তৃতীয় দিনের প্রথম সেশন
স্পোর্টস ডেস্ক

সিলেটে অনুষ্ঠিত বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার টেস্টের তৃতীয় দিনের খেলা বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে শুরু করা সম্ভব হয়নি।
এর আগের দুই দিন আলোকস্বল্পতার কারণে সময় অপচয় হওয়ায় মঙ্গলবার সকাল ৯টা ৪৫ মিনিটে খেলা শুরুর কথা থাকলেও সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থাকায় মাঠ ঢেকে রাখা হয়েছে।
ফলে ইতোমধ্যেই তৃতীয় দিনের প্রথম সেশন বৃষ্টির জন্য পণ্ড হয়ে গেছে। জানা গেছে, বৃষ্টি থামার পর দ্রুত পানি নিষ্কাশন সম্ভব হওয়াতে তৃতীয় দিনের খেলা শুরু হবে দুপুর ১টা থেকে
।এদিন অবশ্য নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা দেরিতেই স্টেডিয়ামে পৌঁছেছে উভয় দল। সকাল ১০টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পৌঁছে বাংলাদেশ ও জিম্বাবুয়ের খেলোয়াড়রা বর্তমানে বৃষ্টি থামার অপেক্ষায় ড্রেসিংরুমে অবস্থান করছেন। এর আগে দ্বিতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ৫৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। জিম্বাবুয়ের প্রথম ইনিংসের ২৭৩ রানের জবাবে ব্যাট করতে নেমে এই মুহূর্তে স্বাগতিকরা ২৫ রানে পিছিয়ে আছে। ক্রিজে আছেন ওপেনার মাহমুদুল হাসান জয় এবং মুমিনুল হক। দ্বিতীয় ইনিংসে দলীয় ১৩ রানে সাদমান ইসলামের উইকেট হারানোর পর জয় ও মুমিনুল মিলে স্কোরবোর্ডে ৪৪ রান যোগ করেছেন।
এই টেস্টের প্রথম দুই দিন অবশ্য কিছুটা ব্যাকফুটে ছিল বাংলাদেশ। প্রথম দিন ব্যাটিং বিপর্যয়ের মুখে ১৯১ রানেই গুটিয়ে গিয়েছিল তারা। বাংলাদেশের ইনিংসে মুমিনুল হকের ৫৬ এবং নাজমুল শান্তর ৪০ রান ছিল উল্লেখযোগ্য। জবাবে জিম্বাবুয়ে তাদের প্রথম ইনিংসে ব্রায়ান বেনেটের ৫৭,শন উইলিয়ামসের ৫৯, এনগারাভার ২৮ এবং মুজারাবানির ১৭ রানের অবদানে ২৭৩ রান তুলে ৮২ রানের লিড পায়। বাংলাদেশের হয়ে আলো ছড়িয়েছেন মেহেদী হাসান মিরাজ। দীর্ঘ আড়াই বছর পর ঘরের মাঠে তুলে নিয়েছেন পাঁচ উইকেট।

সিলেটে অনুষ্ঠিত বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার টেস্টের তৃতীয় দিনের খেলা বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে শুরু করা সম্ভব হয়নি।
এর আগের দুই দিন আলোকস্বল্পতার কারণে সময় অপচয় হওয়ায় মঙ্গলবার সকাল ৯টা ৪৫ মিনিটে খেলা শুরুর কথা থাকলেও সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থাকায় মাঠ ঢেকে রাখা হয়েছে।
ফলে ইতোমধ্যেই তৃতীয় দিনের প্রথম সেশন বৃষ্টির জন্য পণ্ড হয়ে গেছে। জানা গেছে, বৃষ্টি থামার পর দ্রুত পানি নিষ্কাশন সম্ভব হওয়াতে তৃতীয় দিনের খেলা শুরু হবে দুপুর ১টা থেকে
।এদিন অবশ্য নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা দেরিতেই স্টেডিয়ামে পৌঁছেছে উভয় দল। সকাল ১০টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পৌঁছে বাংলাদেশ ও জিম্বাবুয়ের খেলোয়াড়রা বর্তমানে বৃষ্টি থামার অপেক্ষায় ড্রেসিংরুমে অবস্থান করছেন। এর আগে দ্বিতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ৫৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। জিম্বাবুয়ের প্রথম ইনিংসের ২৭৩ রানের জবাবে ব্যাট করতে নেমে এই মুহূর্তে স্বাগতিকরা ২৫ রানে পিছিয়ে আছে। ক্রিজে আছেন ওপেনার মাহমুদুল হাসান জয় এবং মুমিনুল হক। দ্বিতীয় ইনিংসে দলীয় ১৩ রানে সাদমান ইসলামের উইকেট হারানোর পর জয় ও মুমিনুল মিলে স্কোরবোর্ডে ৪৪ রান যোগ করেছেন।
এই টেস্টের প্রথম দুই দিন অবশ্য কিছুটা ব্যাকফুটে ছিল বাংলাদেশ। প্রথম দিন ব্যাটিং বিপর্যয়ের মুখে ১৯১ রানেই গুটিয়ে গিয়েছিল তারা। বাংলাদেশের ইনিংসে মুমিনুল হকের ৫৬ এবং নাজমুল শান্তর ৪০ রান ছিল উল্লেখযোগ্য। জবাবে জিম্বাবুয়ে তাদের প্রথম ইনিংসে ব্রায়ান বেনেটের ৫৭,শন উইলিয়ামসের ৫৯, এনগারাভার ২৮ এবং মুজারাবানির ১৭ রানের অবদানে ২৭৩ রান তুলে ৮২ রানের লিড পায়। বাংলাদেশের হয়ে আলো ছড়িয়েছেন মেহেদী হাসান মিরাজ। দীর্ঘ আড়াই বছর পর ঘরের মাঠে তুলে নিয়েছেন পাঁচ উইকেট।

দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে তিনটি স্বর্ণ ও দুটি ব্রোঞ্জসহ মোট পাঁচটি পদক জিতে ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে বাংলাদেশের শারীরিক প্রতিবন্ধী ক্রীড়াবিদরা। পদকজয়ী এই দলটি সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশে ফিরছে।
৩ দিন আগে
শুক্রবার (১২ ডিসেম্বর) গভীর রাতে কলকাতা বিমানবন্দরে পৌঁছেছেন লিওনেল মেসি। তিন দিনের সফরে ভারতে গিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। এ সফরে মেসির সঙ্গে আছেন ইন্টার মায়ামি সতীর্থ সুইস সুয়ারেস ও রদ্রিগো দে পল।
৫ দিন আগে
রাজধানীর একটি আন্তর্জাতিক হোটেলে আজ অনুষ্ঠিত হলো বিপিএল ১২তম আসরের নিলাম, যেখানে অংশ নিয়েছে ঢাকা ক্যাপিটালস, রংপুর রাইডার্স, চট্টগ্রাম রয়্যালস, সিলেট টাইটানস, রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস—মোট ৬টি ফ্র্যাঞ্চাইজি
১৮ দিন আগে
ঝিনাইদহের উত্তর নারায়ণপুরে উত্তেজনাপূর্ণ আবহে শেষ হলো আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট। শনিবার (২৯ নভেম্বর) বিকেলে ফাইনালে মুখোমুখি হয় কুষ্টিয়ার পোড়াদহ ওয়ান্ডার্স ক্লাব ও ঢাকার সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার। উত্তর নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে হাজারো দর্শক উপস্থিতিতে খেলার উত্তেজনা মেলার পরিবেশ তৈরি হয়
১৮ দিন আগেদুবাইয়ে অনুষ্ঠিত এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে তিনটি স্বর্ণ ও দুটি ব্রোঞ্জসহ মোট পাঁচটি পদক জিতে ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে বাংলাদেশের শারীরিক প্রতিবন্ধী ক্রীড়াবিদরা। পদকজয়ী এই দলটি সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশে ফিরছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) গভীর রাতে কলকাতা বিমানবন্দরে পৌঁছেছেন লিওনেল মেসি। তিন দিনের সফরে ভারতে গিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। এ সফরে মেসির সঙ্গে আছেন ইন্টার মায়ামি সতীর্থ সুইস সুয়ারেস ও রদ্রিগো দে পল।
রাজধানীর একটি আন্তর্জাতিক হোটেলে আজ অনুষ্ঠিত হলো বিপিএল ১২তম আসরের নিলাম, যেখানে অংশ নিয়েছে ঢাকা ক্যাপিটালস, রংপুর রাইডার্স, চট্টগ্রাম রয়্যালস, সিলেট টাইটানস, রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস—মোট ৬টি ফ্র্যাঞ্চাইজি
ঝিনাইদহের উত্তর নারায়ণপুরে উত্তেজনাপূর্ণ আবহে শেষ হলো আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট। শনিবার (২৯ নভেম্বর) বিকেলে ফাইনালে মুখোমুখি হয় কুষ্টিয়ার পোড়াদহ ওয়ান্ডার্স ক্লাব ও ঢাকার সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার। উত্তর নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে হাজারো দর্শক উপস্থিতিতে খেলার উত্তেজনা মেলার পরিবেশ তৈরি হয়