তৃতীয় দিনের প্রথম সেশন

বৃষ্টির জন্য পণ্ড বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্টে

প্রতিনিধি
স্পোর্টস ডেস্ক
Thumbnail image
ছবি: সংগৃহীত

সিলেটে অনুষ্ঠিত বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার টেস্টের তৃতীয় দিনের খেলা বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে শুরু করা সম্ভব হয়নি।

এর আগের দুই দিন আলোকস্বল্পতার কারণে সময় অপচয় হওয়ায় মঙ্গলবার সকাল ৯টা ৪৫ মিনিটে খেলা শুরুর কথা থাকলেও সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থাকায় মাঠ ঢেকে রাখা হয়েছে।

ফলে ইতোমধ্যেই তৃতীয় দিনের প্রথম সেশন বৃষ্টির জন্য পণ্ড হয়ে গেছে। জানা গেছে, বৃষ্টি থামার পর দ্রুত পানি নিষ্কাশন সম্ভব হওয়াতে তৃতীয় দিনের খেলা শুরু হবে দুপুর ১টা থেকে

।এদিন অবশ্য নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা দেরিতেই স্টেডিয়ামে পৌঁছেছে উভয় দল। সকাল ১০টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পৌঁছে বাংলাদেশ ও জিম্বাবুয়ের খেলোয়াড়রা বর্তমানে বৃষ্টি থামার অপেক্ষায় ড্রেসিংরুমে অবস্থান করছেন। এর আগে দ্বিতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ৫৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। জিম্বাবুয়ের প্রথম ইনিংসের ২৭৩ রানের জবাবে ব্যাট করতে নেমে এই মুহূর্তে স্বাগতিকরা ২৫ রানে পিছিয়ে আছে। ক্রিজে আছেন ওপেনার মাহমুদুল হাসান জয় এবং মুমিনুল হক। দ্বিতীয় ইনিংসে দলীয় ১৩ রানে সাদমান ইসলামের উইকেট হারানোর পর জয় ও মুমিনুল মিলে স্কোরবোর্ডে ৪৪ রান যোগ করেছেন।

এই টেস্টের প্রথম দুই দিন অবশ্য কিছুটা ব্যাকফুটে ছিল বাংলাদেশ। প্রথম দিন ব্যাটিং বিপর্যয়ের মুখে ১৯১ রানেই গুটিয়ে গিয়েছিল তারা। বাংলাদেশের ইনিংসে মুমিনুল হকের ৫৬ এবং নাজমুল শান্তর ৪০ রান ছিল উল্লেখযোগ্য। জবাবে জিম্বাবুয়ে তাদের প্রথম ইনিংসে ব্রায়ান বেনেটের ৫৭,শন উইলিয়ামসের ৫৯, এনগারাভার ২৮ এবং মুজারাবানির ১৭ রানের অবদানে ২৭৩ রান তুলে ৮২ রানের লিড পায়। বাংলাদেশের হয়ে আলো ছড়িয়েছেন মেহেদী হাসান মিরাজ। দীর্ঘ আড়াই বছর পর ঘরের মাঠে তুলে নিয়েছেন পাঁচ উইকেট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ক্রিকেট নিয়ে আরও পড়ুন

মেসি ও জর্দি আলবা গত বুধবার অল-স্টার ম্যাচে অংশ নেননি। এমএলএস নিয়ম অনুযায়ী, অনুমতি ছাড়া অল-স্টার ম্যাচে না খেললে পরবর্তী ক্লাব ম্যাচে অংশ নিতে পারেন না কোনো খেলোয়াড়। ফলে শনিবার এমএলএস ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে থাকা এফসি সিনসিনাটির বিপক্ষে খেলতে পারবেন না তারা

২ ঘণ্টা আগে

৩০ আগস্ট থেকে ১ সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে এ টুর্নামেন্ট। সংবাদ সম্মেলন থেকে, টুর্নামেন্টে অংশ নিতে আগ্রহীদের ১৫ আগস্টের মধ্যে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের জন্য বলা হয়

৫ ঘণ্টা আগে

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এসিসির চেয়ারম্যানমহসিন নকভি। সাক্ষাতের শুরুতে তিনি উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতদের প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানান

২ দিন আগে

মোস্তাফিজ এগিয়ে এসেছেন বোলারদের র‍্যাঙ্কিংয়ে। ১৭ ধাপ এগিয়ে এখন তিনি আছেন নবম স্থানে। তার সঙ্গে যৌথভাবে আছেন ভারতের আর্শদীপ সিংহ। দুজনের রেটিং পয়েন্ট সমান ৬৫৩

৩ দিন আগে