ওয়েস্ট হ্যামকে হারিয়ে প্রথমবার টেবিলের শীর্ষে চেলসি

প্রতিনিধি
স্পোর্টস ডেস্ক
আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ১৩: ০০
Thumbnail image
ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগের ২০২৫-২০২৬ মৌসুমটা ভালোভাবে শুরু করতে পারেনি চেলসি। মৌসুমের প্রথম ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল তারা। তবে দ্বিতীয় ম্যাচেই ব্লুজরা প্রমাণ দিয়েছে, তারা যে বিশ্ব চ্যাম্পিয়ন ক্লাব।

শুক্রবার (২২ আগস্ট) মৌসুমের দ্বিতীয় ম্যাচে ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে চেলসি। দলের অন্যতম প্রধান তারকা কোল পালমার না থাকলেও নবাগত ফুটবলাররা এই জয়ে বড় অবদান রেখেছেন।

লন্ডন স্টেডিয়ামে শুক্রবার রাতে দলকে বড় জয় এনে দেওয়ার পথে জোয়াও পেদ্রো, পেদ্রো নেতো, এনজো ফার্নান্দেজ, মইসেস কাইসেদো ও ট্রেবহ চ্যালোবাহ একটি করে গোল করেছেন। ওয়েস্ট হ্যামের হয়ে একমাত্র গোলটি করেন লুকাস পাকেতা।

ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে গোলশূন্য ড্রয়ে প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু করেছিল চেলসি। ক্লাব বিশ্বকাপজয়ীদের জন্য যেটা ছিল বেশ হতাশার। তবে দ্বিতীয় ম্যাচে তারা ফিরেছে একেবারে বিধ্বংসী রূপে। তাও আবার তারকা ফরোয়ার্ড কোল পালমারকে ছাড়া। ম্যাচের আগে অনুশীলনের সময় চোটে পড়ে একাদশ থেকে ছিটকে যান তিনি।

এদিন শুরুতে গোল হজম করেছিল চেলসি। ম্যাচ শুরুর ষষ্ঠ মিনিটেই বক্সের বাইরে থেকে পাকেতার ঘূর্ণায়মান জোরালো শটে এগিয়ে যায় ওয়েস্ট হ্যাম। সমতায় ফিরতে অবশ্য খুব বেশি সময় নেয়নি চেলসি। ৮ মিনিট পর কর্নার থেকে সতীর্থের ক্রস কুকুরেয়া প্রথমে হেড নেন। গোলমুখ থেকে দ্বিতীয় হেডে বল জালে জড়ান জোয়াও পেদ্রো। ২৩তম মিনিটে লিডও তুলে নেয় ব্লুজ। বক্সের ভেতরে জোয়াও পেদ্রোর ছোট ক্রস গোলমুখে পেয়ে আলতো ছোঁয়ায় জালে জড়ান পেদ্রো নেতো।

১০ মিনিট পর তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এস্তেভাওয়ের দারুণ এক অ্যাসিস্ট থেকে ব্যবধান ৩-১ করেন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। সতীর্থের পাস দখলে নিয়ে দ্রুত ডানপ্রান্ত ধরে বক্সে ঢুকে পড়েন এস্তেভাও। এরপর গোলমুখে পাস দেন ফার্নান্দেজকে। বাকিটা সেরে নেন এ আর্জেন্টাইন।

বিরতির পর ৫৪তম মিনিটে চতুর্থ গোলটি আদায় করে নেয় চেলসি। বাঁ কর্নার থেকে এনজোর ক্রস ওয়েস্ট হ্যাম গোলরক্ষক হেরম্যানসেন ক্লিয়ার করার চেষ্টা করে ব্যর্থ হন। পেয়ে যান কাইসেদো। পা বাড়িয়ে বল পাঠান জালে। তিন মিনিট পরই ব্যবধান ৫-১ করেন চ্যালোবাহ। ডান কর্নার থেকে নেতোর ক্রস বক্সে পেদ্রো হেড নেয়ার পর বাঁ পায়ের শটে জালে জড়ান চ্যালোবাহ। পুরো ম্যাচে ৬০ শতাংশ সময় বল দখলে রেখে ১২ শট নেয়া চেলসি অবশ্য বাকি সময়ে আর কোনো গোলের দেখা পায়নি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ফুটবল নিয়ে আরও পড়ুন

মাহমুদউল্লাহ রিয়াদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, চারদিন ধরে জ্বর ভুগছেন তিনি

১৪ ঘণ্টা আগে

ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে সেপ্টেম্বরে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ জিতেছিলেন নিকোলাস পুরান ও কাইরন পোলার্ড

১৫ ঘণ্টা আগে

জাতীয় সেপাক টাকরো ২০২৫-এর চ্যাম্পিয়ন নীলফামারী জেলা নারী দল, রানার্স-আপ পুরুষ দল ও উদীয়মান ক্রিকেটার আব্দুল গাফফার সাকলাইনকে সংবর্ধনা দিয়েছে অনলাইনভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন শিক্ষানগরী সৈয়দপুর

২ দিন আগে

২৮ ( অক্টোবর) প্রত্যাবর্তনের ম্যাচে বাবরের মতো প্রতিপক্ষ আবারও দক্ষিণ আফ্রিকা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়

২ দিন আগে