কনফারেন্স লিগে ফাইনালের দ্বারপ্রা‌ন্তে চেলসি

প্রতিনিধি
স্পোর্টস ডেস্ক
Thumbnail image
ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে খুব একটা স্বস্তিতে নেই চেলসি। লিগে বর্তমানে পয়েন্ট টেবিলের ৪ নম্বরে অবস্থান করছে। তবুও পরের মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলা নিশ্চিত নয়। প্রিমিয়ার লিগে নিজেদের ঠিকঠাক মেলে ধরতে না পারলেও কনফারেন্স লিগে নিজেদের দাপট ধরে রেখেছে দ্য ব্লুজরা।

উয়েফা কনফারেন্স লিগের সেমিফাইনালে সুইডিশ ক্লাব জুরগার্ডেন্সকে রীতিমতো উড়িয়ে দিয়েছে চেলসি। প্রথম লেগের ম্যাচে নিকোলাস জ্যাকসনের জোড়া গোলে স্বাগতিকদের বিপক্ষে ৪-১ ব্যবধানের জয় নিশ্চিত করে দ্য ব্লুজ। প্রতিপক্ষের মাঠে এ জয়ে স্বভাবতই উজ্জীবিত এনজোর শিষ্যরা।

বৃহস্পতিবার (১ মে) স্টকহোমের থ্রি অ্যারেনায় চেলসিকে আতিথ্য দেয় জুরগার্ডেন্স। নিকোলাস ছাড়াও সফরকারী দলের হয়ে গোল করেন স্যাঞ্চো ও মাডুয়েক।

শুরু থেকেই বল নিজেদের কাছে রেখে আক্রমণে ওঠার চেষ্টা চালায় চেলসি। ম্যাচের ১২তম মিনিটে জ্যাডন স্যাঞ্চোর দারুণ ফিনিশিংয়ে লিড নেয় সফরকারিরা। বিরতির ২ মিনিট আগে মাডুয়েকের গোলে ব্যবধান দ্বিগুণ হয়। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় অতিথিরা।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা অব্যাহত রাখে লন্ডনের ক্লাবটি। ৬ মিনিটের ব্যবধানে ৫৯ ও ৬৫ মিনিটে দুই গোল করে দলকে আরও এগিয়ে নেন নিকোলাস জ্যাকসন।

ম্যাচের ৬৮তম মিনিটে স্বাগতিকদের হয়ে অবশ্য এক গোল শোধ করে জুরগার্ডেন্স। তবে হার এড়াতে তা যথেষ্ঠ ছিল না।

শেষ পর্যন্ত সেমিফাইনালের প্রথম লেগে ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি। আগামী ৮মে দিবাগত রাতে স্ট্যামফোর্ড ব্রিজে সেমিফাইনালের শেষ লেগে মুখোমুখি হবে দু’দল।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ফুটবল নিয়ে আরও পড়ুন

আনুষ্ঠানিকভাবে বিসিবির আসন্ন নির্বাচনে পরিচালক পদে লড়ার ঘোষণা দিয়েছেন তিনি

১৯ ঘণ্টা আগে

২০২৭ সালে ভারতের মাটিতে টেস্ট সিরিজ, অ্যাশেজ ও ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে নিজেকে ফিট রেখে সেরা ছন্দে রাখতে আমি মনে করি এটাই আমার জন্য সেরা সিদ্ধান্ত

১ দিন আগে

হামজা না থাকলে কোচ সমস্যা না দেখলেও খানিকটা সমস্যা দেখছেন তপু বর্মণ। তিনি বলেন‘আসলে আমাদের অনেক কিছু শুরুই হয় হামজাকে দিয়ে। তার ব্যস্ত সূচি রয়েছে। এরপরও সে আসার চেষ্টা করছে। যদি সে আসতে না পারে আমাদের একটু কষ্ট হবে। তবে আমাদের মানিয়ে নিতে হবে

১ দিন আগে

নেদারল্যান্ডসের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। দ্বিতীয় ম্যাচে ডাচদের ৯ উইকেটে হারিয়েছে টাইগাররা।

২ দিন আগে