বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট
স্পোর্টস ডেস্ক

১১২ রানের লিড নিয়ে টাইগার দল চতুর্থ দিনের খেলা যখন শুরু করেছিল হাতে তখন পর্যন্ত ছিল ৬ উইকেট। সিলেট টেস্টের পরিস্থিতি বিবেচনায় একেবারেই খারাপ অবস্থানে ছিল না বাংলাদেশ। কিন্তু ঝড়গতিতে জিম্বাবুয়ের দুই পেসার মুজারাবানি ও এনগারাভার বাংলাদেশ দলের জন্য মহাসর্বনাশ ডেকে এনেছেন দিনের শুরুতেই।
দিনের খেলা গড়িয়েছে মোটে ৭ ওভার। তার মাঝেই বাংলাদেশ হারিয়েছে তিন উইকেট। দিনের দ্বিতীয় বলেই সাজঘরে ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এরপর তারই দেখানো পথে হেঁটেছেন মেহেদি হাসান মিরাজ এবং তাইজুল ইসলাম। এরমাঝে মিরাজ এবং তাইজুল ফিরেছেন মোটে ৮ বলের ব্যবধানে।
এ প্রতিবেদন পর্যন্ত বাংলাদেশের স্কোর ৭ উইকেট হারিয়ে ২২৯ রান। বাংলাদেশের লিড এখন ১৪৭ রানের।
আগেরদিনের সঙ্গে নতুন করে রান যোগ করার আগেই অধিনায়ক শান্তকে হারায় বাংলাদেশ। দিনের দ্বিতীয় বলেই পুল শটে খেলতে চেয়েছিলেন। তবেঠিকমতো টাইমিং হয়নি, ব্যাটের ওপরের কানায় লেগে ক্যাচ উঠে যায় লং লেগে। অনেকটা দৌড়ে এসে বেশ ভালো একটা ক্যাচ নেন নিয়াগুচি। মিরাজও আউট হয়েছেন মুজারাবানির বলেই।
আজও ক্রিজে এসে লম্বা সময় থাকা হয়নি মিরাজের। ১৬ বল খেলেে ১১ রানে মুজারাবানির শর্ট লেন্থের বলে গালিতে ক্যাচ দিয়ে আউট হন। লিডের খাতায় ১৮ রান যোগ করতেই দুই উইকেট মুজারাবানির দখলে। মুজারাবানির দেখাদেখি উইকেট পেয়েছেন এনগারাভাও। তাইজুল ক্যাচ দিয়েছিলেন উইকেটকিপার মায়াভোকে।
এর আগে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশ দলীয় ১৩ রানেই হারায় সাদমান ইসলামের উইকেট। এরপর জয়-মুমিনুল জুটি স্কোরবোর্ডে তুলেছে ৪৪ রান। শান্ত পরবর্তীতে ফিফটি পেয়েছেন। সেটাই বাংলাদেশকে বসিয়েছে চালকের আসনে।
চতুর্থ দিন বাংলাদেশ খেলতে নেমেছিল ১১২ রানের লিড নিয়ে। প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ তুলতে পেরেছিল ১৯১ রান। একমাত্র মুমিনুল হকের ৫৬ রান ছাড়া বলার মতো সংগ্রহ ছিল না কারোরই। জবাবে ব্রায়ান বেনেট এবং শন উইলিয়ামসের ব্যাটে চড়ে লিড পেয়ে যায় জিম্বাবুয়ে। শেষ দিকে এনগারাভার ২৮ এবং মুজারাবানির ১৭ রানের সুবাদে ৮২ রানের একটা লিড পেয়েও যায় জিম্বাবুয়ে।

১১২ রানের লিড নিয়ে টাইগার দল চতুর্থ দিনের খেলা যখন শুরু করেছিল হাতে তখন পর্যন্ত ছিল ৬ উইকেট। সিলেট টেস্টের পরিস্থিতি বিবেচনায় একেবারেই খারাপ অবস্থানে ছিল না বাংলাদেশ। কিন্তু ঝড়গতিতে জিম্বাবুয়ের দুই পেসার মুজারাবানি ও এনগারাভার বাংলাদেশ দলের জন্য মহাসর্বনাশ ডেকে এনেছেন দিনের শুরুতেই।
দিনের খেলা গড়িয়েছে মোটে ৭ ওভার। তার মাঝেই বাংলাদেশ হারিয়েছে তিন উইকেট। দিনের দ্বিতীয় বলেই সাজঘরে ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এরপর তারই দেখানো পথে হেঁটেছেন মেহেদি হাসান মিরাজ এবং তাইজুল ইসলাম। এরমাঝে মিরাজ এবং তাইজুল ফিরেছেন মোটে ৮ বলের ব্যবধানে।
এ প্রতিবেদন পর্যন্ত বাংলাদেশের স্কোর ৭ উইকেট হারিয়ে ২২৯ রান। বাংলাদেশের লিড এখন ১৪৭ রানের।
আগেরদিনের সঙ্গে নতুন করে রান যোগ করার আগেই অধিনায়ক শান্তকে হারায় বাংলাদেশ। দিনের দ্বিতীয় বলেই পুল শটে খেলতে চেয়েছিলেন। তবেঠিকমতো টাইমিং হয়নি, ব্যাটের ওপরের কানায় লেগে ক্যাচ উঠে যায় লং লেগে। অনেকটা দৌড়ে এসে বেশ ভালো একটা ক্যাচ নেন নিয়াগুচি। মিরাজও আউট হয়েছেন মুজারাবানির বলেই।
আজও ক্রিজে এসে লম্বা সময় থাকা হয়নি মিরাজের। ১৬ বল খেলেে ১১ রানে মুজারাবানির শর্ট লেন্থের বলে গালিতে ক্যাচ দিয়ে আউট হন। লিডের খাতায় ১৮ রান যোগ করতেই দুই উইকেট মুজারাবানির দখলে। মুজারাবানির দেখাদেখি উইকেট পেয়েছেন এনগারাভাও। তাইজুল ক্যাচ দিয়েছিলেন উইকেটকিপার মায়াভোকে।
এর আগে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশ দলীয় ১৩ রানেই হারায় সাদমান ইসলামের উইকেট। এরপর জয়-মুমিনুল জুটি স্কোরবোর্ডে তুলেছে ৪৪ রান। শান্ত পরবর্তীতে ফিফটি পেয়েছেন। সেটাই বাংলাদেশকে বসিয়েছে চালকের আসনে।
চতুর্থ দিন বাংলাদেশ খেলতে নেমেছিল ১১২ রানের লিড নিয়ে। প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ তুলতে পেরেছিল ১৯১ রান। একমাত্র মুমিনুল হকের ৫৬ রান ছাড়া বলার মতো সংগ্রহ ছিল না কারোরই। জবাবে ব্রায়ান বেনেট এবং শন উইলিয়ামসের ব্যাটে চড়ে লিড পেয়ে যায় জিম্বাবুয়ে। শেষ দিকে এনগারাভার ২৮ এবং মুজারাবানির ১৭ রানের সুবাদে ৮২ রানের একটা লিড পেয়েও যায় জিম্বাবুয়ে।

দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে তিনটি স্বর্ণ ও দুটি ব্রোঞ্জসহ মোট পাঁচটি পদক জিতে ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে বাংলাদেশের শারীরিক প্রতিবন্ধী ক্রীড়াবিদরা। পদকজয়ী এই দলটি সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশে ফিরছে।
২ দিন আগে
শুক্রবার (১২ ডিসেম্বর) গভীর রাতে কলকাতা বিমানবন্দরে পৌঁছেছেন লিওনেল মেসি। তিন দিনের সফরে ভারতে গিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। এ সফরে মেসির সঙ্গে আছেন ইন্টার মায়ামি সতীর্থ সুইস সুয়ারেস ও রদ্রিগো দে পল।
৪ দিন আগে
রাজধানীর একটি আন্তর্জাতিক হোটেলে আজ অনুষ্ঠিত হলো বিপিএল ১২তম আসরের নিলাম, যেখানে অংশ নিয়েছে ঢাকা ক্যাপিটালস, রংপুর রাইডার্স, চট্টগ্রাম রয়্যালস, সিলেট টাইটানস, রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস—মোট ৬টি ফ্র্যাঞ্চাইজি
১৭ দিন আগে
ঝিনাইদহের উত্তর নারায়ণপুরে উত্তেজনাপূর্ণ আবহে শেষ হলো আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট। শনিবার (২৯ নভেম্বর) বিকেলে ফাইনালে মুখোমুখি হয় কুষ্টিয়ার পোড়াদহ ওয়ান্ডার্স ক্লাব ও ঢাকার সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার। উত্তর নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে হাজারো দর্শক উপস্থিতিতে খেলার উত্তেজনা মেলার পরিবেশ তৈরি হয়
১৭ দিন আগেদুবাইয়ে অনুষ্ঠিত এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে তিনটি স্বর্ণ ও দুটি ব্রোঞ্জসহ মোট পাঁচটি পদক জিতে ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে বাংলাদেশের শারীরিক প্রতিবন্ধী ক্রীড়াবিদরা। পদকজয়ী এই দলটি সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশে ফিরছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) গভীর রাতে কলকাতা বিমানবন্দরে পৌঁছেছেন লিওনেল মেসি। তিন দিনের সফরে ভারতে গিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। এ সফরে মেসির সঙ্গে আছেন ইন্টার মায়ামি সতীর্থ সুইস সুয়ারেস ও রদ্রিগো দে পল।
রাজধানীর একটি আন্তর্জাতিক হোটেলে আজ অনুষ্ঠিত হলো বিপিএল ১২তম আসরের নিলাম, যেখানে অংশ নিয়েছে ঢাকা ক্যাপিটালস, রংপুর রাইডার্স, চট্টগ্রাম রয়্যালস, সিলেট টাইটানস, রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস—মোট ৬টি ফ্র্যাঞ্চাইজি
ঝিনাইদহের উত্তর নারায়ণপুরে উত্তেজনাপূর্ণ আবহে শেষ হলো আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট। শনিবার (২৯ নভেম্বর) বিকেলে ফাইনালে মুখোমুখি হয় কুষ্টিয়ার পোড়াদহ ওয়ান্ডার্স ক্লাব ও ঢাকার সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার। উত্তর নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে হাজারো দর্শক উপস্থিতিতে খেলার উত্তেজনা মেলার পরিবেশ তৈরি হয়