মাতৃভাষা দিবসে কক্সবাজারে বিদেশিদের কবিতা আবৃত্তি

প্রতিনিধি
Thumbnail image

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কক্সবাজারে এক ব্যতিক্রমী আয়োজনে নিজেদের মাতৃভাষায় কবিতা আবৃত্তি করেছেন আন্তর্জাতিক সংস্থায় কর্মরত বিদেশি নাগরিকরা। মাতৃভাষার প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের অনুভূতি প্রকাশ করা হয়, যা পরে ইংরেজিতে অনূদিত হয়ে সবার সামনে উপস্থাপন করা হয়।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে ‘সার্ধশতকে একুশের দ্রোহ’ শীর্ষক এই আয়োজন অনুষ্ঠিত হয়। সকালে বিদ্যালয়ের শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিদেশি নাগরিকরা। এরপর তারা নিজেদের ভাষায় আবৃত্তির মাধ্যমে মাতৃভাষার প্রতি ভালোবাসা প্রকাশ করেন।

এ আয়োজনে জাপান, কলম্বিয়া, ফিলিপাইন, কেনিয়া, নাইজেরিয়া, কাজাখস্তান, সিরিয়াসহ বিভিন্ন দেশের নাগরিকরা অংশ নেন। অনুষ্ঠানে অংশ নেওয়া জাপানের নাগরিক মাছিকো ফুকোমারা বলেন,

"নিজের ভাষায় কথা বলতে পারা আনন্দের। এই স্কুল দেখে আমার শৈশবের কথা মনে পড়ছে। এবারই প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের অভিজ্ঞতা হলো।"

নাইজেরিয়ার নাগরিক হাওয়া হাসান আয়োজকদের প্রশংসা করে বলেন,

"বিভিন্ন ভাষাভাষীর মানুষ একসঙ্গে হয়ে মাতৃভাষার গুরুত্ব অনুভব করছি। এটি একটি অসাধারণ অভিজ্ঞতা।"

ফিলিপাইনের নাগরিক হেলেন, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশে অবস্থান করছেন, বলেন,

"মাতৃভাষায় কথা বলার স্বাধীনতা যে কত বড় পাওয়া, তা আজকের আয়োজনে আরও গভীরভাবে উপলব্ধি করলাম।"

কলম্বিয়ার নাগরিক ইসাবেল সুয়োরাজ বলেন,

"স্কুলের শিশুদের দেখে আমার নিজের শিক্ষাজীবনের স্মৃতিগুলো জাগ্রত হলো।"

বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের আহ্বায়ক এমএম সিরাজুল ইসলাম জানান, "বিদ্যালয়ের ১৫০ বছর পূর্তি উপলক্ষে এ আয়োজন মাতৃভাষার বৈচিত্র্য ও ঐক্যের প্রতিচ্ছবি হয়ে উঠবে। বিদেশি নাগরিকদের অংশগ্রহণ এ আয়োজনকে আরও তাৎপর্যপূর্ণ করেছে।"

প্রাক্তন ছাত্র ও কবি জয়নাল আবেদীন মুকুল বলেন,

"এই বিদ্যালয়েই স্থাপিত হয়েছিল কক্সবাজারের প্রথম শহিদ মিনার। ভাষা আন্দোলনে এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও শিক্ষকদের ভূমিকা ছিল গৌরবোজ্জ্বল।"

প্রাক্তন ছাত্র পরিষদের সংগঠক শেখ আশিকুজ্জামান বলেন,

"ভৌগোলিক অবস্থানের কারণে কক্সবাজার এখন আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ শহর। এখানে হাজারের বেশি বিদেশি নাগরিক কাজ করেন, যা দেশের অন্য কোনো জেলায় বিরল। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের মাধ্যমে এ শহরের বৈশ্বিক গুরুত্ব তুলে ধরা হয়েছে।"

এ আয়োজন ভাষার বৈচিত্র্য ও সংহতির এক অনন্য মঞ্চ হয়ে উঠেছিল, যেখানে মাতৃভাষার প্রতি ভালোবাসায় একত্রিত হয়েছিলেন দেশি-বিদেশি অংশগ্রহণকারীরা।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

বিশেষ আয়োজন নিয়ে আরও পড়ুন

মৌলভীবাজারের কুলাউড়ায় মনু নদের বেড়িবাঁধের মাটি ধসে রণ মালাকার (৪০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার হাজীপুর ইউনিয়নের রণচাপ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

২ দিন আগে

ঝিনাইদহে এক সড়ক দুর্ঘটনায় তামান্না ইয়াসমিন নামে এক মেডিকেল পরীক্ষার্থী নিহত হয়েছেন। রবিবার (১৪ ডিসেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে ঘটনাটি ঘটে।

৩ দিন আগে

নীলফামারীর কিশোরগঞ্জে রোববার (১৪ ডিসেম্বর) সকালে আলুক্ষেতে পানি দিতে রাস্তার ওপর বিছানো পাইপ পিছলে ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ভ্যান চালক ঘটনাস্থলেই মারা গেছেন।

৩ দিন আগে

ময়মনসিংহ বিভাগীয় বইমেলা-২০২৫ শুরু হলো ১২ ডিসেম্বর। নগরীর টাউন হল প্রাঙ্গণে শুক্রবার বিকালে উদ্বোধনী ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এ মেলার পর্দা উঠলো। মেলাটির উদ্বোধন করেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সিনিয়র সচিব) এম এ আকমল হোসেন আজাদ।

৪ দিন আগে