নিখাদ খবর ডেস্ক
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর ওয়ানডে ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। বুধবার রাতে এক পোস্টে নিজের অবসরের সিদ্ধান্ত দেন এই তারকা। ইংরেজিতে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘আজ থেকে আমি ওয়ানডে ফরম্যাট থেকে আমার অবসর ঘোষণা করছি। আলহামদুলিল্লাহ্, সবকিছুর জন্য। বৈশ্বিক পর্যায়ে আমাদের অর্জন হয়তো সীমিত ছিল, কিন্তু একটা জিনিস নিশ্চিত, যখনই আমি আমার দেশের জন্য মাঠে নেমেছি, নিষ্ঠা ও সততার সঙ্গে একশ ভাগের বেশি দিয়েছি।'
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনেক ভরসা করা হয়েছিল তার ওপর। অভিজ্ঞ ব্যাটার ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে প্রথম বলেই শূন্য রানে আউট হন। রাওয়ালপিন্ডিতে পরের ম্যাচে ৫ বলে ২ রান করে ফেরেন বাজে শটে ক্যাচ দিয়ে।
২০০৬ সালে ওয়ানডে ক্রিকেটে পা রাখা মুশফিক বাংলাদেশের জার্সিতে খেলেছেন ২৭৪ ম্যাচ। ১৯ বছরের ওয়ানডে ক্যারিয়ারে ২৭৪ ম্যাচ খেলেছেন মুশফিক। ৯ সেঞ্চুরি ও ৪৯ ফিফটিতে ৩৬.৪২ গড়ে মোট ৭৭৯৫ রান করা মুশফিক এই সংস্করণে তামিমের পর প্রায় দুই দশকের ওয়ানডে ক্যারিয়ারে বাংলাদেশে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক। তার উপরে আছেন শুধু তামিম ইকবাল।
ওয়ানডে সংস্করণকে বিদায় জানানো মুশফিক ২০২২ সালে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেন। ফলে এখন জাতীয় দলের সাদা জার্সিতেই ৩৭ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটারকে দেখা যাবে। তবে কতদিন পর্যন্ত সাদা পোশাকে জাতীয় দলে তাকে দেখা যাবে, সেটি নিশ্চিত করেননি এই ডানহাতি ব্যাটার।
নিজের বিদায়ী বার্তায় মুশফিকুর রহিম বলেন, ‘আমি আজকে থেকে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরে যাচ্ছি। সবকিছুর জন্য আলহামদুল্লিলাহ। যদিও আন্তর্জাতিক পর্যায়ে আমরা সীমিত সাফল্য পেয়েছি। এর মধ্যে একটাই নির্দিষ্ট ছিল, তা হলো যখন জাতীয় দলের জার্সিতে মাঠে নেমেছি, তখনই আমি আমার শতভাগ দিয়েছি।’
তিনি আরও যোগ করেন, ‘শেষ কয়েক সপ্তাহ আমার জন্য চ্যালেঞ্জিং ছিল। আমি বুঝেছিলাম, এটাই আমার ভাগ্য। আশা করি সৃষ্টিকর্তা আমাদের ক্ষমা করে দেবেন এবং সবাইকে ইমান কবুল করবেন। শেষ বলতে চাই, আমি আমার পরিবার, বন্ধু এবং সমর্থকদের ধন্যবাদ দিচ্ছি। যাদের জন্য শেষ ১৯ বছর ক্রিকেট খেলেছি।’
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর ওয়ানডে ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। বুধবার রাতে এক পোস্টে নিজের অবসরের সিদ্ধান্ত দেন এই তারকা। ইংরেজিতে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘আজ থেকে আমি ওয়ানডে ফরম্যাট থেকে আমার অবসর ঘোষণা করছি। আলহামদুলিল্লাহ্, সবকিছুর জন্য। বৈশ্বিক পর্যায়ে আমাদের অর্জন হয়তো সীমিত ছিল, কিন্তু একটা জিনিস নিশ্চিত, যখনই আমি আমার দেশের জন্য মাঠে নেমেছি, নিষ্ঠা ও সততার সঙ্গে একশ ভাগের বেশি দিয়েছি।'
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনেক ভরসা করা হয়েছিল তার ওপর। অভিজ্ঞ ব্যাটার ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে প্রথম বলেই শূন্য রানে আউট হন। রাওয়ালপিন্ডিতে পরের ম্যাচে ৫ বলে ২ রান করে ফেরেন বাজে শটে ক্যাচ দিয়ে।
২০০৬ সালে ওয়ানডে ক্রিকেটে পা রাখা মুশফিক বাংলাদেশের জার্সিতে খেলেছেন ২৭৪ ম্যাচ। ১৯ বছরের ওয়ানডে ক্যারিয়ারে ২৭৪ ম্যাচ খেলেছেন মুশফিক। ৯ সেঞ্চুরি ও ৪৯ ফিফটিতে ৩৬.৪২ গড়ে মোট ৭৭৯৫ রান করা মুশফিক এই সংস্করণে তামিমের পর প্রায় দুই দশকের ওয়ানডে ক্যারিয়ারে বাংলাদেশে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক। তার উপরে আছেন শুধু তামিম ইকবাল।
ওয়ানডে সংস্করণকে বিদায় জানানো মুশফিক ২০২২ সালে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেন। ফলে এখন জাতীয় দলের সাদা জার্সিতেই ৩৭ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটারকে দেখা যাবে। তবে কতদিন পর্যন্ত সাদা পোশাকে জাতীয় দলে তাকে দেখা যাবে, সেটি নিশ্চিত করেননি এই ডানহাতি ব্যাটার।
নিজের বিদায়ী বার্তায় মুশফিকুর রহিম বলেন, ‘আমি আজকে থেকে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরে যাচ্ছি। সবকিছুর জন্য আলহামদুল্লিলাহ। যদিও আন্তর্জাতিক পর্যায়ে আমরা সীমিত সাফল্য পেয়েছি। এর মধ্যে একটাই নির্দিষ্ট ছিল, তা হলো যখন জাতীয় দলের জার্সিতে মাঠে নেমেছি, তখনই আমি আমার শতভাগ দিয়েছি।’
তিনি আরও যোগ করেন, ‘শেষ কয়েক সপ্তাহ আমার জন্য চ্যালেঞ্জিং ছিল। আমি বুঝেছিলাম, এটাই আমার ভাগ্য। আশা করি সৃষ্টিকর্তা আমাদের ক্ষমা করে দেবেন এবং সবাইকে ইমান কবুল করবেন। শেষ বলতে চাই, আমি আমার পরিবার, বন্ধু এবং সমর্থকদের ধন্যবাদ দিচ্ছি। যাদের জন্য শেষ ১৯ বছর ক্রিকেট খেলেছি।’
সদ্য সমাপ্ত শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের স্কোয়াড থেকে কোনো পরিবর্তন আনা হয়নি এই সিরিজের দলে। এর বড় কারণ গত সিরিজের পারফরম্যান্স। প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ
১ দিন আগেশেষ দুটি ম্যাচ জিতে টি-টোয়েন্টিতে এমনকি লঙ্কান ভূমিতে প্রথমবার সিরিজ জিতে ইতিহাস গড়ল লিটন দাসের দল
২ দিন আগেসামনে সাউথ এশিয়ান গেমস। আমরা চেষ্টা করছি সাবেক তারকা এ দুই শাটলারকে মেয়েদের দায়িত্ব
২ দিন আগেচলতি মৌসুমে ১৩ ম্যাচে এ নিয়ে ৪ গোল করলেন নেইমার। সিরি আ এর চলতি মৌসুমে এটি তাঁর প্রথম গোল
২ দিন আগেসদ্য সমাপ্ত শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের স্কোয়াড থেকে কোনো পরিবর্তন আনা হয়নি এই সিরিজের দলে। এর বড় কারণ গত সিরিজের পারফরম্যান্স। প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ
শেষ দুটি ম্যাচ জিতে টি-টোয়েন্টিতে এমনকি লঙ্কান ভূমিতে প্রথমবার সিরিজ জিতে ইতিহাস গড়ল লিটন দাসের দল
সামনে সাউথ এশিয়ান গেমস। আমরা চেষ্টা করছি সাবেক তারকা এ দুই শাটলারকে মেয়েদের দায়িত্ব
চলতি মৌসুমে ১৩ ম্যাচে এ নিয়ে ৪ গোল করলেন নেইমার। সিরি আ এর চলতি মৌসুমে এটি তাঁর প্রথম গোল