পাকিস্তানের কাছে হেরে টাইগ্রেসদের বিশ্বকাপ স্বপ্ন থাইল্যান্ডের হাতে

প্রতিনিধি
স্পোর্টস ডেস্ক
আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, ১৭: ৪৪
Thumbnail image
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত সূচনার পরেও শেষ দিকের ব্যর্থতায় অনিশ্চয়তায় পড়ে গেছে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা। টানা তিন ম্যাচে জয় তুলে নিয়ে যেখানে একসময় বিশ্বকাপের টিকিট একরকম নিশ্চিতই মনে হচ্ছিল, সেখানে শেষ দুই ম্যাচে হারের ফলে সেই স্বপ্ন আজ ঝুলে আছে থাইল্যান্ডের ওপর।

ক্যারিবিয়ান মেয়েদের কাছে ৩ উইকেটে হারের পর আজ পাকিস্তানের মেয়েদের কাছে হার এসেছে ৭ উইকেটে। লাহোরে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ আগে ব্যাট করে তোলে ১৭৮ রান। জবাবে মুনিয়া আলী এবং আলিয়া রিয়াজের জোড়া অর্ধশতক পাকিস্তানকে এনে দিয়েছে সহজ জয়। ৬২ বল হাতে রেখেই জয় তুলেছে স্বাগতিকরা।

অথচ বাংলাদেশের সামনে সুযোগ ছিল অনেকটা নির্ভার থেকেই বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করার। পাকিস্তানের বিপক্ষে অবশ্য তেমন কোনো ভাল পারফরম্যান্সই আসেনি। ব্যাটিং ইউনিটে শুরুর প্রত্যেকেই ছিলেন ব্যর্থ। শারমিন আক্তারের ২৪ আর রিতু মনির ৪৮ রান কিছুটা অন্তত ভরসা দিয়েছিল বাংলাদেশের মেয়েদের। ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়ে উপরে উঠে আসা নাহিদা করেছেন ১৯ রান।

পাকিস্তানের বিপক্ষে হারের পর বাংলাদেশের নেট রানরেট নেমে এসেছে ০.৬৪–এ। বিপরীতে ওয়েস্ট ইন্ডিজের রানরেট এখন -০.২৮। থাইল্যান্ডের বিপক্ষে ক্যারিবিয়ান নারীরা যদি বড় ব্যবধানে জয় না পায়, তবেই কেবল বিশ্বকাপে জায়গা করে নেবে বাংলাদেশের মেয়েরা।

আজ লাহোরে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটের হার বাংলাদেশ নারী দলের জন্য বড় ধাক্কা হয়ে আসে। টস জিতে ব্যাট করতে নামা নিগার সুলতানার দল নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে তোলে মাত্র ১৭৮ রান। জবাবে ব্যাট করতে নেমে ৩৯.৪ ওভারেই সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান, হারায় মাত্র ৩টি উইকেট।

ইনিংসের দ্বিতীয় ওভারেই শূন্য রানে ফেরেন ফারজানা হক। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও ফেরেন মাত্র ১ রানে। এরপর হাল ধরেন রিতু মনি (৪৮) ও ফাহিমা খাতুন (৪৪)। তবে মাঝারি এই সংগ্রহ পাকিস্তানের শক্তিশালী ব্যাটিং লাইনআপের সামনে যথেষ্ট হয়নি।

১৭৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই মারুফা আক্তার আঘাত হানলেও এরপর আর থামেনি পাকিস্তান। মুনেবা আলির ৬৯ ও আলিয়া রিয়াজের অপরাজিত ৫২ রানের ইনিংসে ভর করে ৩৯.৪ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা।

এই হারের পর বাংলাদেশ নিজেদের শেষ ম্যাচ হেরে ফেলেছে। এখন তাদের ভাগ্য নির্ভর করছে থাইল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের ওপর। যদি থাইল্যান্ড জয় পায়, তাহলে বাংলাদেশ সরাসরি পাবে বিশ্বকাপের টিকিট। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ জয়ী হলে দেখতে হবে রান রেট।

বাংলাদেশ বর্তমানে +১.০৩৩ রান রেটে এগিয়ে, আর ওয়েস্ট ইন্ডিজের রান রেট –০.২৮৩। তাই ক্যারিবীয়দের বড় ব্যবধানে জিততেই হবে বাংলাদেশকে টপকাতে।

সংক্ষিপ্ত স্কোর-

বাংলাদেশ: ৫০ ওভারে ১৭৮/৯ (রিতু মনি ৪৮, ফাহিমা খাতুন ৪৪)

পাকিস্তান: ৩৯.৪ ওভারে ১৮১/৩ (মুনেবা ৬৯, আলিয়া রিয়াজ ৫২*)

ফল: পাকিস্তান জয়ী ৭ উইকেটে

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ক্রিকেট নিয়ে আরও পড়ুন

বিশ্বকাপের টিকিট একরকম হাতছাড়া হয়েই যাচ্ছিল। তবে ভাগ্য যে শেষ হাসি হাসবে বাংলাদেশের হয়েই, তা হয়তো আগে থেকেই লেখা ছিল।

৩ ঘণ্টা আগে

বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত সূচনার পরেও শেষ দিকের ব্যর্থতায় অনিশ্চয়তায় পড়ে গেছে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা। টানা তিন ম্যাচে জয় তুলে নিয়ে যেখানে একসময় বিশ্বকাপের টিকিট একরকম নিশ্চিতই মনে হচ্ছিল, সেখানে শেষ দুই ম্যাচে হারের ফলে সেই স্বপ্ন আজ ঝুলে আছে থাইল্যান্ডের ওপর।

৭ ঘণ্টা আগে

বাংলাদেশের মাটিতে টেস্ট খেলতে নেমে বরাবরই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে জিম্বাবুয়েকে। কিন্তু এবারের সফরে ভালো প্রস্তুতি নিয়েই এসেছে সফরকারী দলটি। উইলিয়ামস বলেন, বাংলাদেশের মাঠের কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়া চ্যালেঞ্জিং এবং সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

১১ ঘণ্টা আগে

দারুণ জয় দিয়ে এএইচএফ কাপের যাত্রা শুরু করেছে বাংলাদেশ হকি দল। ইন্দোনেশিয়ার জাকার্তায় শুক্রবার অনুষ্ঠিত এএইচএফ কাপ হকির পুল ‘বি’-তে নিজেদের প্রথম ম্যাচে ৫-১ গোলে কাজাখস্তানকে হারিয়েছে বাংলাদেশ।

১২ ঘণ্টা আগে