ইসির সঙ্গে বৈঠকে জামায়াত

প্রতিনিধি
অনলাইন ডেস্ক
Thumbnail image
এক যুগ পর বৃস্পতিবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামী

সংস্কারের উদ্যোগ আর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি জানতে এক যুগ পর নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নির্বাচন কমিশনারদের সঙ্গে জামায়াতে ইসলামীর এ বৈঠক শুরু হয়েছে বৃহস্পতিবার সকাল ১০টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনসহ অন্য কমিশনাররা রয়েছেন এ বৈঠকে। দলটির নেতৃত্ব দেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এর আগে ৯ ফেব্রুয়ারি বিএনপির একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বৃহস্পতিবার সকালে নির্বাচন ভবনে যায়। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আযাদসহ মোট ছয়জন আছে এই প্রতিনিধিদলে আছেন।

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, চার নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার, আবদুর রহমানেল মাসুদ, তাহমিদা আহমদ ও আবুল ফজল মো. সানাউল্লাহ এবং ইসি সচিব আখতার আহমেদ বৈঠকে উপস্থিত রয়েছেন।

২০১৩ সালে নিবন্ধন বাতিলের পর নির্বাচন কমিশনের সঙ্গে জামায়াতের প্রথম কোনো বৈঠক হচ্ছে। এর আগে দলটির নিবন্ধন থাকা অবস্থায় বার্ষিক অডিট রিপোর্ট দিতে ইসি সচিবালয়ে গিয়েছিলেন জামায়াত প্রতিনিধিরা।

বৈঠক শুরুর আগে মিয়া গোলাম পরওয়ার সাংবাদিকদের বলেন, ‘আমরা নির্বাচন কমিশনে এসেছি। প্রধান নির্বাচন কমিশনারসহ কমিশনারদের সঙ্গে কথা বলব। আমাদের বক্তব্য তাদের জানাব। পরে গণমাধ্যমের সঙ্গেও আমরা কথা বলব।’

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জামায়াতে ইসলামী নিয়ে আরও পড়ুন

ভোটের অধিকার আদায়ের জন্যই বাংলাদেশের মানুষ দীর্ঘ সংগ্রাম আন্দোলন করেছে বলে মন্তব্য করেছেন এনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান । বলেন, ভোটের অধিকার নিশ্চিত হলেই জনগণের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব হবে।

১২ ঘণ্টা আগে

নাহিদ ইসলামকে ট্যাগ করে দেওয়া পোস্টে সারজিস আলম লিখেছেন, ‘এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরী পার। রাজপথে স্বাগতম সহযোদ্ধা।’

১৭ ঘণ্টা আগে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ে গঠিত শিক্ষার্থীদের নতুন দলের ঘোষণার দিন তারিখ ঠিক করা হয়েছে। আগামী শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন দলের ঘোষণা দেওয়া হবে।

১ দিন আগে

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তর্ক-বিতর্ক করার মাধ্যমে এমন পরিস্থিতি করা যাবে না যাতে দেশের ক্ষতি হয় বা বিরোধীরা সুযোগ পায়। দেশ যে সর্বনাশের খাদে পৌঁছে গেছে তা থেকে উত্তরণে ভোটের অধিকার প্রতিষ্ঠা করা জরুরি বলে মন্তব্য করে তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিরাই মানুষের গণতান

১ দিন আগে