নিজস্ব প্রতিবেদক

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁর স্মরণে আজ সকাল সাড়ে ১১টায় আজিমপুর কবরস্থানে দোয়া, মিলাদ ও কুরআনখানির আয়োজন করা হয়েছে। পাশাপাশি মতিঝিলের আর. কে. মিশন রোডে অবস্থিত ইত্তেফাক ভবনেও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বিভিন্ন সামাজিক সংগঠনও দিনব্যাপী আলোচনা সভা ও স্মরণানুষ্ঠান করবে। মানবাধিকার বিষয়ক সাংবাদিক সংগঠন—বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জার্নালিস্টস ফর হিউম্যান রাইটস আগামীকাল বুধবার প্রেস কাউন্সিল হলে তাঁর কর্মময় জীবন নিয়ে বিশেষ আলোচনা আয়োজন করবে।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের অভিজ্ঞ আইনজীবী, লেখক ও সাংবাদিক ব্যারিস্টার মইনুল হোসেন ছিলেন ন্যায়বিচার, গণতন্ত্র ও বাক্স্বাধীনতার দৃঢ় কণ্ঠস্বর। ইংরেজি দৈনিক দ্য নিউ নেশন-এর প্রতিষ্ঠাতা ও প্রকাশক হিসেবে তিনি মুক্ত সাংবাদিকতা প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। তফাজ্জল হোসেন মানিক মিয়ার জ্যেষ্ঠ পুত্র হিসেবে তিনি ইত্তেফাকে দায়িত্ব পালন করেন সম্পাদক ও সম্পাদকমণ্ডলীর সভাপতির দায়িত্বে।
১৯৪০ সালে পিরোজপুরে জন্ম নেওয়া মইনুল হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে লন্ডনে আইন বিষয়ে উচ্চতর শিক্ষা গ্রহণ করেন। দেশে ফিরে ১৯৬৫ সালে আইনপেশায় যুক্ত হন। ১৯৬৯ সালে মানিক মিয়ার মৃত্যুর পর তিনি দৈনিক ইত্তেফাকের সম্পাদক হন।
রাজনীতিতেও সক্রিয় ছিলেন তিনি। ১৯৭৩ সালে আওয়ামী লীগ থেকে ভাণ্ডারিয়া আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ১৯৭৫ সালে সংবিধানের চতুর্থ সংশোধনী ও বাকশাল প্রতিষ্ঠার প্রতিবাদে এম এ জি ওসমানীর সঙ্গে তিনি সংসদ থেকে পদত্যাগ করেন।
২০০০-০১ সালে ছিলেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি এবং ২০০৭-০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আইন, তথ্য ও ভূমিবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
স্বাধীন বিচারব্যবস্থা, সংবাদপত্রের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ব্যারিস্টার মইনুল হোসেনের অবদান আজও দেশবাসীর কাছে এক উজ্জ্বল উদাহরণ।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁর স্মরণে আজ সকাল সাড়ে ১১টায় আজিমপুর কবরস্থানে দোয়া, মিলাদ ও কুরআনখানির আয়োজন করা হয়েছে। পাশাপাশি মতিঝিলের আর. কে. মিশন রোডে অবস্থিত ইত্তেফাক ভবনেও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বিভিন্ন সামাজিক সংগঠনও দিনব্যাপী আলোচনা সভা ও স্মরণানুষ্ঠান করবে। মানবাধিকার বিষয়ক সাংবাদিক সংগঠন—বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জার্নালিস্টস ফর হিউম্যান রাইটস আগামীকাল বুধবার প্রেস কাউন্সিল হলে তাঁর কর্মময় জীবন নিয়ে বিশেষ আলোচনা আয়োজন করবে।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের অভিজ্ঞ আইনজীবী, লেখক ও সাংবাদিক ব্যারিস্টার মইনুল হোসেন ছিলেন ন্যায়বিচার, গণতন্ত্র ও বাক্স্বাধীনতার দৃঢ় কণ্ঠস্বর। ইংরেজি দৈনিক দ্য নিউ নেশন-এর প্রতিষ্ঠাতা ও প্রকাশক হিসেবে তিনি মুক্ত সাংবাদিকতা প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। তফাজ্জল হোসেন মানিক মিয়ার জ্যেষ্ঠ পুত্র হিসেবে তিনি ইত্তেফাকে দায়িত্ব পালন করেন সম্পাদক ও সম্পাদকমণ্ডলীর সভাপতির দায়িত্বে।
১৯৪০ সালে পিরোজপুরে জন্ম নেওয়া মইনুল হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে লন্ডনে আইন বিষয়ে উচ্চতর শিক্ষা গ্রহণ করেন। দেশে ফিরে ১৯৬৫ সালে আইনপেশায় যুক্ত হন। ১৯৬৯ সালে মানিক মিয়ার মৃত্যুর পর তিনি দৈনিক ইত্তেফাকের সম্পাদক হন।
রাজনীতিতেও সক্রিয় ছিলেন তিনি। ১৯৭৩ সালে আওয়ামী লীগ থেকে ভাণ্ডারিয়া আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ১৯৭৫ সালে সংবিধানের চতুর্থ সংশোধনী ও বাকশাল প্রতিষ্ঠার প্রতিবাদে এম এ জি ওসমানীর সঙ্গে তিনি সংসদ থেকে পদত্যাগ করেন।
২০০০-০১ সালে ছিলেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি এবং ২০০৭-০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আইন, তথ্য ও ভূমিবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
স্বাধীন বিচারব্যবস্থা, সংবাদপত্রের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ব্যারিস্টার মইনুল হোসেনের অবদান আজও দেশবাসীর কাছে এক উজ্জ্বল উদাহরণ।

বাংলাদেশ পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তাদের মধ্যে ব্যাপক বদল সম্পন্ন হয়েছে, যেখানে ১৫ জন অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপারকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) আইজিপি বাহারুল আমলের অনুমোদিত একাধিক প্রজ্ঞাপনের মাধ্যমে এই বদলির আদেশ জারি করা হয়।
২ দিন আগে
সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনকে সাক্ষাৎকারে গ্রহণ করেন। বৈঠকটি প্রধান বিচারপতির খাসকক্ষেই অনুষ্ঠিত হয়, যেখানে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়।
২ দিন আগে
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন এ বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে সকলকে নতুন বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, বেগম রোকেয়ার দর্শন ও আদর্শ সমাজ ও নারীর ক্ষমতায়নের এক অনন্য দিক নির্দেশনা হিসেবে আমাদের সামনে আছে এবং সেই পথ অনুসর
২ দিন আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা প্রায় নিশ্চিত হয়েছে—বুধবার (১০ ডিসেম্বর) বা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তা প্রকাশ করা হতে পারে। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ মঙ্গলবার (৯ডিসেম্বর) সাংবাদিকদের নিশ্চিত করেন, এবারের নির্বাচনে স্থগিত কোনো দলের প্রতীক ব্যালটে থাকবে না।
২ দিন আগেবাংলাদেশ পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তাদের মধ্যে ব্যাপক বদল সম্পন্ন হয়েছে, যেখানে ১৫ জন অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপারকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) আইজিপি বাহারুল আমলের অনুমোদিত একাধিক প্রজ্ঞাপনের মাধ্যমে এই বদলির আদেশ জারি করা হয়।
সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনকে সাক্ষাৎকারে গ্রহণ করেন। বৈঠকটি প্রধান বিচারপতির খাসকক্ষেই অনুষ্ঠিত হয়, যেখানে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন এ বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে সকলকে নতুন বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, বেগম রোকেয়ার দর্শন ও আদর্শ সমাজ ও নারীর ক্ষমতায়নের এক অনন্য দিক নির্দেশনা হিসেবে আমাদের সামনে আছে এবং সেই পথ অনুসর
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা প্রায় নিশ্চিত হয়েছে—বুধবার (১০ ডিসেম্বর) বা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তা প্রকাশ করা হতে পারে। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ মঙ্গলবার (৯ডিসেম্বর) সাংবাদিকদের নিশ্চিত করেন, এবারের নির্বাচনে স্থগিত কোনো দলের প্রতীক ব্যালটে থাকবে না।