ প্রকাশ করে বলেন দীর্ঘ ষোলোটি বছর একপক্ষ সংবাদ পরিবেশ করে তারা দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। প্রবাসী সংবাদ কর্মীরা যেন সব সময় ন্যায়ের পক্ষে থাকেন সেই আহ্বান করেন। প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলর মোঃ ইকবাল আখতার নিউজ ২৪ কে অভিনন্দন জানানোর পাশাপাশি। সাংবাদিকদের সত্য ও ন্যায়ের পক্ষে থাকতে আহ্বান করেন। প্রবাসীদের কল্যাণে অনুসন্ধানী নিউজ করার পরামর্শ দেন। নিউজ২৪ টিভির কুয়েত প্রতিনিধি জাহাঙ্গীর খান পলাশ তিনি চ্যানেলের দশ বছরের সাফল্যের গল্প তুলে ধরেন।

দর্শক ফোরামের সভাপতি শহিদুল ইসলাম সংবাদকর্মীদের সাথে কথা বলতে গিয়ে মন্তব্য করেন নিউজ২৪ টিভির প্রতিষ্ঠাবার্ষিকী একটা উপলক্ষ্য মাত্র। এর মাধ্যমে আমরা প্রবাসে শত ব্যস্ততার মাঝে গান করে আনন্দ উপভোগ করতে এই আয়োজন। আলোচনা শেষে কুয়েতের বিভিন্ন প্রান্ত থেকে আগত নিউজ২৪-এর নিয়মিত দর্শক এবং অতিথিরা উৎসবমুখর পরিবেশে কেক কাটেন। পরে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশীয় গানে দর্শকদের আনন্দ দেন

প্রবাস ব্যান্ড কুয়েত ব্যান্ডের টিমের কণ্ঠশিল্পী এটিএন বাংলার চ্যাম্পিয়ন আশরাফুল, এবং কন্ঠ শিল্পী অভি, অরুপ ঘোষ, রুমন ও মিরাজ। নিউজ২৪ শুধু দেশে নয় প্রবাসীদের হৃদয়েও সেতুবন্ধন সৃষ্টি করুক এই প্রত্যাশা অতিথিদের। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আবু বকর সিদ্দিক অপারেশন ম‍্যানেজার পৌরসভা, ম‍্যানেজার ফয়েজ, ফকরুল ইসলাম, শহীদ, কাজী, শাহাবুদ্দিন, ক্রিকেট এসোসিয়েশন এর ইসমাই সোবহান, নাজিম উদ্দিন, হাসান কামাল, গাজীসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, সাংবাদিক, ক্রিকেট অ্যাসোসিয়েশন, ক্রীড়া জগতে অসংখ্য প্রবাসী সুধীজন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

গণমাধ্যম নিয়ে আরও পড়ুন

আইরিন আক্তার পিয়াকে এখন কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেওয়া হবে। তার অনার্স শেষ হলে পরে অফিসার পদে নেওয়া হবে

১০ ঘণ্টা আগে

১৯৭২ এর সংবিধানের অনুচ্ছেদ ৯৪-এ প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচন কমিশন, ‘নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮’-এর নিম্নরূপ অধিকতর সংশোধন করিল

১০ ঘণ্টা আগে

কক্সবাজার বিমানবন্দর কর্তৃপক্ষ ২০১৫-১৬ অর্থবছরে একটি জেনারেটর সরবরাহের জন্য দরপত্র আহ্বান করে। সর্বনিম্ন ৯০ লাখ টাকা দরদাতা হিসেবে কার্যাদেশ পান ঢাকা ইন্টারন্যাশনালের মালিক শাহাবুদ্দিন

১১ ঘণ্টা আগে

এই সভায় মন্ত্রিপরিষদ সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জনপ্রশাসন, নৌপরিবহন, পররাষ্ট্র এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ও সচিবদের আমন্ত্রণ জানানো হয়েছে

১৩ ঘণ্টা আগে