রাতে অবসরের ঘোষণা, মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক

প্রতিনিধি
স্পোর্টস ডেস্ক
Thumbnail image
ছবি: সংগৃহীত

ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। গতকাল বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মুশফিক নিজেই অবসরের কথা জানিয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাজে পারফর্ম্যান্স করার পর নানা সমালোচনার মুখে পড়েছিলেন মুশফিকুর রহিম।

পোস্টে মুশফিক লেখেন, ‘আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আজকের পর থেকে ওয়ানডে থেকে আমি অবসর নিয়ে নিচ্ছি।’

এদিকে আজ বৃহস্পতিবার মিরপুরে খেলা শুরুর তখনও প্রায় ঘণ্টাখানেক সময় বাকি। ওয়ার্ম-আপ সেশনের জন্য দলের অন্য অনেকের আগেই মাঠে নেমে গেলেন মুশফিকুর রহিম। এটা অবশ্য বরাবরের নিয়মিত দৃশ্য। তবে কিছুক্ষণ পর বদলে গেল চিত্র। ম্যাচ শুরুর আগে সবাই মাঠে ঢুকে গেলেন। কিন্তু সীমানার বাইরে অপেক্ষায় রাখা হলো মুশফিককে।

পরমুহূর্তেই পরিষ্কার হয়ে গেল সবকিছু। দুই সারিতে মুখোমুখি দাঁড়িয়ে গেলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা। তাদের ‘মাঝ দিয়ে মাঠে প্রবেশ করলেন সদ্য ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানানো অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটসম্যান।

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের অনেক সাফল্যের নায়ক মাঠ থেকে বিদায় বলতে পারেননি। তবে অবসরের ঘোষণা দিয়ে পরদিন সকালে ‘গার্ড অব অনার’ পেলেন তিনি ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে।

মুশফিকের অবসরের পর ফেসবুকে তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদরা আবেগঘন বার্তা দিয়েছেন।

ডিপিএলে মোহামেডানের জার্সিতে খেলছেন মুশফিকুর রহিম। আজকের ম্যাচে মিরপুরে রূপগঞ্জ টাইগার্সের মুখোমুখি হয়েছে মোহামেডান। ম্যাচ শুরুর সময় এই উইকেটরক্ষক ব্যাটারকে গার্ড অব অনার দেয় সাদা কালো শিবিরের ক্রিকেটাররা। মূলত আন্তর্জাতিক ক্রিকেট (সাদা বলে) থেকে বিদায় নেয়ায় তাকে এই গার্ড অব অনার দেয়া হয়।

ম্যাচ শুরুর আগে সারিবদ্ধভাবে দুই পাশে দাঁড়ান মোহামেডানের ক্রিকেটাররা, মাঝখান দিয়ে মাঠে নামেন মুশফিক। গার্ড অব অনারের সময় ছিলেন তার দীর্ঘদিনের সতীর্থ তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজরা।

তবে সাদা বলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও ঘরোয়া লিস্ট ‘এ’ টুর্নামেন্টে খেলা চালিয়ে যাবেন এই উইকেটরক্ষক ব্যাটার।

ওয়ানডেতে গুরুত্বপূর্ণ এক অধ্যায়ের সমাপ্তি টানলেন মুশফিকুর রহিম। বাংলাদেশের হয়ে এই সংস্করণে ২৭৪টি ম্যাচ খেলে ৩৬.৪২ গড়ে ৭ হাজার ৭৯৫ রান করেছেন তিনি। এছাড়া, এই ফরম্যাট ছাড়ার আগে মুশফিকের ঝুলিতে রয়েছে ২৪৩টি ক্যাচ, আর ৫৬টি স্ট্যাম্পিং।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ক্রিকেট নিয়ে আরও পড়ুন

মাত্র ১৪১ রানের পুঁজি নিয়েও পাকিস্তান যে এমন বড় ব্যবধানে জয় পাবে, তা হয়তো অনেকেই ভাবতে পারেননি। তবে পাকিস্তানি বোলাররা সেই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন। বিশেষ করে মোহাম্মদ নেওয়াজ তার স্পিন জাদুতে আফগান ইনিংসের মেরুদণ্ড ভেঙে দেন

১২ ঘণ্টা আগে

এবারের এশিয়া কাপের আয়োজক ভারত। তবে পাকিস্তান ভারত সফর করতে রাজি না হওয়ায় আসরটি সরে নিরপেক্ষ ভেন্যু আরব আমিরাতে নেয়া হয়েছে। গ্রুপ পর্বে ভারত-পাকিস্তানের ম্যাচ নিয়েও শঙ্কা ছিল। সেসব শঙ্কাও কেটে গেছে

১ দিন আগে

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন করবেন দুদক এর কমিশনার চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মিয়া মোহাম্মদ আলী আকবর আজীজী বলেও সভায় জানানো হয়

৪ দিন আগে

ম্যাঞ্চেস্টারের এক হোটেলে জোর করে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন হায়দার। কিন্তু অভিযোগ প্রমাণিত না হওয়ায়, পাকিস্তানের ক্রিকেটারকে ছেড়ে দেওয়া হচ্ছে। ৮ আগস্ট তাঁকে জামিনে মুক্তি দেওয়া হয়। তবে তদন্ত চলছিল

৪ দিন আগে