শেষ দুটি ম্যাচ জিতে টি-টোয়েন্টিতে এমনকি লঙ্কান ভূমিতে প্রথমবার সিরিজ জিতে ইতিহাস গড়ল লিটন দাসের দল
বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছেন না পাকিস্তান অধিনায়ক
শততম টেস্ট স্মরণীয় করে রাখলেন মিচেল স্টার্ক। বল হাতে যেন আগুন ছুড়লেন বাঁহাতি এই পেসার। প্রথম ওভারেই ৩ উইকেট, পরে আরও আরও ৩টি—টানা ছয় উইকেট নিয়ে ইতিহাস গড়লেন স্টার্ক। তার সঙ্গে যোগ দিলেন স্কট বোল্যান্ড, তিন বলে তিন উইকেট নিয়ে করলেন হ্যাটট্রিক!
শান্তর পরে টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস।
তিন ম্যাচের সিরিজে ইতোমধ্যে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিক শ্রীলঙ্কা। সিরিজ বাঁচাতে হলে বাংলাদেশকে জিততেই হবে এই ম্যাচে। হারলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নেবে চারিথ আসালাঙ্কার দল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, দেশের ক্রিকেটকে আরও শক্তিশালী করতে জেলা ও উপজেলা পর্যায়ের ক্রিকেটারদের ডাটাবেজের আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে।
কলম্বো টেস্ট শুরুর আগেই গুঞ্জন ছিল—টেস্ট অধিনায়কত্ব ছাড়ছেন নাজমুল হোসেন শান্ত। সিরিজ নির্ধারণী ম্যাচের আগে এমন একটি প্রসঙ্গ সামনে আসায় আলোচনা বেড়েছিল আরও। যদিও ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে শান্ত বিষয়টি এড়িয়ে গিয়ে বলেছিলেন শুধু খেলায় মনোযোগী হওয়ার কথা।
কলম্বো টেস্টে বাংলাদেশকে ইনিংস ও ৭৮ রানে হারিয়ে দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিয়েছে শ্রীলঙ্কা।
কলম্বোয় দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও উদারার বিদায়ের পর বড় জুটি গড়ে ফেলেছেন নিশাঙ্কা–চান্ডিমাল। ৯০ ছাড়িয়ে ১০০ দিকে যাচ্ছে তাঁদের জুটি। নিশাঙ্কা ৮৯ রান করে ফেলেছেন, চান্ডিমাল পেয়ে গেছেন ফিফটি।
টেস্ট ক্রিকেটের ২৫ বছর পূর্তি
:বাংলাদেশ টেস্ট ক্রিকেটের -২৫ বছর পূর্তি উপলক্ষ্যে খাগড়াছড়িতে অনুর্ধ্ব-১২ ক্রিকেট কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে।
শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। যেখানে বড় চমক নাইম শেখের অন্তর্ভুক্তি। পুরো স্কোয়াডে একমাত্র চমক বলতে গেলে সেটাই। এছাড়া বাকি সবক্ষেত্রেই চেনা মুখেদের ওপর ভরসা রেখেছে বিসিবি ।
দেশব্যাপী ক্রিকেটকে ছড়িয়ে দিতে চান বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বলেন, ‘আমরা ক্রিকেটকে ডিসেন্ট্রালাইজড করতে যাচ্ছি। সব জায়গায় ক্রিকেট ছড়িয়ে দিতে চাচ্ছি।
গল টেস্ট
মুশফিক আউট হওয়ার পরই বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে গেছে। আউটফিল্ড ভিজে যাওয়ায় লাঞ্চ বিরতিও শুরু হয়ে গেছে আগেভাগেই। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২৩৭ রান। এরই মধ্যে লিড দাঁড়িয়েছে ২৪৭ রানের। পঞ্চম দিনে আর দুই সেশন খেলা বাকি আছে।
গল টেস্ট
কিন্তু গল টেস্টের দ্বিতীয় দিন সকালে শান্ত ফিরে গেছেন দেড়শ থেকে দুই রান দূরে থাকতেই। কিন্তু মুশফিক অটল। গত কিছুদিনের রানখরায় প্রবল সমালোচনার মুখে থাকা দেশের এই বর্ষীয়ান ব্যাটার টানছেন দলকে। সঙ্গী লিটন দাসও দিচ্ছেন যোগ্য সঙ্গ।
# গল টেস্ট
শ্রীলঙ্কার গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ মুশফিকুর রহিমের দুর্দান্ত সেঞ্চুরিতে প্রথম টেস্টের প্রথম দিন বেশ ভালোভাবেই শেষ করেছে বাংলাদেশ। মঙ্গলবার (১৭ জুন) প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৯০ ওভার শেষে টাইগারদের সংগ্রহ ৩ উইকেটে ২৯২ রান।
ব্যর্থ দুটি সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানে পরপর দুই সিরিজে বিধ্বস্ত হওয়া লিটন-শান্তরা সোমবার (২ জুন) দেশে আসেন। দুই ধাপে লাহোর থেকে দুবাই হয়ে দেশে ফিরেছেন ক্রিকেটাররা।