বাঁচা-মরার ম্যাচে ব্যাটিংয়ে আফগানিস্তান

প্রতিনিধি
অনলাইন ডেস্ক
Thumbnail image
ছবি: সংগৃহীত

ইংল্যান্ড-আফগানিস্তান আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ মুখোমুখি হয়েছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে। দিল্লিতে সেবার ৬৯ রানে জিতে চমক দেখিয়েছিল আফগানরা। ১৪ মাস পর আজ বুধবার আরেক আইসিসি ইভেন্টে মুখোমুখি হচ্ছে দল দুটি।

চ্যাম্পিয়নস ট্রফিতে লাহোরে আজ ইংল্যান্ড নামছে প্রতিশোধ নিতে। ইংল্যান্ড-আফগানিস্তান দুই দলের জন্য ম্যাচটি টুর্নামেন্টে টিকে থাকার লড়াইও। যে হারবে, সে সেমির দৌড় থেকে ছিটকে যাবে। বাঁচা-মরার ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদী।

একাদশে তিন পেসার ও তিন স্পিনার নিয়েছে আফগানরা। দুই স্পিন বোলিং অলরাউন্ডার মোহাম্মদ নবী ও রশিদ খানের সঙ্গে থাকছেন বাঁহাতি চায়নাম্যান নুর আহমাদ। পেস আক্রমণে বাঁহাতি পেসার ফজলহক ফারুকির সঙ্গে থাকছেন দুই পেস বোলিং অলরাউন্ডার গুলবাদিন নাইব ও আজমতউল্লাহ ওমরজাই।

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে আলোচনার তুঙ্গে ছিলো আফগানদের বিপক্ষে ইংল্যান্ডের এই ম্যাচ। আফগানিস্তানে নারী অধীকার লঙ্গণের প্রতিবাদে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের বিপক্ষে ম্যাচ না খেলার জন্য ইসিবিকে অনুরোধ জানান ইংল্যান্ডের ৮০ জন রাজনীতিবিদ। তবে, রাজনীতির উত্তাপ ক্রিকেটে চায় না ইসিবি। তাই সে অনুরোধ নাকচ করে দয়ে বাটলাররা।

এখন পর্যন্ত খেলা তিন ওয়ানডের প্রথম দুটিতে জয় আছে ইংলিশদের। সবশেষ ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডে হারানোর আত্মবিশ্বাস পুঁজি করে নিজেদের ফিরে পেতে চায় আফগানিস্তান।

আফগানিস্তান একাদশ

রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, সিদ্দিকুল্লাহ আটাল, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমাতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, গুলবাদিন নায়েব, রশিদ খান, নূর আহমদ ও ফজল হক ফারুকী।

ইংল্যান্ড একাদশ

ফিলিপ সল্ট, বেন ডাকেট, জেমি স্মিথ (উইকেটরক্ষক), জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জোফরা আর্চার, জেমি ওভারটন, আদিল রশিদ ও মার্ক উড।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ক্রিকেট নিয়ে আরও পড়ুন

জুন-জুলাইয়ে মিয়ানমারে অনুষ্ঠিতব্য বাছাইপর্বের আগে জর্ডানে ত্রিদেশীয় আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবেন আফঈদা- রিপা-আইরিনরা। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল।

২০ ঘণ্টা আগে

২০২৪ এর ৫ আগস্ট গণ অভূত্থ্যানে শেখ হাসিনা সরকারের পতনের মধ্যদিয়ে রাজনৈতিক পটপরিবর্তনের পর সাকিব আল হাসান আর দেশে ফিরতে পারেননি। সেপ্টেম্বরে কানপুর টেস্টের পর আর কোনো খেলায় অংশ নিতে পারেননি তিনি। এমনকি বাংলাদেশ দলের হয়েও তাকে আর কোনো খেলায় তাকে দেখা যায়নি।

২ দিন আগে

বিভিন্ন অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দেশের ক্রিকেট বোর্ডে এই নজিরবিহীন ঘটনা নিয়ে উত্তাল ক্রীড়াঙ্গন।

২ দিন আগে

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক না হলেও ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে মাঠের এক পরিচিত মুখ বাঁ-হাতি পেসার কেইথ বার্কার। আর এবার নিষিদ্ধ ওষুধ সেবনের দায়ে বড় শাস্তির মুখে পড়লেন এই অভিজ্ঞ ক্রিকেটার। ফলে সব রকমের ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষেধাজ্ঞা পেয়েছেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) থেকে।

২ দিন আগে