খুলনা

উপকূলজুড়ে দীর্ঘদিন ধরে বাড়ছে অল্প বয়সে জরায়ু কেটে ফেলার প্রবণতা। লবণাক্ত পানি, দারিদ্র্য, মাসিক স্বাস্থ্যসচেতনতায় ঘাটতি, অপচিকিৎসা ও ক্লিনিক–দালাল সিন্ডিকেট মিলে পরিস্থিতি যেন নীরব স্বাস্থ্যবিপর্যয়ে রূপ নিয়েছে।
তদন্তে দেখা যায়, ২৫–৩৫ বছরের নারীদের মধ্যে জরায়ু অপারেশনের হার অস্বাভাবিকভাবে বেড়েছে। গ্রামে গ্রামে বহু পরিবারে একাধিক নারী জরায়ু হারিয়েছেন। স্থানীয় অনেক ক্লিনিক ভুল পরামর্শ দিয়ে দ্রুত জরায়ু অপারেশনের দিকে ঠেলে দিচ্ছে রোগীদের।

লবণাক্ত পানি নারীদের সংক্রমণ, হরমোনের ভারসাম্যহীনতা ও টিস্যুর ক্ষয় বাড়িয়ে দিচ্ছে। অপারেশনের পর নারীরা স্থায়ী দুর্বলতা, মানসিক চাপ ও যৌনজটিলতায় ভুগছেন।
কয়রার ১৮ বছরের রুবিনার ভাষায়—
“ন্যাপকিন কিনতে পারি না, লোনা পানিতে পুরোনো কাপড় ধুই। দুই দিনের মাথায় জ্বালা–চুলকানি শুরু হয়।”
গ্রামগুলোতে এখনো ৭০% নারী পুরোনো কাপড় ব্যবহার করেন, যা ধোয়া হয় লবণাক্ত পানিতে। অধিকাংশই মাসিক নিয়ে কথা বলতে সংকোচ বোধ করেন। কিশোরীদের মধ্যে সংক্রমণ, ব্যথা ও লজ্জায় স্কুলছুটের হারও বাড়ছে।
সাতক্ষীরার ধুমঘাট গ্রামের খাদিজা বেগমের বয়স এখন ৩৫। মাত্র ৩২ বছরেই জরায়ু কেটে ফেলতে হয়েছে। এখনো ব্যথায় হাঁটতেই কষ্ট হয়। তার গল্প আলাদা নয়—এটাই এখন উপকূলের নারীদের সাধারণ বাস্তবতা।
BWDB-এর Salinity Monitoring Report ২০২৩ অনুযায়ী গত ২৫ বছরে নদীর লবণাক্ততা বেড়েছে ২৭%।
DPHE Water Quality Report বলছে, সাতক্ষীরার গভীর নলকূপের TDS WHO মানের দ্বিগুণ।
নারীরা প্রতিদিন মাথায় কলসি নিয়ে হাঁটেন ২–৫ কিমি মিঠে পানির জন্য। নোনা পানি শরীরের প্রাকৃতিক ব্যাকটেরিয়া ধ্বংস করে সংক্রমণ, ব্যথা, ঋতুচক্রে অস্থিরতা ও গর্ভাবস্থায় জটিলতা বাড়ায়।

জরায়ু অপারেশন—ভয়ংকর পরিসংখ্যান
DGHS (২০১৯–২০২৩) অনুযায়ী—
মোট ১৯,৫৯৪ নারী পাঁচ বছরে জরায়ু হারিয়েছেন।
এর মধ্যে ৬৫% নারীর বয়স ৩০–৪০ বছরের মধ্যে। উল্লেখযোগ্য অংশের অপারেশন হয়েছে যথাযথ পরীক্ষা ছাড়াই।
গর্ভপাত ও নবজাতকের সংকট
icddr,b জানায়, উপকূলে গর্ভপাতের হার ২২%, জাতীয় গড়ের প্রায় দ্বিগুণ।
খুলনার কয়রায় এ হার ২৫%।
UNICEF–BNPS অনুযায়ী লবণাক্ত এলাকায়—
মা–শিশুর স্বাস্থ্য দু’জনই লবণাক্ততার আঘাতে ক্ষতবিক্ষত।
পানির জন্য পায়ে মাইল মাইল
IMED রিপোর্ট (২০২৩) বলছে—

কয়রার আমিনা বলেন—
“গর্ভের সময়ও ৪ কিলোমিটার হাঁটতে হয়েছে। পানি না আনলে খাওয়াই হতো না।”
দাকোপে ৭৯ হাজার নারীর জন্য একজনও গাইনি বিশেষজ্ঞ নেই। শ্যামনগরে ১.৫ লাখ নারীর জন্য মাত্র একজন বিশেষজ্ঞ। ফলে অধিকাংশ নারী প্রথমে যান ফার্মেসি, দালাল বা অনিয়ন্ত্রিত ক্লিনিকে—যা রোগকে করে আরও জটিল।
জলবায়ু দুর্যোগ পরিস্থিতি আরও খারাপ করছে। ১৯৯১ থেকে ২০২৪ পর্যন্ত উপকূলে আঘাত করেছে ২৫টি ঘূর্ণিঝড়।
CEGIS জানায়, প্রতিটি জলোচ্ছ্বাসের পর লবণাক্ততা বাড়ে ২০–৩০%, মিঠা পানির উৎস নষ্ট হয় দ্রুত।
সরকারি প্রকল্প ব্যর্থ—নারীরা আরও অসহায়
রেইনওয়াটার হারভেস্টিং ও স্বাস্থ্যসচেতনতার প্রকল্প মাঠপর্যায়ে কার্যকর হয়নি।
IMED জানায়—
স্থানীয়দের ভাষায়—
“প্রকল্প আছে, কাজ নেই।”
সুন্দরবন এলাকার পরিবেশকর্মী এড. বাবুল হাওলাদার বলেন—
“উপকূলের নারীরা জলবায়ু সংকটের ফ্রন্টলাইন যোদ্ধা। এখনই পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ প্রজন্মও বিপর্যস্ত হবে।”

উপকূলজুড়ে দীর্ঘদিন ধরে বাড়ছে অল্প বয়সে জরায়ু কেটে ফেলার প্রবণতা। লবণাক্ত পানি, দারিদ্র্য, মাসিক স্বাস্থ্যসচেতনতায় ঘাটতি, অপচিকিৎসা ও ক্লিনিক–দালাল সিন্ডিকেট মিলে পরিস্থিতি যেন নীরব স্বাস্থ্যবিপর্যয়ে রূপ নিয়েছে।
তদন্তে দেখা যায়, ২৫–৩৫ বছরের নারীদের মধ্যে জরায়ু অপারেশনের হার অস্বাভাবিকভাবে বেড়েছে। গ্রামে গ্রামে বহু পরিবারে একাধিক নারী জরায়ু হারিয়েছেন। স্থানীয় অনেক ক্লিনিক ভুল পরামর্শ দিয়ে দ্রুত জরায়ু অপারেশনের দিকে ঠেলে দিচ্ছে রোগীদের।

লবণাক্ত পানি নারীদের সংক্রমণ, হরমোনের ভারসাম্যহীনতা ও টিস্যুর ক্ষয় বাড়িয়ে দিচ্ছে। অপারেশনের পর নারীরা স্থায়ী দুর্বলতা, মানসিক চাপ ও যৌনজটিলতায় ভুগছেন।
কয়রার ১৮ বছরের রুবিনার ভাষায়—
“ন্যাপকিন কিনতে পারি না, লোনা পানিতে পুরোনো কাপড় ধুই। দুই দিনের মাথায় জ্বালা–চুলকানি শুরু হয়।”
গ্রামগুলোতে এখনো ৭০% নারী পুরোনো কাপড় ব্যবহার করেন, যা ধোয়া হয় লবণাক্ত পানিতে। অধিকাংশই মাসিক নিয়ে কথা বলতে সংকোচ বোধ করেন। কিশোরীদের মধ্যে সংক্রমণ, ব্যথা ও লজ্জায় স্কুলছুটের হারও বাড়ছে।
সাতক্ষীরার ধুমঘাট গ্রামের খাদিজা বেগমের বয়স এখন ৩৫। মাত্র ৩২ বছরেই জরায়ু কেটে ফেলতে হয়েছে। এখনো ব্যথায় হাঁটতেই কষ্ট হয়। তার গল্প আলাদা নয়—এটাই এখন উপকূলের নারীদের সাধারণ বাস্তবতা।
BWDB-এর Salinity Monitoring Report ২০২৩ অনুযায়ী গত ২৫ বছরে নদীর লবণাক্ততা বেড়েছে ২৭%।
DPHE Water Quality Report বলছে, সাতক্ষীরার গভীর নলকূপের TDS WHO মানের দ্বিগুণ।
নারীরা প্রতিদিন মাথায় কলসি নিয়ে হাঁটেন ২–৫ কিমি মিঠে পানির জন্য। নোনা পানি শরীরের প্রাকৃতিক ব্যাকটেরিয়া ধ্বংস করে সংক্রমণ, ব্যথা, ঋতুচক্রে অস্থিরতা ও গর্ভাবস্থায় জটিলতা বাড়ায়।

জরায়ু অপারেশন—ভয়ংকর পরিসংখ্যান
DGHS (২০১৯–২০২৩) অনুযায়ী—
মোট ১৯,৫৯৪ নারী পাঁচ বছরে জরায়ু হারিয়েছেন।
এর মধ্যে ৬৫% নারীর বয়স ৩০–৪০ বছরের মধ্যে। উল্লেখযোগ্য অংশের অপারেশন হয়েছে যথাযথ পরীক্ষা ছাড়াই।
গর্ভপাত ও নবজাতকের সংকট
icddr,b জানায়, উপকূলে গর্ভপাতের হার ২২%, জাতীয় গড়ের প্রায় দ্বিগুণ।
খুলনার কয়রায় এ হার ২৫%।
UNICEF–BNPS অনুযায়ী লবণাক্ত এলাকায়—
মা–শিশুর স্বাস্থ্য দু’জনই লবণাক্ততার আঘাতে ক্ষতবিক্ষত।
পানির জন্য পায়ে মাইল মাইল
IMED রিপোর্ট (২০২৩) বলছে—

কয়রার আমিনা বলেন—
“গর্ভের সময়ও ৪ কিলোমিটার হাঁটতে হয়েছে। পানি না আনলে খাওয়াই হতো না।”
দাকোপে ৭৯ হাজার নারীর জন্য একজনও গাইনি বিশেষজ্ঞ নেই। শ্যামনগরে ১.৫ লাখ নারীর জন্য মাত্র একজন বিশেষজ্ঞ। ফলে অধিকাংশ নারী প্রথমে যান ফার্মেসি, দালাল বা অনিয়ন্ত্রিত ক্লিনিকে—যা রোগকে করে আরও জটিল।
জলবায়ু দুর্যোগ পরিস্থিতি আরও খারাপ করছে। ১৯৯১ থেকে ২০২৪ পর্যন্ত উপকূলে আঘাত করেছে ২৫টি ঘূর্ণিঝড়।
CEGIS জানায়, প্রতিটি জলোচ্ছ্বাসের পর লবণাক্ততা বাড়ে ২০–৩০%, মিঠা পানির উৎস নষ্ট হয় দ্রুত।
সরকারি প্রকল্প ব্যর্থ—নারীরা আরও অসহায়
রেইনওয়াটার হারভেস্টিং ও স্বাস্থ্যসচেতনতার প্রকল্প মাঠপর্যায়ে কার্যকর হয়নি।
IMED জানায়—
স্থানীয়দের ভাষায়—
“প্রকল্প আছে, কাজ নেই।”
সুন্দরবন এলাকার পরিবেশকর্মী এড. বাবুল হাওলাদার বলেন—
“উপকূলের নারীরা জলবায়ু সংকটের ফ্রন্টলাইন যোদ্ধা। এখনই পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ প্রজন্মও বিপর্যস্ত হবে।”

রাজশাহীর তানোরে পরিত্যক্ত নলকূপের গর্তে পড়ে ৩২ ঘণ্টা পর উদ্ধার করা দুই বছরের শিশু সাজিদ আর বেঁচে নেই। বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে জেলা প্রশাসক আফিয়া আখতার বিষয়টি নিশ্চিত করেন।
১৫ ঘণ্টা আগে
রাজশাহীর তানোরে ৩২ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানের পর জীবিত উদ্ধার হয়েছে দুই বছরের শিশু সাজিদ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত সোয়া ৯টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে একটি গভীর নলকূপের গর্ত থেকে তুলে আনেন। পরে তাকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
১৬ ঘণ্টা আগে
দেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয়তাবাদ, ভোট ও নারীর অধিকার, সাম্য ও ন্যায্যতার জন্য নিজেকে বিলিয়ে দিয়েছেন অকাতরে। মিথ্যে মামলার জালে চার দেয়ালের মাঝে কাটিয়েছেন বছরের পর বছর।
৯ দিন আগে
শেরপুরের রোজবার্গের মালিক হযরত আলীর এলসির কাগজপত্রে জাল-জালিয়াতির বিষয়টি ধরা পড়ে শুরুতেই। পরে সোনালী ব্যাংক পুরো অর্থ আটকে দেয়। খবর পেয়ে তৎপর হয় দুর্নীতি দমন কমিশন। অর্থ আটকে দেওয়ার পরে রোজবার্গ ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে একটি রিট পিটিশন দায়ের করা হয়।
১২ দিন আগেরাজশাহীর তানোরে পরিত্যক্ত নলকূপের গর্তে পড়ে ৩২ ঘণ্টা পর উদ্ধার করা দুই বছরের শিশু সাজিদ আর বেঁচে নেই। বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে জেলা প্রশাসক আফিয়া আখতার বিষয়টি নিশ্চিত করেন।
রাজশাহীর তানোরে ৩২ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানের পর জীবিত উদ্ধার হয়েছে দুই বছরের শিশু সাজিদ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত সোয়া ৯টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে একটি গভীর নলকূপের গর্ত থেকে তুলে আনেন। পরে তাকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলে ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ, লবণাক্ততার বিস্তার ও স্বাস্থ্যঝুঁকি এখন মানুষের নিত্যসঙ্গী। সুন্দরবনের কোলঘেঁষা সাতক্ষীরার শ্যামনগর, খুলনা ও বাগেরহাটজুড়ে নারীদের মধ্যে জরায়ুজনিত জটিলতা, উচ্চ রক্তচাপ, সংক্রমণ ও অকাল জরায়ু অপসারণ ভয়াবহ হারে বাড়ছে।
দেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয়তাবাদ, ভোট ও নারীর অধিকার, সাম্য ও ন্যায্যতার জন্য নিজেকে বিলিয়ে দিয়েছেন অকাতরে। মিথ্যে মামলার জালে চার দেয়ালের মাঝে কাটিয়েছেন বছরের পর বছর।