বিদেশিদের ড্রাইভিং লাইসেন্স এক্সচেঞ্জ বন্ধ করেছে মালয়েশিয়া

প্রতিনিধি
Thumbnail image

বিদেশি নাগরিকদের ড্রাইভিং লাইসেন্স এক্সচেঞ্জের আবেদন প্রক্রিয়া বন্ধ করছে মালয়েশিয়া সরকার। আগামী ১৯ মে থেকে এই নির্দেশনা কার্যকর হবে। ফলে সব বিদেশিকে মালয়েশিয়ার নাগরিকদের মতো নিয়ম অনুযায়ী ড্রাইভিং পরীক্ষাসহ সব প্রচলিত ধাপ অনুসরণ করে লাইসেন্স পেতে হবে।

মালয়েশিয়ার সড়ক পরিবহন বিভাগ (জেপিজে)-এর মহাপরিচালক দাতুক এডি ফাদলি রামলি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

দাতুক এডি ফাদলি রামলি বলেন, ‌‘এই সিদ্ধান্তের মাধ্যমে বিদেশি নাগরিকদের মালয়েশিয়ানদের মতো নিয়ম অনুযায়ী ড্রাইভিং পরীক্ষাসহ সব প্রচলিত ধাপ অনুসরণ করে লাইসেন্স পেতে হবে। এই উদ্যোগ মাদানি সরকারের সড়ক নিরাপত্তা বৃদ্ধি ও জনসেবার মান উন্নয়নের অঙ্গীকারের অংশ। এতে বিদেশিদের সড়ক নিরাপত্তা সম্মতি এবং দক্ষতার মান নিশ্চিত করা সম্ভব হবে।’

তবে এই বিধিনিষেধ কূটনৈতিক সদস্য ও ‘মালয়েশিয়া মাই সেকেন্ড হোম’ (এমএম২এইচ) কর্মসূচির বিদেশিদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

তাছাড়া, যেসব মালয়েশিয়ান নাগরিক এলএমএম লাইসেন্স গ্রহণের আগে বিদেশি ড্রাইভিং লাইসেন্স অর্জন করেছেন, তারাও এই নতুন নিয়মের আওতায় আসবেন না।

জেপিজে-এর মহাপরিচালক আরো জানান, যারা কম সময়ের (১২ মাসের কম) জন্য মালয়েশিয়ায় অবস্থান করছেন, তাদের জন্য নির্দিষ্ট শর্তসাপেক্ষে গাড়ি চালানোর অনুমতি বহাল থাকবে।

১৯৪৯ সালের জেনেভা ও ১৯৬৮ সালের ভিয়েনা রোড ট্র্যাফিক কনভেনশনের সদস্য দেশগুলোর নাগরিকদের আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট (আইডিপি) ব্যবহার করে মালয়েশিয়ায় গাড়ি চালানোর অনুমতি থাকবে।

এছাড়া আসিয়ানভুক্ত দেশগুলোর নাগরিকরা ১৯৮৫ সালের পারস্পরিক স্বীকৃতি চুক্তির অধীনে নিজ দেশের বৈধ ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করে মালয়েশিয়ায় চালাতে পারবেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

প্রবাস নিয়ে আরও পড়ুন

‘যারা আমাকে বা অন্য যে কারো নামে ৮-১০টা বিবাহ করেছে বলে খারাপ মন্তব্য করেন। তাদেরকে একটি কথা বলব: আজ নাস্তিক, মুরতাদদের সুরে সুর মিলিয়ে আপনিও যদি অনেকগুলো বিবাহ এবং তালাককে জঘন্য বলেন, আর বর্তমান সময় এটা বুঝিয়ে দেন যে, যাদের জীবনে অনেকগুলো বিয়ে হয়েছে তারা খারাপ মানুষ

১০ দিন আগে

চারটি সহকারী হাই কমিশনার পদে ভারত যাদের মনোনীত করেছে, সেই কূটনীতিবিদদের নামের তালিকাও বাংলাদেশ সরকারের কাছে বেশ কয়েক সপ্তাহ আগেই পাঠানো হয়েছে। ঢাকা থেকে এখন সেই নামগুলোতে সবুজ সংকেত এলেই এই চারজন সহকারী হাই কমিশনার তাদের নতুন কর্মক্ষেত্রে দায়িত্ব নেবেন

২২ দিন আগে

নিহতদের সবার বাড়ি বাংলাদেশের চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। ইংরেজি দৈনিক টাইমস অব ওমান এক প্রতিবেদনে ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে

২২ দিন আগে

জাতি ধর্ম নির্বিশেষে শিশুদের অধিকার নিশ্চিত করতে ১৯২৫ সালে জেনেভায় অনুষ্ঠিত বিশ্ব শিশু কল্যাণ সম্মেলনে প্রথম আন্তর্জাতিক শিশু দিবস ঘোষিত হয়। পরে ১৯৫০ সাল থেকে বেশিরভাগ কমিউনিস্ট ও পোস্ট-কমিউনিস্ট দেশে ১ জুন দিনটি পালন শুরু হয়

২৫ দিন আগে