জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই: সিইসি

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
ছবি: সংগৃহীত

এবারের নির্বাচন আমি জীবনের শেষ সুযোগ হিসেবে নিয়েছি। এই শেষ সুযোগে জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই, এমন কথা বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে এক ধারাবাহিক সংলাপে তিনি এ মন্তব্য করেন। এ সময় অন্য চার নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিইসি বলেন, দেশের জন্য কিছু করার সুযোগ হিসেবে এবারের নির্বাচনকে দেখছি। এজন্য একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজন করতে চাই। আর সেটা করতে হলে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা একান্ত প্রয়োজন।

নির্বাচন বিশেষজ্ঞ ও নারী নেত্রীদের উদ্দেশে তিনি বলেন, আজ আমরা শুনতে চাই তাদের কথা, যারা সরাসরি নির্বাচনের সঙ্গে যুক্ত ছিলেন। আপনারা জানেন, নির্বাচনের কোথায় সমস্যা হয়, কোথায় গ্যাপ রয়েছে। আপনাদের সুচিন্তিত মতামত বিবেচনায় নিয়ে আমরা এগিয়ে যেতে চাই।

তিনি আরও জানান, এবার প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি, সরকারি চাকরিজীবী ও হাজতিদের জন্য পোস্টাল ব্যালটের ব্যবস্থাও নেওয়া হয়েছে। সবার সহযোগিতা ছাড়া এটি সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি।

সিইসি বলেন, ভোটার তালিকা হালনাগাদের সময় প্রত্যন্ত অঞ্চলে ভোটদানে আগ্রহ বেড়েছে। একসময় নারী ও পুরুষ ভোটারের মধ্যে ৩০ লাখ পার্থক্য ছিল, সেটা এখন অনেকটাই কমে এসেছে। পোস্টাল ব্যালটের জন্য আমরা একটি মডেল তৈরি করেছি। এটি আইটি সাপোর্টেড হাইব্রিড পদ্ধতি, যাতে প্রবাসী, সরকারি চাকরিজীবী এবং কারাবন্দিরাও ভোট দিতে পারবেন।

তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোসহ নানামুখী চ্যালেঞ্জ আমাদের মোকাবিলা করতে হচ্ছে। আমরা এক বিশেষ ও সংকটময় সময়ের মধ্যে দায়িত্ব নিয়েছি। আমি এখন ৭৩ বছর বয়সী, জীবনে চাওয়ার কিছু নেই। এটাই আমার শেষ সুযোগ। তাই একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচনই এখন আমার একমাত্র লক্ষ্য। এ জন্য জনগণের সর্বাত্মক সহযোগিতা দরকার, সবাইকে সঙ্গে নিয়েই আমরা এগিয়ে যেতে চাই।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জাতীয় নিয়ে আরও পড়ুন

প্রথমবারের মত প্রবাসী বাংলাদেশিদের জন্য পোস্টাল ভোটিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। যেসব প্রবাসী ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধিত থাকবেন, তারা ডাকযোগে ভোট দিতে পারবেন

২১ ঘণ্টা আগে

সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা ৪৪তম বিসিএসের সম্পূরক ফল সোমবারের (৩ নভেম্বর) মধ্যেই প্রকাশের দাবি জানিয়েছেন। তাঁদের অভিযোগ, পিএসসি ইচ্ছাকৃতভাবে ফল প্রকাশে বিলম্ব করছে

২১ ঘণ্টা আগে

রাজনৈতিক দলগুলো যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অংশ ছিলেন, তারা ১৫ বছরের অভিজ্ঞতা ও সংগ্রামের ভিত্তিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তারা একসঙ্গে আন্দোলন করেছেন, নির্যাতনের শিকার হয়েছেন এবং নিজেদের মধ্যে আলোচনা করে সরকারকে নির্দেশনা দেবেন

১ দিন আগে

তিনি নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে এ দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক দায়িত্ব ভাতা প্রাপ্য হবেন

১ দিন আগে