ত্রিপুরা সম্প্রদায়ের বৈসু খাগড়াছড়িতে রং ছড়িয়েছে

আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ২২: ১৬
Thumbnail image

"হিংসা নয়, সম্প্রীতির খাগড়াছড়ি" এমন শ্লোগানে বর্ণিল আয়োজনে শুরু হলো ত্রিপুরা সম্প্রদায়ের চার দিরব্যাপী বৈসু উৎসব। ত্রিপুরা সম্প্রদায়ের বৈসু রং ছড়িয়েছে পাহাড়ি জনপদ খাগড়াছড়িতে।

পাহাড়ি জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব “বৈসাবি”-কে ঘিরে খাগড়াছড়িতে চলছে বিভিন্ন জাতি-গোষ্ঠীর বর্ণিল আয়োজন। চাকমাদের বিঝু,মারমাদের সাংগ্রাই আর ত্রিপুরাদের বৈসু ও তনচংগ্যাদের বিহু নিয়ে বৈসাবি।

WhatsApp Image 2025-04-11 at 4.54.53 PM (1)

তারই ধারাবাহিকতায় আজ শুরু ত্রিপুরা সম্প্রদায়ের প্রাণের উৎসব বৈসু।

দুপুরে খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গণে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ত্রিপুরা সম্প্রদায়ের প্রধান ও প্রাণের উৎসব উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো: আমান হাসান। এর পরে পাহাড়ে ছড়িয়ে পড়ে উৎসবের রং।

ত্রিপুরা সম্প্রদায়ের মতে, পুরাতন বছরের গ্লানি মুছে নতুন বছরে সুখ-শান্তি প্রত্যাশাই বৈসু। সকলের সুখ-শান্তি ও ত্রিপুরা জনগোষ্ঠীর ঐতিহ্য ধরে রাখার জন্য বৈসু’র র‍্যালি বলে জানালেন কেন্দ্রীয় ত্রিপুরা কল্যাণ সংসদের সভাপতি কমল বিকাশ ত্রিপুরা।

WhatsApp Image 2025-04-11 at 4.54.52 PM

বৈসাবি মানেই রঙে-বর্ণে বৈচিত্র্যময় এক ঐতিহ্যবাহী উৎসব। বিজু-সাংগ্রাই-বৈসু, যে নামেই বলা হোক না কেনো, এই উৎসব যেন পাহাড়িদের প্রেরণা, পাহাড়ের জাগরণ।

আগামী ১২ এপ্রিল চাকমা সম্প্রদায়ের তরুণ-তরুণী, কিশোরী-ছোট ছোট ছেলে-মেয়েরা ফুল তুলে নদী-খালে গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল নিবেদনের মধ্য দিয়ে পুরাতন বছরের গ্লানি মুছে নতুন বছরের শুভ কামনায় ফুল বিজু পালন করবে। ফুল দিয়ে ঘরের প্রতিটি দরজার মাঝখানে মালা গেঁথে সাজানো হয়। ১৩ এপ্রিল চাকমা সম্প্রদায়ের মূল বিজু আর পরের দিন ১৪ এপ্রিল পহেলা বৈশাখ বা গজ্জাপয্যা পালন করবে। একই দিন ত্রিপুরা সম্প্রদায়ের হারি বৈসু, বিযুমা, বিচিকাতাল, ফুল বিজু, মূলবিজু ও বিচিকাতাল নামে নিজস্ব বৈশিষ্টতায়। ১৪ এপ্রিল খাগড়াছড়িতে মারমা সম্প্রদায় সাংগ্রাইং উৎসবে ঐতিহ্যবাহী জলকেলি বা পানি খেলা ও জেলা প্রশাসনে উদ্যোগে হবে বর্ষবরণের র‍্যালি। এ উৎসবে আনন্দের আমেজ ছড়ায়।

WhatsApp Image 2025-04-11 at 4.54.51 PM

ত্রিপুরা সম্প্রদায়ের বৈসু উৎসবের মধ্য দিয়ে সম্প্রীতির খাগড়াছড়ি গড়ার আহ্বান জানিয়েছেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো: আমান হাসান।

১৯৮৫ সাল থেকে খাগড়াছড়িসহ পার্বত্য চট্টগ্রামে বসবাসরত তিন সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের সম্মিলিত উদ্যোগে ‘বৈসাবি’ নামে এ উৎসব পালন করে আসছে। সময়ের ব্যবধানে নিজ নিজ সম্প্রদায়ের লোকদের কাছে ‘বৈসাবি’ শব্দটি জনপ্রিয় হয়ে ওঠে। ত্রিপুরা, মারমা ও চাকমা সম্প্রদায় তাদের নিজস্ব নামে ত্রিপুরা ভাষায় বৈসু, মারমা ভাষায় সাংগ্রাই এবং চাকমা ভাষায় বিজু নামে এ উৎসব পালন হয়ে থাকে। এ তিন সম্প্রদায়ের নিজস্ব ভাষার নামের প্রথম অক্ষর নিয়ে ‘বৈসাবি’ নামকরণ করা হয়। প্রতিবছর বাংলা নববর্ষের পাশাপাশি পাহাড়ের বসবাসরত বিভিন্ন জাতিগোষ্ঠী ঐতিহ্যবাহী দিনটি পালন করে থাকে।

WhatsApp Image 2025-04-11 at 4.54.54 PM

অপরদিকে খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার ত্রিপুরা সম্প্রদায়ে বৈসু উৎসবকে মহা-উৎসব, সর্বজনীন উৎসব, প্রাণের উৎসব ও মিলনের উৎসব আখ্যায়িত করে বলেন, আজকের উপস্থাপনার মধ্য দিয়ে মনে হয়ে ত্রিপুরা সম্প্রদায় প্রকৃতির পূজারি।

এবারের বৈসাবি উৎসব বিগত বছরগুলোর চেয়ে ভিন্ন ও উৎসব মুখর পরিবেশে বাড়তি আয়োজনে পালিত হচ্ছে। ফলে আধুনিকতার ছোঁয়া আর বাংলা’র মিশেলে বৈসাবি হয়ে উঠেছে সর্বজনীন উৎসবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সাহিত্য ও সংস্কৃতি নিয়ে আরও পড়ুন

সাতক্ষীরা সদর উপজেলার আলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মাহমুদপুর উত্তর মাঠে এই মৃত্যুর ঘটনা ঘটে।

১ দিন আগে

বিদেশি নাগরিকদের ড্রাইভিং লাইসেন্স এক্সচেঞ্জের আবেদন প্রক্রিয়া বন্ধ করছে মালয়েশিয়া সরকার। আগামী ১৯ মে থেকে এই নির্দেশনা কার্যকর হবে। ফলে সব বিদেশিকে মালয়েশিয়ার নাগরিকদের মতো নিয়ম অনুযায়ী ড্রাইভিং পরীক্ষাসহ সব প্রচলিত ধাপ অনুসরণ করে লাইসেন্স পেতে হবে।

৫ দিন আগে

"হিতের সহিত যা বিদ্যমান তাহাই সাহিত্য" স্লোগানকে ধারণ করে কিশোরগঞ্জে মুক্তিযুদ্ধের চেতনায় প্রতিষ্ঠিত সাহিত্য সংগঠন ভোরের আলো সাহিত্য আসরের নিয়মিত সাপ্তাহিক (১২৪৯ তম) সভার মধ্য দিয়ে ২২ বর্ষপূর্তি উৎসব উদযাপন করেছে।

৬ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় লাইনচ্যুত মালবাহী ট্রেনের বগি উদ্ধারের আধাঘণ্টা পর একইস্থানে আবারও লাইনচ্যুত হয়েছে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের কোচ।

১৪ দিন আগে