নিজস্ব প্রতিবেদক
সরকার ব্যর্থ হওয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই ঘোষণাপত্র প্রকাশ করবে বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, সরকারের জুলাই ঘোষণাপত্র দেওয়ার প্রতিশ্রুত মেয়াদ শেষ হয়েছে। সরকারের জায়গা থেকে কোনো পদক্ষেপ দেখিনি। সরকার ব্যর্থ হয়েছে।
রোববার (২৯ জুন) সকালে রাজধানীর বাংলামোটরে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
নাহিদ ইসলাম বলেন, ৩ আগস্ট ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্রের কর্মসূচি অনুষ্ঠিত হবে। আপনারা জানেন, জুলাই ঘোষণাপত্র সরকারের দেওয়ার কথা ছিল। ৩০ কার্যদিবসের কথা বলা হয়েছিল। সেই ৩০ কার্যদিবস পার হয়ে গেছে; কিন্তু সরকারের কোনো ধরনের উদ্যোগ আমরা দেখিনি। জুলাই ঘোষণাপত্রের দাবি এসেছিল এই অভ্যুত্থানকারী ছাত্র নেতৃত্বের পক্ষ থেকে। জুলাইয়ের ঐতিহাসিক প্রেক্ষাপট, সাংবিধানিক স্বীকৃতি, শহীদদের মর্যাদা ইত্যাদি নিশ্চিত করার জন্য এই জুলাই ঘোষণাপত্র প্রয়োজন। এই অভ্যুত্থান ছাত্র জনতা করেছেন। আমরা ৩ আগস্ট ছাত্র জনতাকে সাথে নিয়ে এই জুলাই ঘোষণাপত্রের ইশতেহার কর্মসূচি রাখছি।
এ সময় জুলাই গণআন্দোলনের এক বছর পূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন কর্মসূচির কথা উল্লেখ করেন নাহিদ ইসলাম।
তিনি জানান, ১-৩০ জুলাই পর্যন্ত সারা দেশব্যাপী জুলাই পদযাত্রা করবে এনসিপি। ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ নামে তারা এই পদযাত্রা করবে।
তিনি জানান, ১ জুলাই আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে ৬৪ জেলায় জুলাই পদযাত্রা শুরু করবে এনসিপি।
নাহিদ আরও জানান, ১৬ জুলাই বৈষম্যবিরোধী শহীদ দিবস পালন করবে এনসিপি।
এনসিপি ৫ আগস্টকে ছাত্র জনতার মুক্তি দিবস হিসেবে উদযাপন করবে বলে জানান নাহিদ ইসলাম।
বে।’
সরকার ব্যর্থ হওয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই ঘোষণাপত্র প্রকাশ করবে বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, সরকারের জুলাই ঘোষণাপত্র দেওয়ার প্রতিশ্রুত মেয়াদ শেষ হয়েছে। সরকারের জায়গা থেকে কোনো পদক্ষেপ দেখিনি। সরকার ব্যর্থ হয়েছে।
রোববার (২৯ জুন) সকালে রাজধানীর বাংলামোটরে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
নাহিদ ইসলাম বলেন, ৩ আগস্ট ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্রের কর্মসূচি অনুষ্ঠিত হবে। আপনারা জানেন, জুলাই ঘোষণাপত্র সরকারের দেওয়ার কথা ছিল। ৩০ কার্যদিবসের কথা বলা হয়েছিল। সেই ৩০ কার্যদিবস পার হয়ে গেছে; কিন্তু সরকারের কোনো ধরনের উদ্যোগ আমরা দেখিনি। জুলাই ঘোষণাপত্রের দাবি এসেছিল এই অভ্যুত্থানকারী ছাত্র নেতৃত্বের পক্ষ থেকে। জুলাইয়ের ঐতিহাসিক প্রেক্ষাপট, সাংবিধানিক স্বীকৃতি, শহীদদের মর্যাদা ইত্যাদি নিশ্চিত করার জন্য এই জুলাই ঘোষণাপত্র প্রয়োজন। এই অভ্যুত্থান ছাত্র জনতা করেছেন। আমরা ৩ আগস্ট ছাত্র জনতাকে সাথে নিয়ে এই জুলাই ঘোষণাপত্রের ইশতেহার কর্মসূচি রাখছি।
এ সময় জুলাই গণআন্দোলনের এক বছর পূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন কর্মসূচির কথা উল্লেখ করেন নাহিদ ইসলাম।
তিনি জানান, ১-৩০ জুলাই পর্যন্ত সারা দেশব্যাপী জুলাই পদযাত্রা করবে এনসিপি। ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ নামে তারা এই পদযাত্রা করবে।
তিনি জানান, ১ জুলাই আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে ৬৪ জেলায় জুলাই পদযাত্রা শুরু করবে এনসিপি।
নাহিদ আরও জানান, ১৬ জুলাই বৈষম্যবিরোধী শহীদ দিবস পালন করবে এনসিপি।
এনসিপি ৫ আগস্টকে ছাত্র জনতার মুক্তি দিবস হিসেবে উদযাপন করবে বলে জানান নাহিদ ইসলাম।
বে।’
বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা জামায়াতে ইসলামীর সাথে মিলে দাবি করছে জুলাই সনদের উপর নির্বাচন হতে হবে। ৭২-এর সংবিধান ছুড়ে ফেলে দিতে হবে। এ জাতীয় কথা সম্পূর্ণ অবাস্তব। কারণ জুলাই সনদ সংবিধান থেকে বড় নয়
৩ ঘণ্টা আগেআমার জ্বলন ওইখানেই, যারা ২৪ শে বিজয়ী হয়েছে, তারা যদি এখন এইভাবে ব্যর্থ হয়, ভবিষ্যতে যদি কেউ স্বৈরাচার হয়, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য সাধারণ মানুষ এগিয়ে আসবে না। সেটা আমার ভয়। সেইজন্য তাদের সফল হওয়া উচিত ছিল। আমার বাড়ি ধ্বংস করে দিয়ে যদি দেশে শান্তি হয় আমি তাতেই রাজি
২০ ঘণ্টা আগেদলীয় শৃঙ্খলা ভঙের কারণে আগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সুমনকে নরসিংদী শহর যুবদলের আহ্বায়ক পদ থেকে বহিষ্কার করে। পরে তাকে নরসিংদী জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক পদে পদায়ন করা হয়, যা গঠনতন্ত্রের পরিপন্থি হিসেবে কেন্দ্র গণ্য করেছে
১ দিন আগেসম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক একরামুল হক কিরন, প্রধান বক্তা হিসেবে ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরোশ উল আজম বসুনিয়া
১ দিন আগেবৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা জামায়াতে ইসলামীর সাথে মিলে দাবি করছে জুলাই সনদের উপর নির্বাচন হতে হবে। ৭২-এর সংবিধান ছুড়ে ফেলে দিতে হবে। এ জাতীয় কথা সম্পূর্ণ অবাস্তব। কারণ জুলাই সনদ সংবিধান থেকে বড় নয়
আমার জ্বলন ওইখানেই, যারা ২৪ শে বিজয়ী হয়েছে, তারা যদি এখন এইভাবে ব্যর্থ হয়, ভবিষ্যতে যদি কেউ স্বৈরাচার হয়, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য সাধারণ মানুষ এগিয়ে আসবে না। সেটা আমার ভয়। সেইজন্য তাদের সফল হওয়া উচিত ছিল। আমার বাড়ি ধ্বংস করে দিয়ে যদি দেশে শান্তি হয় আমি তাতেই রাজি
দলীয় শৃঙ্খলা ভঙের কারণে আগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সুমনকে নরসিংদী শহর যুবদলের আহ্বায়ক পদ থেকে বহিষ্কার করে। পরে তাকে নরসিংদী জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক পদে পদায়ন করা হয়, যা গঠনতন্ত্রের পরিপন্থি হিসেবে কেন্দ্র গণ্য করেছে
সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক একরামুল হক কিরন, প্রধান বক্তা হিসেবে ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরোশ উল আজম বসুনিয়া