খুলনা

উদযাপন কর্মসূচি সকাল ১০টায় মেইন গেট ‘শহিদ মীর মুগ্ধ তোরণ’ থেকে শুরু হয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে অদম্য বাংলা চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য প্রফেসর ড. মোঃ গোলাম রহমান, বর্তমান উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম, উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, বিভিন্ন স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), প্রভোস্ট, বিভাগীয় পরিচালক, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ বিশিষ্ট অতিথিবৃন্দ অংশগ্রহণ করেন। এছাড়া খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক, সাংবাদিক ও বিভিন্ন নাগরিক নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। শোভাযাত্রার শেষে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বেলা ১১টায় সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য প্রফেসর ড. মোঃ গোলাম রহমান। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ও খুলনা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শীর্ষ কর্মকর্তা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের সংগ্রামের ফল খুলনা বিশ্ববিদ্যালয়, যা প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন ক্ষেত্রে দেশ ও সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা দেশ-বিদেশে সাফল্যের স্বাক্ষর রেখে চলেছেন, যা শিক্ষার মূল অর্জন।
বক্তারা আরও জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে নতুন উদ্যোগ যেমন ‘কোলাবরেটিভ রিসার্চ গ্রান্ট প্রোগ্রাম’ ও ‘টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ’ চালু করা হয়েছে। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য আরও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
আলোচনা সভার শেষে বিশ্ববিদ্যালয় দিবস স্মারক প্রকাশ করা হয় এবং গত বছরের কৃতিত্বপ্রাপ্ত শিক্ষার্থী ও সংগঠনগুলোকে সম্মাননা প্রদান করা হয়। শিক্ষকদের মধ্যে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালনরত উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারারদেরও সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে কেক কাটা, ডিসপ্লে বোর্ড প্রদর্শনী, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ ক্যাম্পাসের আলোকসজ্জা দিয়ে দিবসটি উদযাপিত হয়।

উদযাপন কর্মসূচি সকাল ১০টায় মেইন গেট ‘শহিদ মীর মুগ্ধ তোরণ’ থেকে শুরু হয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে অদম্য বাংলা চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য প্রফেসর ড. মোঃ গোলাম রহমান, বর্তমান উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম, উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, বিভিন্ন স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), প্রভোস্ট, বিভাগীয় পরিচালক, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ বিশিষ্ট অতিথিবৃন্দ অংশগ্রহণ করেন। এছাড়া খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক, সাংবাদিক ও বিভিন্ন নাগরিক নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। শোভাযাত্রার শেষে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বেলা ১১টায় সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য প্রফেসর ড. মোঃ গোলাম রহমান। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ও খুলনা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শীর্ষ কর্মকর্তা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের সংগ্রামের ফল খুলনা বিশ্ববিদ্যালয়, যা প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন ক্ষেত্রে দেশ ও সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা দেশ-বিদেশে সাফল্যের স্বাক্ষর রেখে চলেছেন, যা শিক্ষার মূল অর্জন।
বক্তারা আরও জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে নতুন উদ্যোগ যেমন ‘কোলাবরেটিভ রিসার্চ গ্রান্ট প্রোগ্রাম’ ও ‘টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ’ চালু করা হয়েছে। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য আরও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
আলোচনা সভার শেষে বিশ্ববিদ্যালয় দিবস স্মারক প্রকাশ করা হয় এবং গত বছরের কৃতিত্বপ্রাপ্ত শিক্ষার্থী ও সংগঠনগুলোকে সম্মাননা প্রদান করা হয়। শিক্ষকদের মধ্যে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালনরত উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারারদেরও সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে কেক কাটা, ডিসপ্লে বোর্ড প্রদর্শনী, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ ক্যাম্পাসের আলোকসজ্জা দিয়ে দিবসটি উদযাপিত হয়।

রাজধানীর কড়াইলে মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৫টা ২২ মিনিটে একটি বিস্তীর্ণ বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দ্রুত খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে
১ দিন আগে
সাতক্ষীরার কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার মৌতলা ইউনিয়নের নামাজগড় গ্রামে শিশু সুস্মিতা দেবনাথ ও রিয়া দেবনাথ পানিতে ডুবে মারা যায়
১ দিন আগে
নীলফামারীর সৈয়দপুরে ধান বোঝাই ট্রলির চাকায় পিষ্ট হয়ে অন্তঃসত্ত্বা আনোয়ারা খাতুন (২৫) নামে এক ইপিজেড নারীকর্মীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনা ঘটে সোমবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে সৈয়দপুর-রংপুর বাইপাস সড়কের মেসার্স খাদিজা ফিলিং স্টেশন এর সামনে
১ দিন আগে
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকামুখী এক্সপ্রেসওয়ের ভাঙ্গা সার্ভিস লেনের পাশে এক অজ্ঞাত নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ
৪ দিন আগেরাজধানীর কড়াইলে মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৫টা ২২ মিনিটে একটি বিস্তীর্ণ বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দ্রুত খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে
সাতক্ষীরার কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার মৌতলা ইউনিয়নের নামাজগড় গ্রামে শিশু সুস্মিতা দেবনাথ ও রিয়া দেবনাথ পানিতে ডুবে মারা যায়
খুলনা বিশ্ববিদ্যালয় ৩৪ বছর পূর্ণ করে ৩৫ বছরে পদার্পণ উপলক্ষে মঙ্গলবার (২৫ নভেম্বর) বর্ণাঢ্য ও উৎসবমুখর অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা হয়েছে
নীলফামারীর সৈয়দপুরে ধান বোঝাই ট্রলির চাকায় পিষ্ট হয়ে অন্তঃসত্ত্বা আনোয়ারা খাতুন (২৫) নামে এক ইপিজেড নারীকর্মীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনা ঘটে সোমবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে সৈয়দপুর-রংপুর বাইপাস সড়কের মেসার্স খাদিজা ফিলিং স্টেশন এর সামনে