বিশ্ব রেকর্ডে বাবরের দরকার ৯ রান

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
ছবি: সংগৃহীত

প্রায় এক বছর পর আজ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাকিস্তানের হয়ে ফিরছেন বাবর আজম; শেষ ম্যাচ খেলেছিলেন ২০২৪ সালের ডিসেম্বরে।

২৮ ( অক্টোবর) প্রত্যাবর্তনের ম্যাচে বাবরের মতো প্রতিপক্ষ আবারও দক্ষিণ আফ্রিকা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

পাকিস্তানের সাবেক এই অধিনায়ক দেশের হয়ে এই সংস্করণে তাঁর ফেরার ম্যাচটি রাঙাতে পারেন বিশ্ব রেকর্ড গড়ে। মাত্র ৯ রান করলেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক হবেন বাবর। ভাঙবেন রোহিত শর্মার রেকর্ড।

ভারতের সাবেক অধিনায়ক রোহিত ১৫১ ইনিংসে রান করেছেন ৪২৩১। বাবরের রান ৪২২৩। রোহিতের চেয়ে অবশ্য ৩০ ইনিংস কম খেলেছেন বাবর (১২১ ইনিংস)। রেকর্ডটি গড়তে পারলে রোহিতের তুলনায় ২৯ ইনিংস কম খেলেই তাঁকে ছাড়িয়ে যাবেন বাবর।

রোহিতের চেয়ে বাবরের গড়ও বেশ ভালো। ভারতীয় ওপেনারের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ব্যাটিং গড় ৩২.০৫, বাবরের প্রায় ৪০ ছুঁই ছুঁই—৩৯.৮৩। স্ট্রাইক রেটে আবার রোহিত অনেক এগিয়ে। রোহিতের স্ট্রাইক রেট ১৪০.৮৯, বাবরের ১২৯.২২।

সেঞ্চুরিও বাবরের চেয়ে রোহিতের বেশি। রোহিতের ৫টি সেঞ্চুরির বিপরীতে বাবরের সেঞ্চুরি ৩টি। তবে পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংসে রোহিতের চেয়ে এগিয়ে বাবর। রোহিতের ৫টি সেঞ্চুরির সঙ্গে ফিফটি ৩২টি, বাবরের ৩টি সেঞ্চুরি ও ৩৬টি ফিফটি।আন্তর্জাতিক টি-টোয়েন্টি সর্বোচ্চ রান করা ব্যাটসম্যানদের এ তালিকায় তৃতীয় বিরাট কোহলি। ১১৭ ইনিংসে কোহলির রানসংখ্যা ৪১৮৮। কোহলির ব্যাটিং গড় শীর্ষ পাঁচে থাকা ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি—৪৮.৬৯। স্ট্রাইক রেট ১৩৭.০৪।

আজ বাবর সর্বোচ্চ রানের রেকর্ডটি গড়তে পারলে তাঁর দখলে রেকর্ডটি অনেক দিন থাকতে পারে। কারণ, বাবর ছাড়া ৪ হাজার রান করা বাকি দুজন রোহিত ও কোহলি টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন।

শীর্ষ পাঁচে থাকা ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ স্ট্রাইক রেট জস বাটলারের। ১৪৮.৯৭ স্ট্রাইক রেটে ৩৮৬৯ রান করে এ তালিকার চারে বাটলার। পঞ্চম আয়ারল্যান্ডের ওপেনার পল স্টার্লিংয়ের রান ৩৭১০। কোহলি, বাটলার ও স্টার্লিংয়ের সেঞ্চুরি একটি করে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ক্রিকেট নিয়ে আরও পড়ুন

দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে তিনটি স্বর্ণ ও দুটি ব্রোঞ্জসহ মোট পাঁচটি পদক জিতে ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে বাংলাদেশের শারীরিক প্রতিবন্ধী ক্রীড়াবিদরা। পদকজয়ী এই দলটি সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশে ফিরছে।

২১ ঘণ্টা আগে

শুক্রবার (১২ ডিসেম্বর) গভীর রাতে কলকাতা বিমানবন্দরে পৌঁছেছেন লিওনেল মেসি। তিন দিনের সফরে ভারতে গিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। এ সফরে মেসির সঙ্গে আছেন ইন্টার মায়ামি সতীর্থ সুইস সুয়ারেস ও রদ্রিগো দে পল।

৩ দিন আগে

রাজধানীর একটি আন্তর্জাতিক হোটেলে আজ অনুষ্ঠিত হলো বিপিএল ১২তম আসরের নিলাম, যেখানে অংশ নিয়েছে ঢাকা ক্যাপিটালস, রংপুর রাইডার্স, চট্টগ্রাম রয়্যালস, সিলেট টাইটানস, রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস—মোট ৬টি ফ্র্যাঞ্চাইজি

১৬ দিন আগে

ঝিনাইদহের উত্তর নারায়ণপুরে উত্তেজনাপূর্ণ আবহে শেষ হলো আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট। শনিবার (২৯ নভেম্বর) বিকেলে ফাইনালে মুখোমুখি হয় কুষ্টিয়ার পোড়াদহ ওয়ান্ডার্স ক্লাব ও ঢাকার সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার। উত্তর নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে হাজারো দর্শক উপস্থিতিতে খেলার উত্তেজনা মেলার পরিবেশ তৈরি হয়

১৭ দিন আগে