বরিশালে পৌর যুবদলের সদস্য সচিবকে মারধর করলেন জেলা যুবদলের আহবায়ক

প্রতিনিধি
বরিশাল
Thumbnail image
ছবি: প্রতিনিধি

বরিশালে কেন্দ্রীয় যুবদলের কর্মসূচিতে দুই গ্রুপের মধ্যে হামলা ও মারামারির ঘটনা ঘটছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০ টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে এ ঘটনা ঘটে।

হামলায় অন্তত চারজন আহত হয়েছেন। হামলায় আহতরা হলেন, মেহেন্দিগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব মো: আমজাদ পোদ্দার (৪৫), যুবদলকর্মী আকের ফরাজি, নান্নু বেপারী, সহিদ দেওয়ান।

আহত আমজাদ পোদ্দার জানান, তিনি সাবেক সংসদ সদস্য মেজবাহউদ্দিন ফরহাদের অনুসারী। আজকে কেন্দ্রীয় যুবদলের কর্মসূচি অনুযায়ী বরিশাল মহানগর ও জেলা যুবদলের আয়োজনে অশ্বিনী কুমার টাউন হলে প্রতিবাদ সভায় অংশগ্রহণ করি।

সভায় অংশগ্রহণ করায় বরিশাল জেলা (উত্তর) যুবদলের আহবায়ক সালাউদ্দিন পিপলুর নেতৃত্বে মেহেদীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক নাঈম উদ্দিন তুহিন মীর, সদস্য সচিব মাজারুল ইসলাম পারভেজ খন্দকার, যুবদলের সদস্য মনির, ফয়সাল, বাকের, ফরিদ, রিয়াজ, ইলিয়াস পাঠানসহ ৩০/৪০ জন অতর্কিত হামলা চালায়। এ সময় এলোপাতাড়ি মারধরে গুরুতর আহত হন আমজাদ পোদ্দারসহ চারজন।

আহত আকের ফরাজি বলেন, আজকে দলীয় কর্মসূচিতে আমরা মেহেন্দিগঞ্জ থেকে আমজাদ পোদ্দার এর নেতৃত্বে ৪০-৫০জন আলাদাভাবে এসেছি। এ কারণে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। আমাদের উপর অতর্কিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি হামলাকারীদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণের জোড় দাবি জানাচ্ছি।

এ বিষয়ে বরিশাল জেলা (উত্তর) যুবদলের আহবায়ক সালাউদ্দিন পিপলু বলেন, এ ধরনের হামলা মারধরের কোন খবর আমার জানা নেই।

আহত আমজাদ পোদ্দার সহ অন্যরা জানায়, সালাউদ্দিন পিপলু এলাকায় সন্ত্রাসী চাঁদাবাজী, টেন্ডারবাজি সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

এদিকে আহত চারজন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ঘটনায় মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন আমজাদ পোদ্দার।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

বিএনপি নিয়ে আরও পড়ুন

নীলফামারী জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ভেঙ্গে দিয়ে ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

১১ ঘণ্টা আগে

সালাউদ্দিন পিপলু এলাকায় সন্ত্রাসী চাঁদাবাজী, টেন্ডারবাজি সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণের দাবি

১২ ঘণ্টা আগে

শহরের খুলনা রোড মোড়ে আসিফ চত্বরে বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে ও বিভিন্ন রাজনৈতিক দলের অংশ গ্রহণে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়

১৩ ঘণ্টা আগে

মবোক্রেসি, হত্যা, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি ইত্যাদি অপরাধ মূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে। এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলি অযোগ্যতা এবং নির্লিপ্ততা পরিস্থিতিকে আরও অবনতির দিকে নিয়ে যাচ্ছে। সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা গণমাধ্যমে শুধুই কথাই বলছেন কিন্তু কার্যকরী পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছেন

১৩ ঘণ্টা আগে