ফাইনালে উঠতে ২৬৫ রানের লক্ষ্যে ব্যাট করছে ভারত

প্রতিনিধি
স্পোর্টস ডেস্ক
Thumbnail image
ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেমিফাইনালে তিনশ ছাড়ানো স্কোরের সম্ভাবনা জাগিয়েও পারল না অস্ট্রেলিয়া। ভারতীয় বোলারদের দুর্দান্ত বোলিং আর নিয়মিত বিরতিতে উইকেট পতনের কারণে অজিরা অল-আউট হয়েছে ২৬৪ রানে।

আজ মঙ্গলবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই মোহাম্মদ শামির শিকার হন অজি ওপেনার কুপার কনোলি (০)। এরপর ৫০ রানের জুটি গড়েন ট্রাভিস হেড আর অধিনায়ক স্টিভেন স্মিথ। সদ্যই হাত খুলছিলেন হেড, তখনই আবির্ভাব বরুণ চক্রবর্তীর। এই রহস্য স্পিনারের প্রথম বলেই লং অফে শুবমান গিলের তালুবন্দি হন ৩৩ বলে ৫ চার ২ ছক্কায় ৩৯ রান করা হেড। ৫৪ রানে দ্বিতীয় উইকেট হারায় অস্ট্রেলিয়া।

তৃতীয় উইকেটে স্টিভেন স্মিথ আর মার্নার্স লাবুশানে মিলে ৫৬ রানের আরেকটি জুটি গড়েন। তবে রবীন্দ্র জাদেজার শিকার হওয়ার আগে লাবুশানে ২৯ রানের বেশি করতে পারেননি। একপ্রান্ত আগলে ৬৮ বলে ফিফটি পূরণ করেন অধিনায়ক স্মিথ। একপর্যায়ে তার সেঞ্চুরির সম্ভাবনা যখন উজ্জ্বল হচ্ছিল, তখনই মোহাম্মদ শামির একটি লোপ্পা বলে বোল্ড হয়ে থামে তার ৯৬ বলে ৪ চার ১ ছক্কায় ৭৩ রানের ইনিংস।

মিডল অর্ডারে ৪৮ বলে ফিফটি করেন অ্যালেক্স ক্যারি। তবে তিনি ৫৭ বলে ৬১ রান করেই রান-আউট হয়ে যান। ৩ বল বাকি থাকতেই ২৬৪ রানে অল-আউট হয় অস্ট্রেলিয়া। ভারতের হয়ে ৪৮ রানে ৩ উইকেট নেন মোহাম্মদ শামি। ২টি করে উইকেট নিয়েছেন বরুন চক্রবর্তী আর রবিন্দ্র জাদেজা। এছাড়া হার্দিক পান্ডিয়া এবং অক্ষর প্যাটেল নিয়েছেন একটি করে। কেবল কুলদীপ যাদবই ৮ ওভারে ৪৪ রান দিয়ে কোনো উইকেট পাননি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ক্রিকেট নিয়ে আরও পড়ুন

মাত্র ১৪১ রানের পুঁজি নিয়েও পাকিস্তান যে এমন বড় ব্যবধানে জয় পাবে, তা হয়তো অনেকেই ভাবতে পারেননি। তবে পাকিস্তানি বোলাররা সেই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন। বিশেষ করে মোহাম্মদ নেওয়াজ তার স্পিন জাদুতে আফগান ইনিংসের মেরুদণ্ড ভেঙে দেন

১২ ঘণ্টা আগে

এবারের এশিয়া কাপের আয়োজক ভারত। তবে পাকিস্তান ভারত সফর করতে রাজি না হওয়ায় আসরটি সরে নিরপেক্ষ ভেন্যু আরব আমিরাতে নেয়া হয়েছে। গ্রুপ পর্বে ভারত-পাকিস্তানের ম্যাচ নিয়েও শঙ্কা ছিল। সেসব শঙ্কাও কেটে গেছে

১ দিন আগে

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন করবেন দুদক এর কমিশনার চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মিয়া মোহাম্মদ আলী আকবর আজীজী বলেও সভায় জানানো হয়

৪ দিন আগে

ম্যাঞ্চেস্টারের এক হোটেলে জোর করে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন হায়দার। কিন্তু অভিযোগ প্রমাণিত না হওয়ায়, পাকিস্তানের ক্রিকেটারকে ছেড়ে দেওয়া হচ্ছে। ৮ আগস্ট তাঁকে জামিনে মুক্তি দেওয়া হয়। তবে তদন্ত চলছিল

৪ দিন আগে