ফিলিস্তিনে বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ

প্রতিনিধি
বাগেরহাট
Thumbnail image
ছবি: সংগৃহীত

গাজায় ফিলিস্তিনিদের ওপর চলমান বর্বরোচিত হামলার প্রতিবাদে বাগেরহাটে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ছাত্র সংগঠনের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে সর্বস্তরের ছাত্র ও জনতা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্থানীয় তরুণ সমাজ ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা গাজায় ইসরায়েলের নৃশংস হামলার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে তা বন্ধের দাবি জানান। বক্তারা বলেন, ‘ফিলিস্তিনে যা হচ্ছে তা মানবতার বিরুদ্ধে অপরাধ। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এই হত্যাযজ্ঞ বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া।’

সমাবেশ শেষে বিশ্ব মুসলমানের শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলায়ও রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর পক্ষ থেকে পৃথকভাবে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে।

বিক্ষোভে অংশগ্রহণকারীরা ইসরায়েলি পণ্য বর্জনের অঙ্গীকার করেন এবং জনগণকে দেশীয় ও বিকল্প পণ্য ব্যবহারের আহ্বান জানান। অনেক স্থানেই ‘বর্জন করুন ইসরায়েলি পণ্য’—এই স্লোগান লেখা প্ল্যাকার্ড ও ব্যানার দেখা যায়।

গাজায় ইসরায়েলি সামরিক অভিযানে অসংখ্য নারী ও শিশুসহ হাজারো নিরীহ মানুষের প্রাণহানি ঘটছে। সেই প্রেক্ষিতে বাংলাদেশের বিভিন্ন স্থানের মতো বাগেরহাটেও ফিলিস্তিনের মুক্তিকামি মানুষের পাশে দাড়ানো হয়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ফিলিস্তিন-ইসরায়েল সংকট নিয়ে আরও পড়ুন

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক আজ শুক্রবার (২৫ এপ্রিল) ধানমন্ডি আবাসিক এলাকায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

২ দিন আগে

সারাদেশে বলির পাঠা হতে যাচ্ছেন বিসিএস এডমিন ক্যাডারের কিছু নির্বাহী ম্যাজিস্ট্রেট (জুনিয়র)। সোমবার নরসিংদীর নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম গ্রেফতার হওয়ার পর এমন শঙ্কাই করছেন তারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ১৮ জুলাই ২০২৪ সালে নরসিংদীতে পুলিশের গুলিতে শহীদ হন দশম শ্রেণির শিক্ষার্থী তাহমিদ ভুঁইয়

১২ দিন আগে

কারিগরি ত্রুটির কারণে ভারতের ঝাড়খন্ড রাজ্যের গোড্ডায় নির্মিত আদানি গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায় শুক্রবার (১১ এপ্রিল) রাতে। এর ১৭ ঘণ্টা পর শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যা সোয়া ছয়টায় একটি ইউনিট থেকে আবার বিদ্যুৎ উৎপাদন শুরু হয়।

১৫ দিন আগে

ফিলিস্তিনের জন্য কাঁদলেন রাজধানী ঢাকা। সোহরাওয়ার্দী উদ্যানে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অশং নিয়ে ফিলিস্তিনের জন্যকাঁদলেন লাখো মানুষ। ফিলিস্তিনের স্বাধীনতা ও শান্তি কামনায় করা বিশেষ মোনাজাতে অংশ নেওয়া লাখো মানুষের চোখে ছিল অশ্রু।

১৫ দিন আগে