সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ

মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের শিরোপা উৎসর্গ বাংলাদেশের

প্রতিনিধি
স্পোর্টস ডেস্ক
আপডেট : ২২ জুলাই ২০২৫, ১৪: ৩৪
Thumbnail image
ছবি: সংগৃহীত

বাংলাদেশ দল চ্যাম্পিয়ন ট্রফি নিয়েই সংবাদ সম্মেলনে এসেছিলো। সম্মেলনের শুরুতে বাংলাদেশের ব্রিটিশ কোচ পিটার বাটলার ম্যাচ জয়, শিরোপা এসব বাদ দিয়ে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত নিয়ে কথা বলেন।

বাটলার বিমান দুর্ঘটনায় হতাহতদের প্রতি শ্রদ্ধা ও শোক জানিয়ে বলেন, 'আসলে এই মুহূর্ত উৎসবের জন্য নয়। অল্প কিছুক্ষণ আগেই অনেকে মারা গেছেন। এটা আসলেই মর্মান্তিক। তাদের সকলের প্রতি আমাদের শোক ও শ্রদ্ধা।'

পুরো টুর্নামেন্টে আধিপত্য বিস্তার করে মেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা নিজেদের করেছে বাংলাদেশ। কিংস অ্যারেনায় নেপালকে গতকাল ৪-০ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা। শিরোপা জিতলেও ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের মেয়েদের কারো মুখে উল্লাসের ছাপ ছিল না। কারণটাও সবার জানা, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে কোচ পিটার বাটলার সবার আগে মর্মান্তিক এই দুর্ঘটনা নিয়ে কথা বলেন। সেই সঙ্গে বাংলাদেশের অধিনায়ক আফইদা খন্দকার ও ম্যাচ সেরা সাগরিকা দলের এই ট্রফিকে বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের প্রতি উৎসর্গ করেন।

সংবাদ সম্মেলনে আফইদা খন্দকার বলেন, ‘আমরা মাঠে নামার আগে উত্তরার বিমান দুর্ঘটনার খবরটা শুনি। এরপর আমরা চিন্তা করি যে আজকে আমরা তাদের জন্য খেলব। যাঁরা নিহত হয়েছেন, জয়টা তাঁদের উৎসর্গ করব। আলহামদুলিল্লাহ, আমরা পেরেছি।’

নেপালের বিপক্ষে ৪ গোল করে বাংলাদেশকে একাই শিরোপা এনে দিয়েছেন সাগরিকা। কিন্তু ম্যাচ শেষে বিমান দুর্ঘটনার রেশ ছিল তাঁর কণ্ঠেও, ‘আমি প্রথমে যে গোলটা করেছি, সেটা তাদের উৎসর্গ করেছি। আসলে দুঃখজনক যে বিমান দুর্ঘটনায় অনেকে মারা গেছে, অনেকে আহত হয়েছে। আমরা সবাই শোকাহত। খুব কষ্ট লাগছে যে বাংলাদেশে এমন একটা ঘটনা ঘটেছে।’

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ফুটবল নিয়ে আরও পড়ুন

মাহমুদউল্লাহ রিয়াদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, চারদিন ধরে জ্বর ভুগছেন তিনি

১ দিন আগে

ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে সেপ্টেম্বরে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ জিতেছিলেন নিকোলাস পুরান ও কাইরন পোলার্ড

১ দিন আগে

জাতীয় সেপাক টাকরো ২০২৫-এর চ্যাম্পিয়ন নীলফামারী জেলা নারী দল, রানার্স-আপ পুরুষ দল ও উদীয়মান ক্রিকেটার আব্দুল গাফফার সাকলাইনকে সংবর্ধনা দিয়েছে অনলাইনভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন শিক্ষানগরী সৈয়দপুর

২ দিন আগে

২৮ ( অক্টোবর) প্রত্যাবর্তনের ম্যাচে বাবরের মতো প্রতিপক্ষ আবারও দক্ষিণ আফ্রিকা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়

৩ দিন আগে