ছাত্রদলকে ঠেকাতে মব তৈরির অভিযোগ

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী অভিযোগ করেন, “এই ডাকসু নির্বাচনে যাতে ছাত্রদল মনোনয়নপত্র কিনতে না পারে সেজন্য মব তৈরি করে বাধা দেয়া হচ্ছে, সেখানে মব সৃষ্টি করা হল কেন।”

ড. ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকতে কেন এ ধরনের পরিবেশ সৃষ্টি হল সে প্রশ্ন রেখেছেন তিনি।

এদিকে নির্বাচন ঘিরে সরগরম হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিপুল উৎসাহ-উদ্দীপনায় ডাকসুর বিভিন্ন পদের জন্য মোট ৫৬৫ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। এ ছাড়া ১৮টি হল সংসদ নির্বাচনে প্রার্থী হতে ফরম সংগ্রহ করেছেন ১ হাজার ২২৬ জন শিক্ষার্থী। ইতোমধ্যে পাঁচটি প্যানেল তাদের প্রার্থিতা ঘোষণা করেছে। বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ নামে একটি প্যানেল দিয়ে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) এবং সাবেক মুখপাত্র উমামা ফাতেমার নেতৃত্বে স্বতন্ত্র একটি প্যানেল নির্বাচনে অংশ নিচ্ছে। ইসলামি ছাত্রশিবির তাদের ২৮ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। এই প্যানেলে সহসভাপতি (ভিপি) পদে আবু সাদিক কায়েম এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে এস এম ফরহাদকে মনোনয়ন দেওয়া হয়েছে। অন্যদিকে, বাম গণতান্ত্রিক ছাত্রজোট তাদের আংশিক প্যানেল ঘোষণা করেছে, যেখানে ভিপি পদে শেখ তাসনিম আফরোজ (ইমি) এবং জিএস পদে মেঘমল্লার বসু লড়ছেন। এদিকে আবিদুল ইসলাম খান আবিদ সহ-সভাপতি (ভিপি) ও শেখ তানভীর বারী হামিম সাধারণ সম্পাদক (জিএস) পদে ছাত্রদলের প্রার্থী হিসাবে মনোনয়ন পেতে পারেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও এনসিপি নেতা মাহিন সরকারকে সঙ্গে নিয়ে ডিইউ ফার্স্ট’ প্যানেল ঘোষণা করেছে। স্বাধীন বাংলাদেশে ছাত্রসংসদের আহ্বায়ক জামালুদ্দীন মুহাম্মাদ খালিদ। এ প্যানেল থেকে সহ-সভাপতি (ভিপি) পদে জামালুদ্দীন মুহাম্মাদ খালিদ, সাধারণ সম্পাদক (জিএস) পদে মো. মাহিন সরকার লড়বেন। এছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে (এজিএস) পদে লক্ষ্মীপুর জেলা ছাত্রছাত্রী কল্যাণ সমিতির সভাপতি ফাতেহা শারমিন এ্যানি প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে। ছাত্রদলের নেতারা জানান, আবিদুল ইসলাম খান ও তানভীর বারী হামিমের নেতৃত্বে যে কোন সময় ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা হতে পারে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, সংগঠনটির ভেতরে সম্ভাব্য প্রার্থী বাছাই নিয়ে আলোচনা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তই হবে চূড়ান্ত। ছাত্রদল থেকে ভিপি প্রার্থী বিএম কাউসার জানান, ছাত্রদল বিপুল ভোটে জয়লাভ করে ডাকসুতে নেতৃত্ব দেবে। ২৮টি পদের বিপরীতে ছাত্রদলের প্রায় ৪০০ প্রার্থী রয়েছেন। যোগ্যতায় কেউ কারও থেকে পিছিয়ে নেই। সে কারণে প্রার্থী চূড়ান্ত হতে কিছুটা বিলম্ব হচ্ছে।

ডাকসু নির্বাচনে বাম গণতান্ত্রিক ছাত্র জোটের ভিপি পদপ্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমির একটি পুরনো ভিডিও নিয়ে প্রশ্ন করায় মেজাজ হারান একই প্যানেলের জিএস প্রার্থী ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মেঘমল্লার বসু। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে ঢাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘটনা ঘটে। ২০১৯ সালে ডাকসুতে নির্বাচিত হওয়ার পর ইমিকে এক টকশো-তে পতিত স্বৈরশাসক খুনি শেখ হাসিনার প্রশংসায় গদগদ হতে দেখা গেছে। শুধু তাই নয়, হাসিনাকে আজীবন ডাকসু সদস্য হিসেবে দেখতে চাওয়ার মনোবাসনা প্রকাশ করেছিলেন তিনি। এবার বাম জোটের হয়ে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইমি, তাই পুরনো পোস্টটি আবার সংবাদমাধ্যমের নজরে আসে। এই বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে মেঘমল্লার বসু বলেন, এটা নিয়ে যদি প্রশ্ন করতে চান, সেটা করতে পারেন, কিন্তু এই প্রেস কনফারেন্সের পর। ইমি ক্যাম্পাসেই আছেন, ব্যক্তিগতভাবে তার কাছে প্রশ্ন করতে পারেন। আমরা সেন্ট্রাল বিষয়ের সংবাদ সম্মেলনে এ বিষয়ে আলোচনা করতে চাই না।

ডাকসু নির্বাচনে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরে পূর্ণাঙ্গ প্যানেলে সংগঠনটি ভিপি হিসাবে কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ঢাবি শাখার সাবেক সাধারণ সম্পাদক আবু সাদিক কায়েম এবং জিএস পদে ঢাবি শাখার বর্তমান সভাপতি এসএম ফরহাদ মনোনয়ন পেয়েছেন এবং এজিএস পদে ঢাবি শাখার সেক্রেটারি মহিউদ্দিন খান নির্বাচন করবেন।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে চিফ রিটার্নিং কর্মকর্তার অফিসের সামনে এক সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা করেন ছাত্রশিবির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম। প্যানেলে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে রয়েছেন ইকবাল হায়দার, কমনরুম, রিডিংরুম ও কাফেটেরিয়া সম্পাদক পদে উম্মে সালমা এবং আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক পদে খান জসীম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে রয়েছেন নুরুল ইসলাম সাব্বির, ক্রীড়া সম্পাদক পদে আরমান হোসেন, ছাত্র পরিবহণ সম্পাদক পদে আসিফ আব্দুল্লাহ এবং সমাজসেবা সম্পাদক পদে প্রার্থী হয়েছেন শরিফুল ইসলাম মুয়াজ। এছাড়া গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে ঢাবি শিবিরের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসাইন খান, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে মাজহারুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে আব্দুল্লাহ আল মিনহাজ এবং মানবাধিকার ও আইনবিষয়ক সম্পাদক পদে সাখাওয়াত জাকারিয়া। ঘোষিত প্যানেলে আরও ১৩টি সদস্য পদ রাখা হয়েছে। সদস্য পদে রয়েছেন সর্বমিত্র চাকমা, ইমরান হোসাইন, বেলাল হোসেন অপু, জয়েন উদ্দিন সরকার তন্ময়, মিফতাহুল হোসাইন আল মারুফ, মাজহারুল ইসলাম মুজাহিদ, রাইসুল ইসলাম, সাবিকুন নাহার তামান্না, শাহিউর রহমান, আফসানা আক্তার, আবদুল্লাহ আল মাহমুদ, রায়হান উদ্দিন ও আনাস বিন মনির। শিবিরের এই প্যানেলে স্থান পেয়েছেন চার নারী শিক্ষার্থী, জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থী এবং একজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী সর্ব মিত্র চাকমা। শিবিরের সঙ্গে জোটবদ্ধ হওয়ায় অনেকেই সর্ব মিত্রের সমালোচনা করছেন। গণমাধ্যমের সামনে এই সমালোচনার জবাব দিয়েছেন তিনি। ডাকসু ২০২৫ নির্বাচনকে কেন্দ্র করে আমরা একটা জোট করেছি। সে নির্বাচনী জোটের নাম আমরা দিয়েছি ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’। এখানে বিভিন্ন মতাদর্শের, বিভিন্ন সংস্কৃতির, বিভিন্ন ধারণার মাধ্যমে একত্র হয়েছি। মূলত আমরা স্পেসিফিক কয়েকটা বিষয় একমত হয়েছি, কয়েকটা বিষয়ে কাজ করতে চাই। আমরা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করব এবং শিক্ষার্থীদের প্রাপ্য যে বেসিক নিডসগুলো আছে, তাদের যে অধিকারগুলো আছে সেগুলো আদায়ে কাজ করব। সর্ব মিত্র বলেন, ১০৪ বছর হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের। কিন্তু এখনও পর্যন্ত আমাদের সেমিনার করতে হয়, ‘কেমন ঢাকা বিশ্ববিদ্যালয় চাই’। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় শতবর্ষ পার হয়েও শিক্ষার্থীদের বেসিক নিডসগুলো, আবাসন সংকট, মানসম্মত খাদ্যের ঘাটতি, অনেক অনেক অনেক প্রবলেম! রিসেন্টলি আমাদের যে স্বাস্থ্যবিমা নামে একটা প্রহসন আছে, সেই কারণে চিকিৎসার অভাবে একজন নারী শিক্ষার্থীর মৃত্যু ঘটেছে।

প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন এক ব্রিফিংয়ে বলেন, ১২ থেকে ১৮ আগস্ট পর্যন্ত গত এক সপ্তাহে ডাকসুর বিভিন্ন পদে মোট ৫৬৫ জন শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সর্বশেষ নির্বাচনে ডাকসুর কেন্দ্রীয় সংসদে ভিপি, জিএসসহ পদ ছিল ২৫টি। এবার নতুন তিনটি পদ যুক্ত করায় মোট পদ হয়েছে ২৮টি। তবে হল সংসদে পদসংখ্যা আগের মতো ১৩টি করেই থাকছে।

হল সংসদের মনোনয়নের বিষয়ে প্রধান রিটার্নিং কর্মকর্তা বলেন, ১৮টি হলে বিভিন্ন পদে মোট ১ হাজার ২২৬ জন শিক্ষার্থী মনোনয়নপত্র নিয়েছেন। এর মধ্যে সলিমুল্লাহ মুসলিম হলে ৭১ জন, শহীদুল্লাহ হলে ৯৭ জন, জগন্নাথ হলে ৬৬ জন, ফজলুল হক মুসলিম হলে ৭৮ জন, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ৯৩ জন, বেগম রোকেয়া হলে ৪৬ জন, সূর্যসেন হলে ৯০ জন, মুহসীন হলে ৭৪ জন, শামসুন্নাহার হলে ৩৭ জন, জসীমউদ্দীন হলে ৭৪ জন, জিয়াউর রহমান হলে ৮৭ জন, শেখ মুজিবুর রহমান হলে ৬৯ জন, কুয়েত মৈত্রী হলে ২৯ জন, ফজিলাতুন্নেছা মুজিব হলে ৩০ জন, অমর একুশে হলে ৮৪ জন, সুফিয়া কামাল হলে ৪০ জন, বিজয় একাত্তর হলে ৮৮ জন, স্যার এ এফ রহমান হলে ৭৩ জন মনোনয়নপত্র নিয়েছেন। আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ‘আজকে আচরণবিধি লঙ্ঘনের কোনো তথ্য আমরা পাইনি। প্রার্থীরা আচরণবিধি মেনে একসঙ্গে পাঁচজন করে এসে মনোনয়নপত্র নিয়েছে। কেউ কেউ একা এসে নিয়েছে। লবিতে হয়ত হঠাৎ করে কেউ মিছিল করে থাকতে পারে। তবে আমরা সঙ্গে সঙ্গে সেটা নিষেধ করেছি। সেটি তারা মেনেছে।’

ডাকসুর তফশিল অনুযায়ী, যাচাই-বাছাই শেষে ২১ আগস্ট বেলা একটায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ইতিমধ্যে ডাকসু এবং হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। চূড়ান্ত তালিকায় মোট ভোটার ৩৯ হাজার ৭৭৫ জন। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭১ জন ও ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন।

এদিকে মনোনয়ন পত্র বিতরণের শেষ মুহূর্তে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে প্রকৃত ঘটনা যাচাই, মূল্যায়ন ও সুপারিশ প্রদানের জন্য বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. রবিউল ইসলামকে আহ্বায়ক করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

কমিটির বাকি সদস্যরা হলেন, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ এস এম আরিফ মাহমুদ, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. এ কে এম নূর আলম সিদ্দিকী ও সহকারী প্রক্টর আতিয়া সানজিদা শর্মী।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

বিএনপি নিয়ে আরও পড়ুন

দীর্ঘদিন ধরে রাজনৈতিক সীমাবদ্ধতার কারণে যেমন নেতারা স্বাধীনভাবে কথা বলতে পারেননি, তেমনি সাংবাদিকরাও সব সত্য প্রকাশ করতে পারেননি। তাই একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন এখন জরুরি

৩৬ মিনিট আগে

একটি পক্ষ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চেষ্টা করছি। জাতীয় পার্টির উপর ভর করে আওয়ামীলীগের পুনর্বাসন কোনোভাবে মেনে নেওয়া হবে না। জাতীয় পার্টি দেশে ফ্যাসিস্টদের দোসর হিসেবে কাজ করেছে দীর্ঘদিন যাবৎ। আমরা অতিদ্রুত জাতীয় পার্টির নিষিদ্ধ চাই। নাহলে সারা দেশে কঠোর কর্মসূচি পালন করা হবে

১ ঘণ্টা আগে

নুরসহ নেতাকর্মীদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল করেছে গণ অধিকার পরিষদ পঞ্চগড় জেলা শাখা

২ ঘণ্টা আগে

নুরুল হক নূর গণমানুষের কণ্ঠস্বর। তাঁর ওপর হামলা শুধু ব্যক্তি আক্রমণ নয়, এটি জনগণের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত

৩ ঘণ্টা আগে