স্পোর্টস ডেস্ক
বিভিন্ন অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দেশের ক্রিকেট বোর্ডে এই নজিরবিহীন ঘটনা নিয়ে উত্তাল ক্রীড়াঙ্গন। অবশ্য বিষয়টিতে তেমন অবাক হননি জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। তার মতে দুর্নীতি হলে ও সেটি নিয়ন্ত্রণ না করা গেলে দুদক তো হাজির হবেই।
আবার তিনি এটিও বলেছেন, দুর্নীতির সঙ্গে যারা জড়িত, তাদের পরিচয় প্রকাশ্যে আনা উচিত। এই ঘটনায় কঠিন শাস্তি না হলে বিসিবি থেকে দুর্নীতি যাবে না বলেও তিনি জানিয়েছেন।
গেল ১৫ এপ্রিল দুদকের তিন কর্মকর্তা বিসিবিতে অভিযান পরিচালনা করেন। তারা জানিয়েছেন, তৃতীয় বিভাগ বাছাইয়ে অনিয়ম, বিপিএলের টিকিট বিক্রির টাকায় অনিয়ম ও মুজিব শতবর্ষ আয়োজনেও অনিয়মের অভিযোগ পেয়েছেন। সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ার পর সেটি নিয়ে তদন্তে নেমেছে দুদক। বিসিবিতে অভিযান পরিচালনা করে দুদক কর্তারা তথ্য-উপাত্ত সংগ্রহ করেছেন। সেগুলো যাচাই-বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেবে সংস্থাটি। এই বিষয়ে গতকাল দৈনিক ইত্তেফাককে খালেদ মাসুদ পাইলট বলেছেন, ‘বোর্ডে অনেক দুর্নীতি হয়েছে, সেটি আমরা ধারণা করতে পারতাম। দুর্নীতি তো কেউ দেখিয়ে করবে না, কিন্তু আমরা অনুভব করতে পারতাম। বাংলাদেশে ক্রিকেট এত জনপ্রিয় খেলা, সেখানে এমন অভিযোগ থাকা দুঃখজনক। তাই প্রকাশ্যে আসা উচিত, কারা এই দুর্নীতির পেছনে ছিলেন। সেসঙ্গে বোর্ডে একটি স্বচ্ছতা আসা উচিত, তাতে পরবর্তীকালে যেন সঠিক মূল্যায়ন থাকে সবকিছুর। নাহলে এভাবে চলতেই থাকবে। দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে কঠিন শাস্তি হওয়া উচিত, না হলে বিসিবির দুর্নীতি যাবে না।’
জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার আরো বলেছেন, ‘আমরা তো কাগজে-কলমে দেখিনি। তবে অনেক দিন ধরেই ধারণা করা হচ্ছিল, ক্রিকেট বোর্ডে অনেক দুর্নীতি হয়ে আসছে। এটা তো মূলত অডিট বিভাগের দায়িত্ব ছিল। তাদের ঠিকভাবে যাচাই-বাছাই করা উচিত ছিল। তবে একটা প্রতিষ্ঠান যখন খুব বেশি দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে, তখন দুদক সেখানে যাবেই। কোথায় কোথায়, কারা কারা জড়িত ছিল, কারা কত টাকা সরিয়েছেন কিংবা সরাননি, সেসব প্রকাশ্যে আসা উচিত এবং শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত। তাহলে মানুষের মধ্যে থাকা জড়তা দূর হয়ে যাবে।’
অভিযোগ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে পাইলট আরো বলেছেন, ‘আমি যতটুকু বুঝি, তাতে মনে হয়েছে অনেক দুর্নীতি হয়েছে। যে দুর্নীতি হয়েছে, সেটির বিরুদ্ধে এমন দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া উচিত যে, পরবর্তী সময়ে যারা আসবে, তখন যেন এটি উদাহরণ হয়ে থাকে। সেটি নাহলে ভালো অবস্থানে পৌঁছানো সম্ভব নয়। মানুষ যেন বিশ্বাস করে, দুর্নীতি কেউ করলে তার রক্ষা নেই। ভবিষ্যতে তাহলে এমনটি করতে কেউ ভয় পাবেন।’ বিগত সময়ে হওয়া ঘরোয়া টুর্নামেন্ট নিয়ে ক্ষোভ প্রকাশ করে খালেদ মাসুদ পাইলট বলেছেন, ‘আম্পায়ার দিয়ে পাতানো খেলা হয়েছে, ম্যাচ জিতিয়ে দেওয়া হয়েছে। বাছাই খেলা ঠিকভাবে হয়নি। ক্রিকেটের যে ক্ষতি হয়েছে, সেটি আমরা চোখের সামনে দেখেছি। এখন সেটি থেকে উত্তরণের পথ দেখতে হবে।’
বিভিন্ন অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দেশের ক্রিকেট বোর্ডে এই নজিরবিহীন ঘটনা নিয়ে উত্তাল ক্রীড়াঙ্গন। অবশ্য বিষয়টিতে তেমন অবাক হননি জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। তার মতে দুর্নীতি হলে ও সেটি নিয়ন্ত্রণ না করা গেলে দুদক তো হাজির হবেই।
আবার তিনি এটিও বলেছেন, দুর্নীতির সঙ্গে যারা জড়িত, তাদের পরিচয় প্রকাশ্যে আনা উচিত। এই ঘটনায় কঠিন শাস্তি না হলে বিসিবি থেকে দুর্নীতি যাবে না বলেও তিনি জানিয়েছেন।
গেল ১৫ এপ্রিল দুদকের তিন কর্মকর্তা বিসিবিতে অভিযান পরিচালনা করেন। তারা জানিয়েছেন, তৃতীয় বিভাগ বাছাইয়ে অনিয়ম, বিপিএলের টিকিট বিক্রির টাকায় অনিয়ম ও মুজিব শতবর্ষ আয়োজনেও অনিয়মের অভিযোগ পেয়েছেন। সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ার পর সেটি নিয়ে তদন্তে নেমেছে দুদক। বিসিবিতে অভিযান পরিচালনা করে দুদক কর্তারা তথ্য-উপাত্ত সংগ্রহ করেছেন। সেগুলো যাচাই-বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেবে সংস্থাটি। এই বিষয়ে গতকাল দৈনিক ইত্তেফাককে খালেদ মাসুদ পাইলট বলেছেন, ‘বোর্ডে অনেক দুর্নীতি হয়েছে, সেটি আমরা ধারণা করতে পারতাম। দুর্নীতি তো কেউ দেখিয়ে করবে না, কিন্তু আমরা অনুভব করতে পারতাম। বাংলাদেশে ক্রিকেট এত জনপ্রিয় খেলা, সেখানে এমন অভিযোগ থাকা দুঃখজনক। তাই প্রকাশ্যে আসা উচিত, কারা এই দুর্নীতির পেছনে ছিলেন। সেসঙ্গে বোর্ডে একটি স্বচ্ছতা আসা উচিত, তাতে পরবর্তীকালে যেন সঠিক মূল্যায়ন থাকে সবকিছুর। নাহলে এভাবে চলতেই থাকবে। দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে কঠিন শাস্তি হওয়া উচিত, না হলে বিসিবির দুর্নীতি যাবে না।’
জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার আরো বলেছেন, ‘আমরা তো কাগজে-কলমে দেখিনি। তবে অনেক দিন ধরেই ধারণা করা হচ্ছিল, ক্রিকেট বোর্ডে অনেক দুর্নীতি হয়ে আসছে। এটা তো মূলত অডিট বিভাগের দায়িত্ব ছিল। তাদের ঠিকভাবে যাচাই-বাছাই করা উচিত ছিল। তবে একটা প্রতিষ্ঠান যখন খুব বেশি দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে, তখন দুদক সেখানে যাবেই। কোথায় কোথায়, কারা কারা জড়িত ছিল, কারা কত টাকা সরিয়েছেন কিংবা সরাননি, সেসব প্রকাশ্যে আসা উচিত এবং শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত। তাহলে মানুষের মধ্যে থাকা জড়তা দূর হয়ে যাবে।’
অভিযোগ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে পাইলট আরো বলেছেন, ‘আমি যতটুকু বুঝি, তাতে মনে হয়েছে অনেক দুর্নীতি হয়েছে। যে দুর্নীতি হয়েছে, সেটির বিরুদ্ধে এমন দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া উচিত যে, পরবর্তী সময়ে যারা আসবে, তখন যেন এটি উদাহরণ হয়ে থাকে। সেটি নাহলে ভালো অবস্থানে পৌঁছানো সম্ভব নয়। মানুষ যেন বিশ্বাস করে, দুর্নীতি কেউ করলে তার রক্ষা নেই। ভবিষ্যতে তাহলে এমনটি করতে কেউ ভয় পাবেন।’ বিগত সময়ে হওয়া ঘরোয়া টুর্নামেন্ট নিয়ে ক্ষোভ প্রকাশ করে খালেদ মাসুদ পাইলট বলেছেন, ‘আম্পায়ার দিয়ে পাতানো খেলা হয়েছে, ম্যাচ জিতিয়ে দেওয়া হয়েছে। বাছাই খেলা ঠিকভাবে হয়নি। ক্রিকেটের যে ক্ষতি হয়েছে, সেটি আমরা চোখের সামনে দেখেছি। এখন সেটি থেকে উত্তরণের পথ দেখতে হবে।’
বিশ্বকাপের টিকিট একরকম হাতছাড়া হয়েই যাচ্ছিল। তবে ভাগ্য যে শেষ হাসি হাসবে বাংলাদেশের হয়েই, তা হয়তো আগে থেকেই লেখা ছিল।
২ ঘণ্টা আগেবিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত সূচনার পরেও শেষ দিকের ব্যর্থতায় অনিশ্চয়তায় পড়ে গেছে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা। টানা তিন ম্যাচে জয় তুলে নিয়ে যেখানে একসময় বিশ্বকাপের টিকিট একরকম নিশ্চিতই মনে হচ্ছিল, সেখানে শেষ দুই ম্যাচে হারের ফলে সেই স্বপ্ন আজ ঝুলে আছে থাইল্যান্ডের ওপর।
৬ ঘণ্টা আগেবাংলাদেশের মাটিতে টেস্ট খেলতে নেমে বরাবরই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে জিম্বাবুয়েকে। কিন্তু এবারের সফরে ভালো প্রস্তুতি নিয়েই এসেছে সফরকারী দলটি। উইলিয়ামস বলেন, বাংলাদেশের মাঠের কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়া চ্যালেঞ্জিং এবং সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
৯ ঘণ্টা আগেদারুণ জয় দিয়ে এএইচএফ কাপের যাত্রা শুরু করেছে বাংলাদেশ হকি দল। ইন্দোনেশিয়ার জাকার্তায় শুক্রবার অনুষ্ঠিত এএইচএফ কাপ হকির পুল ‘বি’-তে নিজেদের প্রথম ম্যাচে ৫-১ গোলে কাজাখস্তানকে হারিয়েছে বাংলাদেশ।
১১ ঘণ্টা আগেবিশ্বকাপের টিকিট একরকম হাতছাড়া হয়েই যাচ্ছিল। তবে ভাগ্য যে শেষ হাসি হাসবে বাংলাদেশের হয়েই, তা হয়তো আগে থেকেই লেখা ছিল।
বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত সূচনার পরেও শেষ দিকের ব্যর্থতায় অনিশ্চয়তায় পড়ে গেছে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা। টানা তিন ম্যাচে জয় তুলে নিয়ে যেখানে একসময় বিশ্বকাপের টিকিট একরকম নিশ্চিতই মনে হচ্ছিল, সেখানে শেষ দুই ম্যাচে হারের ফলে সেই স্বপ্ন আজ ঝুলে আছে থাইল্যান্ডের ওপর।
বাংলাদেশের মাটিতে টেস্ট খেলতে নেমে বরাবরই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে জিম্বাবুয়েকে। কিন্তু এবারের সফরে ভালো প্রস্তুতি নিয়েই এসেছে সফরকারী দলটি। উইলিয়ামস বলেন, বাংলাদেশের মাঠের কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়া চ্যালেঞ্জিং এবং সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
দারুণ জয় দিয়ে এএইচএফ কাপের যাত্রা শুরু করেছে বাংলাদেশ হকি দল। ইন্দোনেশিয়ার জাকার্তায় শুক্রবার অনুষ্ঠিত এএইচএফ কাপ হকির পুল ‘বি’-তে নিজেদের প্রথম ম্যাচে ৫-১ গোলে কাজাখস্তানকে হারিয়েছে বাংলাদেশ।