টাঙ্গাইলে নদীতে গোসলে করতে নেমে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রতিনিধি
টাঙ্গাইল
আপডেট : ০৪ এপ্রিল ২০২৫, ২৩: ১৫
Thumbnail image

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার জোকারচর এলাকায় শুক্রবার (৫ এপ্রিল) দুপুর ১টার দিকে ঈদের দাওয়াত খেতে এসে যমুনা নদীর শাখা ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে এক এসএসসি পরীক্ষার্থীর পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত শিক্ষার্থীর নাম রাহিদ (১৬)। সে উপজেলার দশকিয়া ইউনিয়নের ধলাটেংগর গ্রামের মো. শরিফের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাহিদ দুই দিন আগে তার পরিবারের সাথে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার জোকারচরে নানির বাড়িতে দাওয়াত খেতে আসে। ঈদের আনন্দে‌ শুক্রবার দুপুর ১টার দিকে ধলেশ্বরী নদীতে গোসল করতে নামেন রাহিদ। তবে সাঁতার না জানায়, তিনি নদীতে ডুবে গিয়ে নিখোঁজ হয়ে যান।

এলাকাবাসী প্রায় দুই ঘণ্টা তল্লাশি চালিয়ে রাহিদকে উদ্ধার করেন। পরে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক রাহিদকে মৃত ঘোষণা করেন।

নিহত রাহিদের চাচা আবুবক্কর বলেন, আমার বড় ভাইয়ের ছেলে রাহিদ। সে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল। ঈদের দিন রাহিদ এবং তার বাবা-মা প্রথমে আমাদের বড় ভাইয়ের বাড়িতে আসে। এরপর দুই দিন আগে তারা তার দাদার বাড়িতে একদিন সময় কাটানোর পর নানির বাড়ি জোকারচরে চলে আসে। সেখানেই দুপুরে ধলেশ্বরী নদীতে গোসল করতে নামলে সাঁতার না জানায় রাহিদ ডুবে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

দুর্ঘটনা নিয়ে আরও পড়ুন

বর্ণিল আয়োজনে সেজেছে পাহাড়বাসীর প্রাণের উৎসব বৈসাবি। পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বুধবার(৯ এপ্রিল) সকালে জেলা পরিষদ প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে এ উৎসবের উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো: আমান হাসান।

৯ ঘণ্টা আগে

এবার ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাতায়াতে সড়কে ৩১৫টি দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৩২২ জন নিহত ও ৮২৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

১২ ঘণ্টা আগে

ঈদের পর প্রথম কর্মদিবসে আজ রোববার দুপুর বারোটায় বাংলাদেশ পেডিয়াট্রিক এসোসিয়েশন এর নবগঠিত কমিটির আয়োজনে নতুন বিপি এর সভাপতি অধ্যাপক আব্দুল হান্নান এর সভাপতিত্বে মিরপুরস্থ বিপিএ ভবনে একটি ঈদ পরবর্তী পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়।

৩ দিন আগে

মুক্তিযুদ্ধের সংগঠক, সাংবাদিক, শিক্ষাবিদ ও সাহিত্যিক গোলাম সামদানী কোরায়শীর ৯৬তম জন্মদিন আজ। তার বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের বীর আহাম্মদপুর গ্রামে। তিনি গল্প, উপন্যাস, নাটক ছাড়াও গান ও প্রবন্ধও লিখেছেন।

৪ দিন আগে