শান্তর পর জাকের-রিশাদের লড়াই, কিউইদের লক্ষ্য ২৩৭

প্রতিনিধি
নিখাদ খবর ডেস্ক
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২: ৫৭
Thumbnail image
ছবি: সংগৃহীত

ওপেনার শান্ত ছাড়া টপ ও মিডলে যাচ্ছেতাই ব্যাটিংয়ের পর লেয়ার অর্ডারের কল্যাণে বাংলাদেশের সংগ্রহ গিয়ে দাঁড়িয়েছে ২৩৬। জয়ের জন্য নিউজিল্যান্ডের লক্ষ্য ২৩৭।

রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো শুরুর পরও তা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ওয়ান ডাউনে নামা মিরাজ থেকে শুরু করে মাহমুদুল্লা পর্যন্ত চার ব্যাটারের উইলো থাকে আসে মাত্র ২৬ রান। তবে রাওয়ালপিন্ডিতে আজ সোমবার টস হেরে আগে ব্যাটিংয়ে নামার পর বাংলাদেশ যে শেষ পর্যন্ত ৯ উইকেটে ২৩৬ রানের বেশি করতে পারেনি, তার পেছনে পিচ, বোলিং-ফিল্ডিংয়ের চেয়েও বড় ‘ফ্যাক্টর’ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের ব্যাটিং।

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ফিফটি পেয়েছেন, তবে ধীরগতিতে পাওয়া সে ফিফটিই বাংলাদেশের ইনিংসের সুর ধরে রেখেছে। শেষ দিকে জাকের আলী অনিক ৫৫ বলে ৪৫ রান করেছেন, কিন্তু ৪৯তম ওভারের প্রথম বলে তিনি তাড়াহুড়ো করে অযথা সিঙ্গেল নিতে গিয়ে আউট না হলে হয়তো বাংলাদেশের রান আরও কিছু বেশিই হতো।

ভারতের বিপক্ষে ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদ খেলেননি, দলের পক্ষ থেকে জানানো হলো, তিনি চোটে ভুগছিলেন। আজ ফিট হওয়া মাহমুদউল্লাহকে ফেরাতে দলের ব্যাটিং অর্ডারই ওলট পালট করে ফেলা হলো। আগের ম্যাচে রান না পেলেও বাংলাদেশের হয়ে গত বছরখানেকে ফর্মে থাকা ওপেনার সৌম্য সরকারকে বাদ দিয়ে, ওপেনিং জুটিসহ পুরো ব্যাটিং অর্ডার বদলে মাহমুদউল্লাহকে দলে ফেরানো হলো। তার ফল? মাহমুদউল্লাহ ১৪ বলে ৩ রান করে অদ্ভুতভাবে উড়িয়ে মারতে গিয়ে ৩০ গজের ভেতরেই ক্যাচ দিয়ে ফিরলেন।

এ তো গেল এক অভিজ্ঞ ব্যাটসম্যানের কথা, আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম তো বছরখানেক ধরেই ফর্মে নেই। আজও ৫ বলে ২ রান করে আউট হয়ে গেছেন – ওয়ানডেতে টানা তৃতীয় ম্যাচে আউট হলেন এক অঙ্কে। আউটটাও কীভাবে? রান পাচ্ছিলেন না দেখে স্লগ করতে গিয়েছিলেন, বাউন্ডারিতে ধরা পড়লেন।

মুশফিক-মাহমুদউল্লাহ আউট হলেন এমন এক সময়ে, যখন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান তাওহীদ হৃদয়ের উইকেট হারিয়ে বাংলাদেশ আগে থেকেই ধুঁকছে। দুই সিনিয়র ক্রিকেটার অভিজ্ঞতার ছাপ রাখা তো দূরের কথা, উল্টো অযথা শটে আউট হয়ে দলকে বিপদে ঠেলে দিয়ে গেলেন। এক পর্যায়ে ৯৭/২ থেকে দ্রুতই হৃদয়-মুশফিক-মাহমুদউল্লাহকে হারিয়ে বাংলাদেশ হয়ে পড়ে ১১৮/৫!

এরপর ষষ্ঠ উইকেটে জাকের আর শান্তর ৬৭ বলে ৪৫ রানের জুটি ইনিংসে কিছুটা স্থিতি এনেছে, শান্ত আউট হওয়ার পর রিশাদ ২৫ বলে ২৬ রানে গতি জোগানোর চেষ্টা করেছেন। বাকি পথটুকুতে জাকেরের ওপর ভরসা ছিল। তাঁর ব্যাটিং দেখে মনে হচ্ছিল, লোয়ার অর্ডারকে নিয়ে আর কিছু করার নেই দেখে তিনি মূলত শেষ দু-তিন ওভারেই আগ্রাসী হওয়ার টার্গেট করছেন। কিন্তু করতে আর পারলেন কই, এক মুহূর্তের ভুল সিদ্ধান্তে অযথা সিঙ্গেল নিতে গিয়ে জাকের আউট হয়ে গেলেন। বাংলাদেশের আর ২৫০-ও ছোঁয়া হলো না।

অথচ আজ বাংলাদেশের শুরুটা ভালোই হয়েছিল। তানজিদ তামিম শুরুতে কিছুটা আগ্রাসন দেখিয়েছেন, সৌম্য না থাকায় ওপেনিংয়ে নামা শান্তও পরে যোগ দিয়েছেন। নবম ওভারে তামিমের (২৪ বলে ২৪) বিদায়ে যখন ওপেনিং জুটি ভাঙছে, দলের রান ৪৫। পাওয়ার প্লে-র ১০ ওভার শেষে রান ছিল ১ উইকেটে ৫৮। কিন্তু তিনে উঠে আসা মেহেদি হাসান মিরাজ আরেকবার তাঁর ব্যাটিং অর্ডারে উন্নতির যুক্তি দেখাতে ব্যর্থ, ১৩ রান করে আউট হয়েছেন।

এরপরই একেবারে খোলসে ঢুকে গেছে বাংলাদেশের ব্যাটিং। একদিকে স্যান্টনার-ব্রেসওয়েলদের স্পিন আর গতির তারতম্য একেবারেই হাত খুলতে দেয়নি, আর বাংলাদেশের ব্যাটসম্যানরাও আরেকবার বুঝিয়ে গেলেন, চাপে পড়লে সিঙ্গেল-ডাবল বের করার সামর্থ – হয়তো ফিটনেসও – তাঁদের অন্তত বৈশ্বিক মানের সঙ্গে তাল মেলানোর মতো নয়। ২৫তম ওভার যেতে না যেতেই বাংলাদেশের ইনিংসে ডট বল হয়ে গেল ৯৭টি! ইনিংস শেষে দেখা যাচ্ছে, ডট বল ১৮১টি! ৫০ ওভারের ম্যাচে ৩০ ওভারই ডট! এর আগে ভারতের বিপক্ষে ম্যাচেও ১৫৯টি ডট দিয়েছে বাংলাদেশ।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ক্রিকেট নিয়ে আরও পড়ুন

সদ্য সমাপ্ত শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের স্কোয়াড থেকে কোনো পরিবর্তন আনা হয়নি এই সিরিজের দলে। এর বড় কারণ গত সিরিজের পারফরম্যান্স। প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ

১ দিন আগে

শেষ দুটি ম্যাচ জিতে টি-টোয়েন্টিতে এমনকি লঙ্কান ভূমিতে প্রথমবার সিরিজ জিতে ইতিহাস গড়ল লিটন দাসের দল

২ দিন আগে

সামনে সাউথ এশিয়ান গেমস। আমরা চেষ্টা করছি সাবেক তারকা এ দুই শাটলারকে মেয়েদের দায়িত্ব

২ দিন আগে

চলতি মৌসুমে ১৩ ম্যাচে এ নিয়ে ৪ গোল করলেন নেইমার। সিরি আ এর চলতি মৌসুমে এটি তাঁর প্রথম গোল

২ দিন আগে